Ajker Patrika

ওয়াজিরিস্তানে অস্ত্রধারীদের হামলায় ১১ শ্রমিক নিহত 

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৩: ৪৫
ওয়াজিরিস্তানে অস্ত্রধারীদের হামলায় ১১ শ্রমিক নিহত 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় অস্ত্রধারীদের হামলায় ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরকের সাহায্যে একটি ট্রাক উড়িয়ে দেওয়া হলে ওই ১১ জন নিহত হন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার শেয়ার করা এক পোস্টে কাকার বিষয়টি নিশ্চিত করেন।

কাকার তাঁর পোস্টে লেখেন, ‘উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ জন নিরীহ শ্রমিকের নিহত হওয়ার বিষয়টি হৃদয়বিদারক। আমি দৃঢ়ভাবে এ ধরনের নির্মম সহিংসতার বিরোধিতা করছি এবং নিহতদের পরিবারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, আফগানিস্তানের সীমান্তসংলগ্ন ওয়াজিরিস্তানে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারীরা দূরনিয়ন্ত্রিত কোনো যন্ত্রের সাহায্যে বিস্ফোরক দিয়ে শ্রমিকদের বহনকারী ট্রাকটি উড়িয়ে দেয়। নিহতরা সবাই নিকটস্থ একটি নির্মাণাধীন প্রকল্পে কাজ করতেন।

উত্তর ওয়াজিরিস্তান পুলিশের ডেপুটি কমিশনার রেহান খটক বলেছেন, ‘তাঁরা (নিহতরা) নির্মাণাধীন একটি সেনা চৌকিতে কাজ করতেন। তাঁদের বহনকারী গাড়িটির নিচে আইইডি বিস্ফোরিত হলে তাঁরা নিহত হন।’ কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি কিংবা পুলিশও নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেনি।

পাকিস্তানে সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে একটি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় সশস্ত্র হামলার সংখ্যা বেড়ে গেছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান ছাড়াও ইসলামিক স্টেটসের মতো গোষ্ঠীও পাকিস্তানে বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে। গত মাসে এক হামলার ঘটনায় ৪৫ জন নিহত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত