Ajker Patrika

মুম্বাই হামলার মূল হোতা হাফিজ সাইদের ৩৩ বছরের কারাদণ্ড

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১১: ৩৪
মুম্বাই হামলার মূল হোতা হাফিজ সাইদের ৩৩ বছরের কারাদণ্ড

ভারতের মুম্বাইয়ে হামলার মূল হোতা, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে দুটি মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। একই সঙ্গে তাঁর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ৩ লাখ ৪০ হাজার রুপি জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এই রায় দেওয়া হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রায়ে হাফিজ যে মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেছেন, তা-ও দখলে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে ২০১৯ সালে হাফিজকে গ্রেপ্তার করা হয়। সেই সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে লেখেন, ১০ বছর ধরে তল্লাশির পর সাইদকে আটক করা হয়েছে। 

 ২০০১ সাল থেকে আটবার গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয় হাফিজ সাইদকে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ছক সাজিয়েছিলেন হাফিজ। ওই হামলায় নিহত হন ১৬৬ জন। এ মামলায় ২০১৭ সালে হাফিজ ও তাঁর চার সহযোগীকে আটক করেছিল পাকিস্তান। কিন্তু পাঞ্জাবের বিচার বিভাগীয় পর্যালোচনা বোর্ড তাদের বন্দিদশার মেয়াদ বাড়াতে অস্বীকার করলে প্রায় ১১ মাস পরে মুক্তি পান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত