Ajker Patrika

বেলুচিস্তানে ড্রোন হামলার পর ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ২২: ২৯
Thumbnail image

পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।

আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভির প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বালুচ বলেন, ‘ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রদূত এ মুহূর্তে নিজ দেশেই রয়েছেন এবং সম্ভবত তিনি এখন আর ফিরবেন না।’

ইরান বেলুচিস্তানে ‘সন্ত্রাসী ঘাঁটি’তে হামলা চালানোর দাবি করার পরই এ সিদ্ধান্ত নিল পাকিস্তান। গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের পাঞ্জগুর এলাকায় জইশ আল-আদল নামে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে তেহরান। হামলায় দুই শিশু নিহত ও তিন নারী আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

এর আগে, জইশ আল-আদল পাকিস্তানসংলগ্ন সীমান্ত এলাকায় ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। জবাবে ইরান পাকিস্তানের অভ্যন্তরে গোষ্ঠীটির ঘাঁটিতে হামলা চালায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইরাক ও সিরিয়ার ‘মোসাদ ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর বেলুচিস্তানে এই হামলা চালাল ইরান।

ইরানের হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। ইরানের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ চার্টারের উদ্দেশ্য ও নীতির লঙ্ঘন বলে দাবি করছে দেশটি।

মমতাজ জাহরা বলেন, ‘অবৈধ এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না। এই বেআইনি কাজের জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এর পরিণতির দায় সম্পূর্ণভাবে ইরানের ওপর বর্তাবে।’

মুখপাত্র আরও বলেন, পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান বা পরিকল্পিত সব উচ্চপর্যায়ের সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত