Ajker Patrika

চার-পাঁচ দিন রিমান্ডে থাকতে পারেন ইমরান খান

আপডেট : ১০ মে ২০২৩, ১২: ৩৪
চার-পাঁচ দিন রিমান্ডে থাকতে পারেন ইমরান খান

জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করবে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। রিমান্ড মঞ্জুর হলে ইমরান খানকে বেশ কয়েক দিন হেফাজতে রাখবে সংস্থাটি। একটি সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

ওই সূত্র জানায়, ‘ইমরান খানকে আজ (বুধবার) আদালতে হাজির করা হবে। আদালতের কাছে ইমরানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাওয়া হবে। আশা করা হচ্ছে, আদালত চার থেকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবেন।’

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অরডিন্যান্স, ১৯৯৯-এর সংশোধনী অনুযায়ী, কোনো আসামির ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করতে পারবেন আদালত। তবে আগে তা ছিল সর্বোচ্চ ৯০ দিন।

ইমরান খানের বিষয়ে ওই সূত্রের ভাষ্য, ‘পিটিআই চেয়ারম্যানকে এনএবির রাওয়ালপিন্ডি অথবা ইসলামাবাদের আঞ্চলিক সদর দপ্তরে ‘‘আরামদায়ক’’ পরিবেশে রাখা হয়েছে। তাঁর সঙ্গে কোনো ‘‘কঠোর আচরণ’’ করা হবে না। তাঁকে কেবল মামলায় জড়িত থাকার এবং আর্থিক সুবিধা চাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে তুলে নিয়ে যায় আধাসামরিক বাহিনী রেঞ্জারস। এরপর দেশব্যাপী বিক্ষোভ শুরু করেন তাঁর দল পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা। রাজধানী ইসলামাবাদসহ লাহোর, পেশোয়ার ও করাচিতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যায়। মুলতান ও কোয়েটা থেকেও বিক্ষোভের খবর আসে।

দলের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এর প্রতিবাদে দলের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বুধবার (১০ মে) কর্মী-সমর্থকদের ও দেশের জনগণকে রাস্তায় নেমে প্রতিবাদের আহ্বান জানিয়েছে পিটিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত