ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে বিশ্বজুড়ে সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নির্বাচনী তহবিল সংগ্রহকালে একটি অনুষ্ঠানে দাতাদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জো বাইডেন বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে, কিন্তু এই মুহূর্তে তা যুক্তরাষ্ট্রের চেয়েও আরও বেশি দেশের সমর্থন কামনা করে। দেশটির মিত্র হিসেবে ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে এমনকি বিশ্বের বেশির ভাগ অংশই দেশটির সঙ্গে রয়েছে। কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।’
এ সময় বাইডেন ইসরায়েলের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করে আরও বলেন, ‘হামাসকে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কারও কোনো দ্বিমত বা প্রশ্ন নেই এবং এমনটা করার সব ধরনের অধিকার ইসরায়েলের রয়েছে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে গাজায় স্থল অভিযান চালিয়ে হামাসকে ধ্বংস করে জিম্মিদের উদ্ধারের ক্ষেত্রে সব ধরনে সহযোগিতা পাচ্ছে। বিবৃতিতে নেতানিয়াহু আরও উল্লেখ করেন, ওয়াশিংটন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সব চাপ থেকে ইসরায়েলকে রক্ষা করছে।
গত সোমবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত ইহুদির উৎসব হানুক্কার অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাইডেন আবারও নিজেকে জায়োনিস্ট বলে দাবি করে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামাসকে শেষ করতে না পারছে, ততক্ষণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
বাইডেন বলেন, ‘ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামাসকে শেষ করতে না পারছে, ততক্ষণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে আমাদের এ বিষয়ে সতর্ক হতে হবে।’ এ সময় তিনি ইসরায়েলকেও এ বিষয়ে সতর্ক হতে হবে উল্লেখ করে বলেন, ‘তাদেরও এ বিষয়ে সতর্ক হতে হবে। বিশ্ব জনমত যেকোনো সময় বদলে যেতে পারে, কিন্তু আমরা তা হতে পারি না।’
এ সময় অনুষ্ঠানে বাইডেন ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন ব্যক্ত করে বলেন, ‘আমি গত ৭ অক্টোবরের পরও যেমন বলেছি, আবারও বলছি—ইহুদি জনগোষ্ঠী, রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নিরাপত্তা এবং স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে এর টিকে থাকার প্রতি আমার যে সমর্থন তা অনড়।’ এ সময় তিনি ঘোষণা দেন, ‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব না থাকলে বিশ্বের কোনো ইহুদিই নিরাপদ থাকবে না।’
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে বিশ্বজুড়ে সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার নির্বাচনী তহবিল সংগ্রহকালে একটি অনুষ্ঠানে দাতাদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জো বাইডেন বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে, কিন্তু এই মুহূর্তে তা যুক্তরাষ্ট্রের চেয়েও আরও বেশি দেশের সমর্থন কামনা করে। দেশটির মিত্র হিসেবে ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে এমনকি বিশ্বের বেশির ভাগ অংশই দেশটির সঙ্গে রয়েছে। কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।’
এ সময় বাইডেন ইসরায়েলের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করে আরও বলেন, ‘হামাসকে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কারও কোনো দ্বিমত বা প্রশ্ন নেই এবং এমনটা করার সব ধরনের অধিকার ইসরায়েলের রয়েছে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে গাজায় স্থল অভিযান চালিয়ে হামাসকে ধ্বংস করে জিম্মিদের উদ্ধারের ক্ষেত্রে সব ধরনে সহযোগিতা পাচ্ছে। বিবৃতিতে নেতানিয়াহু আরও উল্লেখ করেন, ওয়াশিংটন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সব চাপ থেকে ইসরায়েলকে রক্ষা করছে।
গত সোমবার রাতে হোয়াইট হাউসে আয়োজিত ইহুদির উৎসব হানুক্কার অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাইডেন আবারও নিজেকে জায়োনিস্ট বলে দাবি করে বলেন, ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামাসকে শেষ করতে না পারছে, ততক্ষণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
বাইডেন বলেন, ‘ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামাসকে শেষ করতে না পারছে, ততক্ষণ সহায়তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তবে আমাদের এ বিষয়ে সতর্ক হতে হবে।’ এ সময় তিনি ইসরায়েলকেও এ বিষয়ে সতর্ক হতে হবে উল্লেখ করে বলেন, ‘তাদেরও এ বিষয়ে সতর্ক হতে হবে। বিশ্ব জনমত যেকোনো সময় বদলে যেতে পারে, কিন্তু আমরা তা হতে পারি না।’
এ সময় অনুষ্ঠানে বাইডেন ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন ব্যক্ত করে বলেন, ‘আমি গত ৭ অক্টোবরের পরও যেমন বলেছি, আবারও বলছি—ইহুদি জনগোষ্ঠী, রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নিরাপত্তা এবং স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে এর টিকে থাকার প্রতি আমার যে সমর্থন তা অনড়।’ এ সময় তিনি ঘোষণা দেন, ‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব না থাকলে বিশ্বের কোনো ইহুদিই নিরাপদ থাকবে না।’
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাধারণ ক্ষমার সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল শুক্রবার শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এই তালিকায় রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী নেতারাও রয়েছেন। মূলত, দেশটিকে জাতীয় ঐক্যের অংশ হিসেবে এসব রাজবন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
১৪ মিনিট আগেইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিল মধ্য ইউরোপের এই রাষ্ট্রটি। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এ ঘোষণা দেন।
২৮ মিনিট আগেভারতের রাজধানী দিল্লি থেকে নিউ ইয়র্ক সিটির নির্বাচনী মাঠে জোহরান মামদানির বিরুদ্ধে এক সুগঠিত ও ব্যাপক আক্রমণ চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ও তার সমর্থক গোষ্ঠীগুলো মামদানির সমালোচনা করে তাকে ‘হিন্দু-বিদ্বেষী’ এবং ‘দেশবিরোধী’ হিসাবে তুলে ধরছে...
৩৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত এক বিতর্কিত মানচিত্র নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের কাছে এমন খবর আছে যে ‘সালতানাত-ই-বাংলা’ নামে একটি গোষ্ঠী ওই মানচিত্র প্রকাশ করেছে। এতে ভারতের কিছু অংশ ‘বৃহত্তর বাংলাদেশের’ অংশ হিসেবে দেখানো হয়েছে।
১ ঘণ্টা আগে