অনলাইন ডেস্ক
পশ্চিম তীরকে ‘জুডিয়া ও সামারিয়া’ নামে ডাকতে চান যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার মাইক জনসন। গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম তীরের শিলোহ শহরে এক ঐতিহাসিক বৈঠকে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এটি ছিল এই অঞ্চলে কোনো মার্কিন শীর্ষ রাজনৈতিক নেতার প্রথম সরাসরি সফর। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকের আগে মাইক জনসন আরিয়েল শহর সফর করেন। এ সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ও কংগ্রেস সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। জনসন সেখানে বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল (সোজা কথায় সরকারি পর্যায়ে) পর্যায়ে ‘ওয়েস্ট ব্যাংক’ শব্দটির ব্যবহার বন্ধ করতে তিনি কাজ করবেন। এর পরিবর্তে তিনি ‘জুডিয়া ও সামারিয়া’ শব্দযুগল প্রচলনের পক্ষে অবস্থান নেন।
এই সফরের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসরায়েলের ডানপন্থী বসতিপন্থী সংগঠন ইয়েশা কাউন্সিল। সংগঠনটি পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করতে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছে। কয়েক সপ্তাহ আগে তারা ‘জুডিয়া, সামারিয়া ও জর্দান উপত্যকা’কে ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ দাবি করে একটি ঘোষণাপত্র পাস করে।
ইয়েশা কাউন্সিলের মহাপরিচালক ওমের রাহামিম বলেন, ‘জনসনের সফর প্রমাণ করে যুক্তরাষ্ট্র পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবেই দেখছে। এখন দায়িত্ব সরকারের, যাতে তারা এখানকার লাখো ইসরায়েলি নাগরিককে সামরিক শাসনের বাইরে এনে পূর্ণ নাগরিক অধিকার দেয়।’
জনসনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সাবেক গভর্নর ও ট্রাম্পের ঘনিষ্ঠ মাইক হাকাবি এবং তাঁর মেয়ে, আরকানসাসের গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স। সারা ছিলেন প্রথম মার্কিন রাজ্য নেতা যিনি ‘জুডিয়া ও সামারিয়া’ নামকে সমর্থন দিয়ে প্রস্তাব পাশ করান। সফরের সময় হাকাবি বলেন, ‘এই জমি ঈশ্বরের দেওয়া, আর আমেরিকার প্রকৃত বন্ধু একটাই—ইসরায়েল।’
আরিয়েল শহরের মেয়র ইয়ায়ার চেতবুন বলেন, এই শহরকে এই ঐতিহাসিক বৈঠকের জন্য বেছে নেওয়া ছিল একটি কূটনৈতিক দায়িত্ব। তিনি স্পিকার জনসন ও মার্কিন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।
ইসরায়েলি নেতারা মনে করছেন, জনসনের সফর এবং ‘জুডিয়া ও সামারিয়া’ শব্দ ব্যবহার আন্তর্জাতিকভাবে পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্তির পথে এক নতুন বার্তা বহন করে। তবে এই অবস্থান আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। কারণ, পশ্চিম তীরকে অধিকৃত এলাকা হিসেবে দেখে আন্তর্জাতিক সম্প্রদায়। ‘জুডিয়া ও সামারিয়া’ নাম ব্যবহারকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
পশ্চিম তীরকে ‘জুডিয়া ও সামারিয়া’ নামে ডাকতে চান যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার মাইক জনসন। গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম তীরের শিলোহ শহরে এক ঐতিহাসিক বৈঠকে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এটি ছিল এই অঞ্চলে কোনো মার্কিন শীর্ষ রাজনৈতিক নেতার প্রথম সরাসরি সফর। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকের আগে মাইক জনসন আরিয়েল শহর সফর করেন। এ সময় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ও কংগ্রেস সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। জনসন সেখানে বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল (সোজা কথায় সরকারি পর্যায়ে) পর্যায়ে ‘ওয়েস্ট ব্যাংক’ শব্দটির ব্যবহার বন্ধ করতে তিনি কাজ করবেন। এর পরিবর্তে তিনি ‘জুডিয়া ও সামারিয়া’ শব্দযুগল প্রচলনের পক্ষে অবস্থান নেন।
এই সফরের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসরায়েলের ডানপন্থী বসতিপন্থী সংগঠন ইয়েশা কাউন্সিল। সংগঠনটি পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করতে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছে। কয়েক সপ্তাহ আগে তারা ‘জুডিয়া, সামারিয়া ও জর্দান উপত্যকা’কে ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ দাবি করে একটি ঘোষণাপত্র পাস করে।
ইয়েশা কাউন্সিলের মহাপরিচালক ওমের রাহামিম বলেন, ‘জনসনের সফর প্রমাণ করে যুক্তরাষ্ট্র পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবেই দেখছে। এখন দায়িত্ব সরকারের, যাতে তারা এখানকার লাখো ইসরায়েলি নাগরিককে সামরিক শাসনের বাইরে এনে পূর্ণ নাগরিক অধিকার দেয়।’
জনসনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সাবেক গভর্নর ও ট্রাম্পের ঘনিষ্ঠ মাইক হাকাবি এবং তাঁর মেয়ে, আরকানসাসের গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স। সারা ছিলেন প্রথম মার্কিন রাজ্য নেতা যিনি ‘জুডিয়া ও সামারিয়া’ নামকে সমর্থন দিয়ে প্রস্তাব পাশ করান। সফরের সময় হাকাবি বলেন, ‘এই জমি ঈশ্বরের দেওয়া, আর আমেরিকার প্রকৃত বন্ধু একটাই—ইসরায়েল।’
আরিয়েল শহরের মেয়র ইয়ায়ার চেতবুন বলেন, এই শহরকে এই ঐতিহাসিক বৈঠকের জন্য বেছে নেওয়া ছিল একটি কূটনৈতিক দায়িত্ব। তিনি স্পিকার জনসন ও মার্কিন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।
ইসরায়েলি নেতারা মনে করছেন, জনসনের সফর এবং ‘জুডিয়া ও সামারিয়া’ শব্দ ব্যবহার আন্তর্জাতিকভাবে পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্তির পথে এক নতুন বার্তা বহন করে। তবে এই অবস্থান আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। কারণ, পশ্চিম তীরকে অধিকৃত এলাকা হিসেবে দেখে আন্তর্জাতিক সম্প্রদায়। ‘জুডিয়া ও সামারিয়া’ নাম ব্যবহারকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।
ইতালির সিসিলি দ্বীপকে মূল ভূখণ্ডের ক্যালাব্রিয়া অঞ্চলের সঙ্গে যুক্ত করতে বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ নির্মাণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে রোম। নিরাপত্তাজনিত আশঙ্কা, প্রাকৃতিক পরিবেশের ক্ষতি, স্থানীয় মাফিয়াদের হস্তক্ষেপসহ বিভিন্ন ধরনের আশঙ্কায় বহুবছর ধরে অনিশ্চয়তায় ছিল ১৩ দশমিক ৫ বিলিয়ন ইউরোর...
৩৮ মিনিট আগে২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ফের দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পুরোনো ঘনিষ্ঠতা নিয়ে ভারতে আশাবাদ দেখা দিয়েছিল। কিন্তু ছয় মাসের মধ্যেই সেই সম্পর্ক নতুন উত্তেজনার মুখে পড়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ট্রাম্প-মোদির ঘনিষ্ঠ সম্পর্ককে ‘
১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহেই এই বৈঠক হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরালো করার অংশ হিসেবেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেস্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর হুমিয়ায় মুসলিমদের ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো ধর্মীয় উৎসব সরকারি জনসাধারণের স্থানগুলোতে উদ্যাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তটি নিয়েছে দেশটির রক্ষণশীল পিপলস পার্টি (পিপি)।
৩ ঘণ্টা আগে