যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ বা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। ডেমোক্রেটিক পার্টির ২১২ আসনের বিপরীতে তারা পেয়েছে ২১৮ আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েই তারা ঘোষণা দিয়েছে, বাইডেনের পরিবারের বিষয়ে ‘শীর্ষ অগ্রাধিকার’ ভিত্তিতে তদন্ত করা হবে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আইনপ্রণেতারা বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিদেশে ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখা হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছর বয়সী হান্টার বাইডেনের বিরুদ্ধে এরই মধ্যে নির্বাহী তদন্ত চলমান। তবে এখনো তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
হান্টার বাইডেন কর ফাঁকি ও জালিয়াতি করেছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকান নেতারা। তবে এসব অভিযোগের জবাব দিতে হান্টারকে প্রতিনিধি পরিষদে ডাকার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রিপাবলিকানরা বলছেন, হান্টার বাইডেনের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের সংশ্লিষ্টতা কতটুকু সেই বিষয়টিও তদন্ত করা হবে। এমনকি জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তখনো তিনি ছেলেকে ব্যবসা-বাণিজ্যে কোনো বাড়তি সুবিধা দিয়েছেন কি না সেটিও দেখা হবে।
নিম্ন পরিষদের চেয়ারম্যান জেমস কোমার বলেন, ‘সর্বোচ্চ দায়িত্বে থেকে নিজের পরিবারকে ধনী করতে জো বাইডেনের যুক্ত থাকা, এটি ক্ষমতার অপব্যবহার। আমি পরিষ্কার বলতে চাই, জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করা এটি আগামী কংগ্রেসে আমাদের প্রধান লক্ষ্য থাকবে।’
তবে এসব অভিযোগের বিষয়ে হান্টার বাইডেনের আইনজীবী ক্রিস্টোফার ক্লার্ক বলেন, ‘রিপাবলিকানদের এসব ঘোষণায় হান্টার বাইডেন কোনো মন্তব্য করেননি।’
সংবাদ সম্মেলনে রিপাবলিকান পার্টির আরেক জ্যেষ্ঠ নেতা জিম জর্ডান উপস্থিত ছিলেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বাইডেন পরিবারের ব্যবসায়িক কার্যক্রম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ বা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বিরোধী রিপাবলিকান পার্টি। ডেমোক্রেটিক পার্টির ২১২ আসনের বিপরীতে তারা পেয়েছে ২১৮ আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েই তারা ঘোষণা দিয়েছে, বাইডেনের পরিবারের বিষয়ে ‘শীর্ষ অগ্রাধিকার’ ভিত্তিতে তদন্ত করা হবে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আইনপ্রণেতারা বলছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিদেশে ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখা হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছর বয়সী হান্টার বাইডেনের বিরুদ্ধে এরই মধ্যে নির্বাহী তদন্ত চলমান। তবে এখনো তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
হান্টার বাইডেন কর ফাঁকি ও জালিয়াতি করেছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকান নেতারা। তবে এসব অভিযোগের জবাব দিতে হান্টারকে প্রতিনিধি পরিষদে ডাকার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রিপাবলিকানরা বলছেন, হান্টার বাইডেনের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের সংশ্লিষ্টতা কতটুকু সেই বিষয়টিও তদন্ত করা হবে। এমনকি জো বাইডেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তখনো তিনি ছেলেকে ব্যবসা-বাণিজ্যে কোনো বাড়তি সুবিধা দিয়েছেন কি না সেটিও দেখা হবে।
নিম্ন পরিষদের চেয়ারম্যান জেমস কোমার বলেন, ‘সর্বোচ্চ দায়িত্বে থেকে নিজের পরিবারকে ধনী করতে জো বাইডেনের যুক্ত থাকা, এটি ক্ষমতার অপব্যবহার। আমি পরিষ্কার বলতে চাই, জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করা এটি আগামী কংগ্রেসে আমাদের প্রধান লক্ষ্য থাকবে।’
তবে এসব অভিযোগের বিষয়ে হান্টার বাইডেনের আইনজীবী ক্রিস্টোফার ক্লার্ক বলেন, ‘রিপাবলিকানদের এসব ঘোষণায় হান্টার বাইডেন কোনো মন্তব্য করেননি।’
সংবাদ সম্মেলনে রিপাবলিকান পার্টির আরেক জ্যেষ্ঠ নেতা জিম জর্ডান উপস্থিত ছিলেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বাইডেন পরিবারের ব্যবসায়িক কার্যক্রম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
২০১৬ সালে প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন টিভি তারকা ও ব্যবসায়ী কিম কারদাশিয়ান। এবার সেই ঘটনার বিচারে ফ্রান্সের আদালতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডাকাতির সময় তাঁকে অস্ত্রের মুখে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
৩৯ মিনিট আগেসৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—বিগত সপ্তাহগুলোয় আলোচনার কেন্দ্রে ছিল বিষয়টি। অবশেষে চলে এল সেই মাহেন্দ্রক্ষণ। আজ মঙ্গলবার দেশটিতে পৌঁছেছেন ট্রাম্প। খুব দ্রুতই চুক্তি স্বাক্ষরটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেট্রাম্পকে বহন করা মার্কিন প্রেসিডেনশিয়াল বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ সৌদি আকাশসীমায় প্রবেশের পর এটিকে শেষ আধা ঘণ্টা জুড়ে ছয়টি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান এসকর্ট দিয়েছে। এসময় ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানটির দুই পাশে ঘনিষ্ঠভাবে তিনটি করে বিমান ছিল।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার হিসেবে গ্রহণের পরিকল্পনা নিয়ে ওঠা নৈতিক উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। গতকাল সোমবার তিনি বলেছেন, এত উদার প্রস্তাব ফিরিয়ে দেওয়া ‘বোকার মতো’ কাজ হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে