অনলাইন ডেস্ক
তহবিল স্থগিত করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় গতকাল সোমবার মামলাটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, গবেষণা তহবিলে কয়েক বিলিয়ন ডলার কাটছাঁটের যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিয়েছে, তা স্বেচ্ছাচারিতা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অসাংবিধানিক বলেও অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে গিয়ে হোয়াইট হাউসের রোষানলে পড়তে হচ্ছে।
এই আইনি পদক্ষেপ এসেছে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে হার্ভার্ডের ২ দশমিক ২ বিলিয়ন ডলার ফেডারেল অনুদান ও চুক্তি স্থগিত করেছে এবং আরও ১ বিলিয়ন ডলার কাটছাঁটের পরিকল্পনার কথা জানিয়েছে।
হার্ভার্ডের অভিযোগ, আবদার মেনে নিজেদের স্বকীয়তা থেকে সরে না আসায় এমন অসাংবিধানিক আচরণ করছেন ডোনাল্ড ট্রাম্প।
মামলার ৫১ পৃষ্ঠার নথিতে হার্ভার্ড ২ দশমিক ২ বিলিয়ন ডলার তহবিল স্থগিতের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করতে আদালতকে অনুরোধ করেছে। পাশাপাশি গত ৩ ও ১১ এপ্রিলের চিঠিতে উল্লেখিত ‘অসাংবিধানিক শর্তাবলির’ ভিত্তিতে ভবিষ্যতে তহবিল স্থগিতের যেকোনো পদক্ষেপ প্রতিহত করতে আদালতের হস্তক্ষেপেরও আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান এম. গারবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় আইন মেনে চলার পাশাপাশি সরকারি হস্তক্ষেপ ছাড়াই সমাজে নিজেদের ভূমিকা পালন করতে পারে।’
হার্ভার্ডের ভাষ্য, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে তহবিল দেওয়া হবে কি না—প্রশাসন যখন এই সিদ্ধান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নিচ্ছে, তখন তা খুবই নিন্দনীয়। হার্ভার্ডের অভিযোগ, প্রশাসন তহবিল স্থগিত করে প্রতিষ্ঠানটিকে এর স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো, শিক্ষাক্রম ও নিয়োগ নীতিতে পরিবর্তন আনতে চাপ দিচ্ছে, যা সংবিধানের প্রথম সংশোধনীর সরাসরি লঙ্ঘন। তারা বলছে, ফেডারেল নিরীক্ষা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের রাজনৈতিক বিশ্বাস যাচাই এবং প্রশাসনের মনোনীত কর্তাব্যক্তিদের নিয়োগে হার্ভার্ড কর্তৃপক্ষকে বাধ্য করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
এ ছাড়া সরকারের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস বিভাগ (এইচএইচএস) বৈধ আইনগত ভিত্তি ছাড়াই তহবিল বন্ধ করেছে, যা নাগরিক অধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গারবার আরও বলেন, ১১ এপ্রিল ট্রাম্প প্রশাসনের পাঠানো দ্বিতীয় চিঠিটি আরও আক্রমণাত্মক। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পাঠ্যক্রম নির্ধারণে হস্তক্ষেপেরও ইঙ্গিত ছিল। তিনি অভিযোগ করেন, ‘ইহুদিবিদ্বেষের যে অভিযোগকে কেন্দ্র করে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়টিই এখন উপেক্ষা করা হচ্ছে।’
তিনি জানান, শিগগির হার্ভার্ড দুটি প্রেসিডেনশিয়াল টাস্কফোর্সের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে। এই টাস্কফোর্সগুলো মূলত ক্যাম্পাসে ইহুদি ও মুসলিমবিদ্বেষ নিরসনে কাজ করে।
মজার ব্যাপার হলো, হার্ভার্ডের হয়ে আদালতে লড়বেন দুজন আইনজীবী, যাঁদের ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে—রবার্ট কে. হার ও উইলিয়াম এ. বার্ক। এ ছাড়া আইন সংস্থা রোপস অ্যান্ড গ্রে এবং লেহটস্কি কেলার কন-এর আইনজীবীরাও এ মামলায় যুক্ত থাকবেন।
এই মামলা এমন এক সময়ে হলো, যখন প্রশাসনের তরফ থেকে হার্ভার্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তাদের কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দেওয়া হয়েছে এবং বিভিন্ন সংস্থার (যেমন শিক্ষা বিভাগ, বিচার বিভাগ, এইচএইচএস ইত্যাদি) পক্ষ থেকে অনুদান ও চুক্তি স্থগিত করা হয়েছে।
গারবারের ভাষায়, এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনের ক্ষমতার অপব্যবহার নয়, বরং মার্কিন সংবিধান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট লরেন্স এস. বাকাওয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের কোভিডকালীন এক নীতির বিরুদ্ধে আদালতে গিয়েছিল এবং সে মামলায় জিতেও এসেছে। ট্রাম্পের ওই নীতিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যদি ভার্চুয়াল ক্লাসে ভর্তি থাকেন, তবে তাঁদের ভিসা তামাদি হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটি যৌথভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করে। মামলার পর ট্রাম্প প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং কয়েক দিনের মধ্যেই নীতি প্রত্যাহার করতে বাধ্য হয়।
তহবিল স্থগিত করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। স্থানীয় সময় গতকাল সোমবার মামলাটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, গবেষণা তহবিলে কয়েক বিলিয়ন ডলার কাটছাঁটের যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিয়েছে, তা স্বেচ্ছাচারিতা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অসাংবিধানিক বলেও অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে গিয়ে হোয়াইট হাউসের রোষানলে পড়তে হচ্ছে।
এই আইনি পদক্ষেপ এসেছে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে হার্ভার্ডের ২ দশমিক ২ বিলিয়ন ডলার ফেডারেল অনুদান ও চুক্তি স্থগিত করেছে এবং আরও ১ বিলিয়ন ডলার কাটছাঁটের পরিকল্পনার কথা জানিয়েছে।
হার্ভার্ডের অভিযোগ, আবদার মেনে নিজেদের স্বকীয়তা থেকে সরে না আসায় এমন অসাংবিধানিক আচরণ করছেন ডোনাল্ড ট্রাম্প।
মামলার ৫১ পৃষ্ঠার নথিতে হার্ভার্ড ২ দশমিক ২ বিলিয়ন ডলার তহবিল স্থগিতের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করতে আদালতকে অনুরোধ করেছে। পাশাপাশি গত ৩ ও ১১ এপ্রিলের চিঠিতে উল্লেখিত ‘অসাংবিধানিক শর্তাবলির’ ভিত্তিতে ভবিষ্যতে তহবিল স্থগিতের যেকোনো পদক্ষেপ প্রতিহত করতে আদালতের হস্তক্ষেপেরও আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান এম. গারবার এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় আইন মেনে চলার পাশাপাশি সরকারি হস্তক্ষেপ ছাড়াই সমাজে নিজেদের ভূমিকা পালন করতে পারে।’
হার্ভার্ডের ভাষ্য, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে তহবিল দেওয়া হবে কি না—প্রশাসন যখন এই সিদ্ধান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নিচ্ছে, তখন তা খুবই নিন্দনীয়। হার্ভার্ডের অভিযোগ, প্রশাসন তহবিল স্থগিত করে প্রতিষ্ঠানটিকে এর স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো, শিক্ষাক্রম ও নিয়োগ নীতিতে পরিবর্তন আনতে চাপ দিচ্ছে, যা সংবিধানের প্রথম সংশোধনীর সরাসরি লঙ্ঘন। তারা বলছে, ফেডারেল নিরীক্ষা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের রাজনৈতিক বিশ্বাস যাচাই এবং প্রশাসনের মনোনীত কর্তাব্যক্তিদের নিয়োগে হার্ভার্ড কর্তৃপক্ষকে বাধ্য করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
এ ছাড়া সরকারের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস বিভাগ (এইচএইচএস) বৈধ আইনগত ভিত্তি ছাড়াই তহবিল বন্ধ করেছে, যা নাগরিক অধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গারবার আরও বলেন, ১১ এপ্রিল ট্রাম্প প্রশাসনের পাঠানো দ্বিতীয় চিঠিটি আরও আক্রমণাত্মক। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পাঠ্যক্রম নির্ধারণে হস্তক্ষেপেরও ইঙ্গিত ছিল। তিনি অভিযোগ করেন, ‘ইহুদিবিদ্বেষের যে অভিযোগকে কেন্দ্র করে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়টিই এখন উপেক্ষা করা হচ্ছে।’
তিনি জানান, শিগগির হার্ভার্ড দুটি প্রেসিডেনশিয়াল টাস্কফোর্সের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে। এই টাস্কফোর্সগুলো মূলত ক্যাম্পাসে ইহুদি ও মুসলিমবিদ্বেষ নিরসনে কাজ করে।
মজার ব্যাপার হলো, হার্ভার্ডের হয়ে আদালতে লড়বেন দুজন আইনজীবী, যাঁদের ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে—রবার্ট কে. হার ও উইলিয়াম এ. বার্ক। এ ছাড়া আইন সংস্থা রোপস অ্যান্ড গ্রে এবং লেহটস্কি কেলার কন-এর আইনজীবীরাও এ মামলায় যুক্ত থাকবেন।
এই মামলা এমন এক সময়ে হলো, যখন প্রশাসনের তরফ থেকে হার্ভার্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তাদের কর-ছাড় সুবিধা বাতিলের হুমকি দেওয়া হয়েছে এবং বিভিন্ন সংস্থার (যেমন শিক্ষা বিভাগ, বিচার বিভাগ, এইচএইচএস ইত্যাদি) পক্ষ থেকে অনুদান ও চুক্তি স্থগিত করা হয়েছে।
গারবারের ভাষায়, এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনের ক্ষমতার অপব্যবহার নয়, বরং মার্কিন সংবিধান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট লরেন্স এস. বাকাওয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের কোভিডকালীন এক নীতির বিরুদ্ধে আদালতে গিয়েছিল এবং সে মামলায় জিতেও এসেছে। ট্রাম্পের ওই নীতিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যদি ভার্চুয়াল ক্লাসে ভর্তি থাকেন, তবে তাঁদের ভিসা তামাদি হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটি যৌথভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করে। মামলার পর ট্রাম্প প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং কয়েক দিনের মধ্যেই নীতি প্রত্যাহার করতে বাধ্য হয়।
রাজধানী মিনস্কে বেলারুশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল আলোচনার সময় এক দীর্ঘ মধ্যাহ্নভোজে ভদকা পান করার ঘটনা বিরোধী নেতাদের মুক্তিতে সহায়তা করেছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা জন কোল।
৫ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ।
৬ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কোমল পানীয় নির্মাতা কোকা-কোলা নিশ্চিত করেছে, আসন্ন শরতে মার্কিন যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে তৈরি একটি নতুন সংস্করণ বাজারে আনছে কোম্পানিটি। তবে কোকা-কোলার মূল রেসিপিতে কোনো পরিবর্তন আসছে না।
৮ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক
৮ ঘণ্টা আগে