কলকাতা প্রতিনিধি
ভারতের জাতীয় সংসদে চীন ও পাকিস্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ভুল নীতির কারণে সখ্য বেড়েছে চীন ও পাকিস্তানের।
কংগ্রেসের সাবেক সভাপতির এই মন্তব্যের সমালোচনা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাহুলের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ভারতের বিদেশনীতি নিয়ে রাহুলের মন্তব্যকে তাঁরা সমর্থন করেন না।
রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, চীন ও পাকিস্তান সীমান্তে লাগাতার লড়াই শুরু হয়েছে ভারতের দুর্বল বিদেশনীতির কারণে। সদ্যসমাপ্ত প্রজাতন্ত্র দিবেস বিদেশি অতিথি না আসার জন্যও মোদি সরকারকে দায়ী করেন তিনি।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন, কংগ্রেসের রাজত্বকালেই চীন পাকিস্তানে অর্থনৈতিক করিডর তৈরি শুরু করে। বিদেশি অতিথি না আসা প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসবাসকারী সবাই করোনা পরিস্থিতির কথা জানেন।
বিজেপির সাংসদ নিশীকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতার বক্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে। এটা পুরো দেশের পক্ষে ক্ষতিকর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজেকে দেশপ্রেমী প্রমাণ করতে গিয়ে সরকারের বিদেশনীতি নিয়ে সরকারকে আক্রমণ করে দলকে কিছুটা হলেও বিপাকে ফেলেছেন রাহুল। বিশেষ করে চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র বিষয়ে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।
তবে বিদেশনীতির প্রসঙ্গ বাদ দিলে গতকাল বুধবার সংসদে মোদি সরকারকে আক্রমণ করে যে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন রাহুল গান্ধী, তার প্রশংসাও জুটছে। পাঁচ রাজ্যের ভোটের আগে রাহুল গরিব ও বড়লোক এই দুই ভারতের কথা বলে হাততালি কুড়িয়েছেন প্রচুর।
ভারতের জাতীয় সংসদে চীন ও পাকিস্তান নিয়ে বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ভুল নীতির কারণে সখ্য বেড়েছে চীন ও পাকিস্তানের।
কংগ্রেসের সাবেক সভাপতির এই মন্তব্যের সমালোচনা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাহুলের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ভারতের বিদেশনীতি নিয়ে রাহুলের মন্তব্যকে তাঁরা সমর্থন করেন না।
রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, চীন ও পাকিস্তান সীমান্তে লাগাতার লড়াই শুরু হয়েছে ভারতের দুর্বল বিদেশনীতির কারণে। সদ্যসমাপ্ত প্রজাতন্ত্র দিবেস বিদেশি অতিথি না আসার জন্যও মোদি সরকারকে দায়ী করেন তিনি।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী স্মরণ করিয়ে দেন, কংগ্রেসের রাজত্বকালেই চীন পাকিস্তানে অর্থনৈতিক করিডর তৈরি শুরু করে। বিদেশি অতিথি না আসা প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসবাসকারী সবাই করোনা পরিস্থিতির কথা জানেন।
বিজেপির সাংসদ নিশীকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতার বক্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে। এটা পুরো দেশের পক্ষে ক্ষতিকর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজেকে দেশপ্রেমী প্রমাণ করতে গিয়ে সরকারের বিদেশনীতি নিয়ে সরকারকে আক্রমণ করে দলকে কিছুটা হলেও বিপাকে ফেলেছেন রাহুল। বিশেষ করে চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র বিষয়ে তাঁর মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।
তবে বিদেশনীতির প্রসঙ্গ বাদ দিলে গতকাল বুধবার সংসদে মোদি সরকারকে আক্রমণ করে যে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন রাহুল গান্ধী, তার প্রশংসাও জুটছে। পাঁচ রাজ্যের ভোটের আগে রাহুল গরিব ও বড়লোক এই দুই ভারতের কথা বলে হাততালি কুড়িয়েছেন প্রচুর।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই হামলায় হতাহতের শিকার পর্যটকেরা পহেলগামে ভ্রমণ করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কর্তৃপক্ষ বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে।
৩৬ মিনিট আগেচীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছে। ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে দেশপ্রেমিক ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ঝাঁপিয়ে পড়েছেন দেশের অর্থনীতি রক্ষায়। যুদ্ধ শব্দটি এখানে বারুদের বদলে প্রতিধ্বনিত হচ্ছে বিনিয়োগ আর আত্মনির্ভরতার মন্ত্রে।
১ ঘণ্টা আগেগত রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে খ্রিষ্ট ধর্মীয় ইস্টার প্রার্থনা। এদিন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ইস্টার প্রার্থনা চলাকালে একটি খ্রিষ্টান সমাবেশে হামলা চালিয়েছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর সদস্যরা। তারা প্রার্থনাস্থলে ঢুকে লাঠি হাতে স্লোগান দিতে দিতে হট্টগোল করে। ভারত,
১ ঘণ্টা আগেঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উর্সেস্টার কলেজে কয়েক দশক ধরে মানুষের মাথার খুলি দিয়ে তৈরি একটি পাত্রে পানীয় পরিবেশনের রীতি চালু ছিল। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে উঠে এসেছে এমন বিস্ময়কর তথ্য।
৩ ঘণ্টা আগে