পাঁচ দশকের হৃদয়বিদারক বিচ্ছেদের পর এক বাংলাদেশি নাগরিক চলতি বছরের শুরুতে পাকিস্তানের চাকওয়াল জেলার এক গ্রামে তাঁর পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। গ্রামবাসীরা ঢাকঢোল বাজিয়ে উৎসবের আমেজ তৈরি করে তাঁকে স্বাগত জানায়।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সী বাংলাদেশি ইফতেখার হুসেইন তাঁর ফিরে পাওয়া আত্মীয়দের বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। ইফতেখার যে গ্রামে গিয়েছিলেন, সেটি তাঁর বাবা আব্দুর রউফের পৈতৃক ভিটা। আব্দুর রউফ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আর সে বছরই ইফতেখার তাঁর বাবাকে হারান।
আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইফতেখার হুসেইন বলেন, ‘তারা আমাকে যে ভালোবাসা আর সম্মান দিয়েছে, তা আমাকে ভীষণ আবেগপ্রবণ করে তুলেছে। আমি আশা করি, আমার পাকিস্তানের পরিবার বাংলাদেশে আসতে পারবে, আর আমার বাংলাদেশি পরিবারও এখানে আসতে পারবে, যাতে আমরা এই সম্পর্ক টিকিয়ে রাখতে পারি।’
১৯৪৭ সালে পাকিস্তান গঠনের পর দেশটি দুই ভাগে বিভক্ত ছিল—পশ্চিম পাকিস্তান (বর্তমান পাকিস্তান) এবং পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)। দুই ভূখণ্ডের মাঝে ১ হাজার ৬০০ কিলোমিটারের ভারতীয় ভূখণ্ড ছিল। ধর্মীয় সংযুক্তি থাকলেও সাংস্কৃতিক, ভাষাগত ও রাজনৈতিক দিক থেকে দুটি অঞ্চল ছিল ভিন্ন।
সময়ের সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে বঞ্চনার অনুভূতি বাড়তে থাকে। কারণ, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানিদের অর্থনৈতিকভাবে অবহেলা করছে, রাজনৈতিকভাবে যথাযথ প্রতিনিধিত্ব দিচ্ছে না এবং তাদের ভাষা ও সংস্কৃতিকে দমিয়ে রাখছে বলে ক্ষোভ ছিল।
এই ক্ষোভ ধীরে ধীরে তীব্র সংকটে রূপ নেয়। ১৯৭১ সালে চলমান অস্থিরতা ও সামরিক দমন-পীড়নের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যুদ্ধ শুরু হয়। যার পরিণতিতে বাংলাদেশ স্বাধীন হয়।
ইফতেখার হুসেইনের বাবা আব্দুর রউফ তাঁর সামরিক কর্মজীবনের সময় বাঙালি নারী মুনাওয়ারা বেগমকে বিয়ে করেন। দম্পতির পাঁচ সন্তান জন্ম নেয় এবং ১৯৬৯ সালে তারা একবার চাকওয়াল সফরও করেছিল। তবে ১৯৭১ সালের যুদ্ধ শুধু একটি দেশকে বিভক্ত করেনি, বরং এই পরিবারকেও বিচ্ছিন্ন করে দেয়।
ইফতেখার জানান, যুদ্ধের সময় তাঁর বাবা নিহত হন এবং তাঁর মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় মুষড়ে পড়েন তাঁর মা এবং যুদ্ধ-পরবর্তী উত্তেজনার মধ্যে বাংলাদেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রথম দিকে দুই পরিবারের মধ্যে চিঠির মাধ্যমে যোগাযোগ ছিল, তবে তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। ঢাকা থেকে পাঠানো চিঠি বাংলা ভাষায় লেখা হতো, আর চাকওয়ালের চিঠি আসত উর্দুতে, যা প্রায়ই অনুবাদের প্রয়োজন হতো। অনুবাদক না পেলে যোগাযোগ থমকে যেত।
ইফতেখারের চাচাতো ভাই আফতাব হুসেইন জানান, তাঁর চাচার (আব্দুর রউফ) নাম যখনই কেউ নিত, তখন পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ত। তিনি বলেন, ‘যখন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতাম, তখন তাদের চিঠি বাংলা ভাষায় আসত, যা আমাদের চাকওয়ালে অনুবাদ করাতে হতো। আমরা সেই চিঠিগুলো এতবার পড়তাম যে চোখের জলেই কাগজের লেখা মুছে যেত।’
পরিস্থিতি আরও জটিল হয় ১৯৮৫ সালে। সে বছর চাকওয়ালকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং তাঁদের গ্রামের নাম ‘চোয়া গুঞ্জ আল বাইর’ থেকে পরিবর্তন করে ‘চোয়া গুঞ্জ আলী শাহ’ রাখা হয়। এই প্রশাসনিক পরিবর্তন সম্পর্কে হুসেইনের পরিবার জানত না, যা তাদের যোগাযোগকে আরও কঠিন করে তোলে।
১৯৯০-এর দশকের শুরুতে দুই পরিবারের মধ্যে চিঠি আদান-প্রদান পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকেনি। দীর্ঘ কয়েক দশক পর সামাজিক যোগাযোগমাধ্যম তাদের আবারও এক হওয়ার আশা জাগায়।
ইফতেখারের ছোট ভাই আবদুল খালেক ফেসবুকে তাঁদের বাবার ছবি পোস্ট করেন এবং চাকওয়ালে থাকা আত্মীয়দের খুঁজে পেতে সহায়তা চান। এই পোস্ট চাকওয়ালের এক স্থানীয় সোশ্যাল মিডিয়াকর্মী আরশাদ মেহমুদের নজরে আসে। এরপর তিনি উদ্যোগ নিয়ে বিচ্ছিন্ন এই পরিবারকে পুনর্মিলিত করতে তৎপর হন।
আরশাদ মেহমুদ বলেন, ‘আমি সত্যিই আনন্দিত যে দুই পরিবার আবার এক হতে পেরেছে।’
বাংলাদেশের একটি ব্যাংক থেকে সম্প্রতি অবসর নেওয়ার পর পাকিস্তান সফরে যান ইফতেখার। তিনি বলেন, ‘আমার পরিবারের বেশির ভাগ মুরব্বিরা মারা গেছেন। এখন বাংলাদেশে আমার মাত্র এক চাচাতো ভাই ও এক বোন জীবিত আছেন।’ তিনি আরও বলেন, ‘এখানকার সবাই আমাকে দেখে দারুণ খুশি। আমি চাই, আমার পাকিস্তানি পরিবার বাংলাদেশে আসুক, আর আমার বাংলাদেশি পরিবারও এখানে আসতে পারুক।’
পাঁচ দশকের হৃদয়বিদারক বিচ্ছেদের পর এক বাংলাদেশি নাগরিক চলতি বছরের শুরুতে পাকিস্তানের চাকওয়াল জেলার এক গ্রামে তাঁর পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। গ্রামবাসীরা ঢাকঢোল বাজিয়ে উৎসবের আমেজ তৈরি করে তাঁকে স্বাগত জানায়।
সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সী বাংলাদেশি ইফতেখার হুসেইন তাঁর ফিরে পাওয়া আত্মীয়দের বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। ইফতেখার যে গ্রামে গিয়েছিলেন, সেটি তাঁর বাবা আব্দুর রউফের পৈতৃক ভিটা। আব্দুর রউফ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আর সে বছরই ইফতেখার তাঁর বাবাকে হারান।
আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইফতেখার হুসেইন বলেন, ‘তারা আমাকে যে ভালোবাসা আর সম্মান দিয়েছে, তা আমাকে ভীষণ আবেগপ্রবণ করে তুলেছে। আমি আশা করি, আমার পাকিস্তানের পরিবার বাংলাদেশে আসতে পারবে, আর আমার বাংলাদেশি পরিবারও এখানে আসতে পারবে, যাতে আমরা এই সম্পর্ক টিকিয়ে রাখতে পারি।’
১৯৪৭ সালে পাকিস্তান গঠনের পর দেশটি দুই ভাগে বিভক্ত ছিল—পশ্চিম পাকিস্তান (বর্তমান পাকিস্তান) এবং পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)। দুই ভূখণ্ডের মাঝে ১ হাজার ৬০০ কিলোমিটারের ভারতীয় ভূখণ্ড ছিল। ধর্মীয় সংযুক্তি থাকলেও সাংস্কৃতিক, ভাষাগত ও রাজনৈতিক দিক থেকে দুটি অঞ্চল ছিল ভিন্ন।
সময়ের সঙ্গে সঙ্গে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে বঞ্চনার অনুভূতি বাড়তে থাকে। কারণ, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানিদের অর্থনৈতিকভাবে অবহেলা করছে, রাজনৈতিকভাবে যথাযথ প্রতিনিধিত্ব দিচ্ছে না এবং তাদের ভাষা ও সংস্কৃতিকে দমিয়ে রাখছে বলে ক্ষোভ ছিল।
এই ক্ষোভ ধীরে ধীরে তীব্র সংকটে রূপ নেয়। ১৯৭১ সালে চলমান অস্থিরতা ও সামরিক দমন-পীড়নের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যুদ্ধ শুরু হয়। যার পরিণতিতে বাংলাদেশ স্বাধীন হয়।
ইফতেখার হুসেইনের বাবা আব্দুর রউফ তাঁর সামরিক কর্মজীবনের সময় বাঙালি নারী মুনাওয়ারা বেগমকে বিয়ে করেন। দম্পতির পাঁচ সন্তান জন্ম নেয় এবং ১৯৬৯ সালে তারা একবার চাকওয়াল সফরও করেছিল। তবে ১৯৭১ সালের যুদ্ধ শুধু একটি দেশকে বিভক্ত করেনি, বরং এই পরিবারকেও বিচ্ছিন্ন করে দেয়।
ইফতেখার জানান, যুদ্ধের সময় তাঁর বাবা নিহত হন এবং তাঁর মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় মুষড়ে পড়েন তাঁর মা এবং যুদ্ধ-পরবর্তী উত্তেজনার মধ্যে বাংলাদেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রথম দিকে দুই পরিবারের মধ্যে চিঠির মাধ্যমে যোগাযোগ ছিল, তবে তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। ঢাকা থেকে পাঠানো চিঠি বাংলা ভাষায় লেখা হতো, আর চাকওয়ালের চিঠি আসত উর্দুতে, যা প্রায়ই অনুবাদের প্রয়োজন হতো। অনুবাদক না পেলে যোগাযোগ থমকে যেত।
ইফতেখারের চাচাতো ভাই আফতাব হুসেইন জানান, তাঁর চাচার (আব্দুর রউফ) নাম যখনই কেউ নিত, তখন পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ত। তিনি বলেন, ‘যখন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতাম, তখন তাদের চিঠি বাংলা ভাষায় আসত, যা আমাদের চাকওয়ালে অনুবাদ করাতে হতো। আমরা সেই চিঠিগুলো এতবার পড়তাম যে চোখের জলেই কাগজের লেখা মুছে যেত।’
পরিস্থিতি আরও জটিল হয় ১৯৮৫ সালে। সে বছর চাকওয়ালকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং তাঁদের গ্রামের নাম ‘চোয়া গুঞ্জ আল বাইর’ থেকে পরিবর্তন করে ‘চোয়া গুঞ্জ আলী শাহ’ রাখা হয়। এই প্রশাসনিক পরিবর্তন সম্পর্কে হুসেইনের পরিবার জানত না, যা তাদের যোগাযোগকে আরও কঠিন করে তোলে।
১৯৯০-এর দশকের শুরুতে দুই পরিবারের মধ্যে চিঠি আদান-প্রদান পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং তাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকেনি। দীর্ঘ কয়েক দশক পর সামাজিক যোগাযোগমাধ্যম তাদের আবারও এক হওয়ার আশা জাগায়।
ইফতেখারের ছোট ভাই আবদুল খালেক ফেসবুকে তাঁদের বাবার ছবি পোস্ট করেন এবং চাকওয়ালে থাকা আত্মীয়দের খুঁজে পেতে সহায়তা চান। এই পোস্ট চাকওয়ালের এক স্থানীয় সোশ্যাল মিডিয়াকর্মী আরশাদ মেহমুদের নজরে আসে। এরপর তিনি উদ্যোগ নিয়ে বিচ্ছিন্ন এই পরিবারকে পুনর্মিলিত করতে তৎপর হন।
আরশাদ মেহমুদ বলেন, ‘আমি সত্যিই আনন্দিত যে দুই পরিবার আবার এক হতে পেরেছে।’
বাংলাদেশের একটি ব্যাংক থেকে সম্প্রতি অবসর নেওয়ার পর পাকিস্তান সফরে যান ইফতেখার। তিনি বলেন, ‘আমার পরিবারের বেশির ভাগ মুরব্বিরা মারা গেছেন। এখন বাংলাদেশে আমার মাত্র এক চাচাতো ভাই ও এক বোন জীবিত আছেন।’ তিনি আরও বলেন, ‘এখানকার সবাই আমাকে দেখে দারুণ খুশি। আমি চাই, আমার পাকিস্তানি পরিবার বাংলাদেশে আসুক, আর আমার বাংলাদেশি পরিবারও এখানে আসতে পারুক।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
৫ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
৭ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
৮ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
৯ ঘণ্টা আগে