Ajker Patrika

সোলার প্যানেল আমদানিতে নীরবে সবাইকে টেক্কা দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮: ১৭
ছবি: দ্য ইনডিপেনডেন্ট
ছবি: দ্য ইনডিপেনডেন্ট

২০২৪ সালের শেষ নাগাদ বিশ্বে অন্যতম বৃহৎ সৌর-প্যানেল আমদানিকারক দেশে পরিণত হয়েছে পাকিস্তান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো—বড় কোনো সরকারি উদ্যোগ ছাড়াই এমন সাফল্য দেখিয়েছে দেশটি।

যুক্তরাজ্য-ভিত্তিক থিংক ট্যাংক অ্যাম্বার-এর গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ-২০২৫ অনুযায়ী, গত বছর দেশটি ১৭ গিগাওয়াট সৌর প্যানেল আমদানি করেছে—যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণ। অর্থনৈতিক সংকট ও বিদ্যুৎ-ঘাটতির মুখে থাকা দেশটির এই সাফল্য অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।

পাকিস্তানে এই সৌর প্রবৃদ্ধি মূলত ব্যক্তিগত ও বাণিজ্যিক পর্যায়ে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে ঘটছে। বিদ্যুৎ বিলের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও ডিজেল চালিত জেনারেটরের ব্যয়বহুল বিকল্পের মুখে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগেই সৌরশক্তির দিকে ঝুঁকছে।

পাকিস্তান-ভিত্তিক ‘রিনিউবেল ফার্স্ট’-এর প্রোগ্রাম পরিচালক মুহাম্মদ মুস্তাফা আমজাদ বলেছেন, ‘এই প্রবণতা আসলে একটি টিকে থাকার কৌশল। পরিকল্পনার ব্যর্থতা ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তার কারণে সরকারি গ্রিড থেকে মানুষ বিচ্যুত হয়ে পড়ছে।’

২০২৪ সালের অর্থবছরে পাকিস্তানে আমদানি করা সৌর প্যানেলের ক্ষমতা দেশের সর্বোচ্চ চাহিদার প্রায় অর্ধেক। আমজাদ বলেন, ‘বাড়ির ছাদে সোলার এখন দ্রুত প্রধান বিদ্যুৎ সরবরাহকারীতে পরিণত হচ্ছে।’

পাকিস্তানি এনার্জি বিশেষজ্ঞ উবাইদ উল্লাহ বলেন, ‘পাকিস্তানের যে কোনো শহরের স্যাটেলাইট ছবি দেখলেই দেখা যাবে—প্রায় প্রতিটি ছাদই নীল রঙের সোলার প্যানেলে ঢাকা।’

FotoJet

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের এই প্রবণতা যেন নিজ থেকে গড়ে ওঠা এক বিদ্যুৎ বিপ্লব। উন্নত দেশগুলোর মতো বড় ধরনের সরকারি বিনিয়োগ কিংবা জলবায়ু চুক্তি ছাড়াই এটি ঘটছে। স্থানীয় চাহিদা, বাজার বাস্তবতা ও প্রযুক্তির সহজলভ্যতার কারণে পাকিস্তান আজ নবায়নযোগ্য জ্বালানির এক ব্যতিক্রমী পথিকৃৎ।

তবে এর সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। দেশটির জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত সোলারের পরিমাণ এখনো সীমিত। অর্থাৎ অধিকাংশ সৌরবিদ্যুৎ ‘অফ-গ্রিড’ বা গ্রিডের বাইরে ব্যবহৃত হচ্ছে। এতে করে জাতীয় পরিকল্পনা ও বিদ্যুৎ পরিকাঠামোর সঙ্গে বাস্তব চাহিদার এক বিপরীতমুখিতা তৈরি হচ্ছে।

অ্যাম্বার-এর প্রতিবেদনে এই অবস্থাকে ‘ইউটিলিটি ডেথ স্পাইরাল’ বলেও চিহ্নিত করা হয়েছে। কারণ উচ্চ-মূল্যের গ্রাহকেরা দিনে নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করছেন, আর গ্রিডে ভরসা রাখছেন কেবল রাতে—ফলে সরকারি গ্রিডের রাজস্ব ও ভারসাম্য উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানির এই দ্রুত প্রবৃদ্ধি টেকসই করতে নতুন পরিকল্পনা, নীতিমালা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ জরুরি হয়ে উঠেছে বলে সতর্ক করেছে অ্যাম্বার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের আগে বাংলাদেশ কী করেছিল, সেদিকে নজর দিন: ভারত

কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা

ভ্যাটিকানের মতো একটি ক্ষুদ্র মুসলিম রাষ্ট্র নিয়ে জোর জল্পনা

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত