অনলাইন ডেস্ক
ইরানের বন্দর শহীদ রাজায়ীতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে এবং আহত ৭ শতাধিক। ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। ইরনার তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ১০ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি, বরং আরও শক্তিশালী হয়ে ছড়াচ্ছে আগুন। কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া।
ধোঁয়ার তীব্রতায় ২৩ কিলোমিটার দূরের শহর হরমুজগান প্রদেশের রাজধানী বান্দার আব্বাসের স্কুল-কলেজ ও অফিস-আদালত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি বিস্ফোরণের জন্য শহীদ রাজায়ী বন্দরের কনটেইনারে রাসায়নিক সংরক্ষণকে দায়ী করেছেন। তিনি ইরনাকে বলেন, ‘বিস্ফোরণের কারণ ছিল কনটেইনারের ভেতরে থাকা রাসায়নিক পদার্থ। সম্প্রতি সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক বন্দরটি সফর করেন। তখনই তিনি এ ধরনের বিপদের বিষয়ে সতর্ক করেছিলেন।’
যদিও রাসায়নিকের রক্ষণাবেক্ষণের গাফিলতিকেই প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ হিসেবে বলা হচ্ছে। তবে, এর পেছনে প্রকৃত কারণ কী তা এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র। ঘটনার আসল কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আগুন নেভানো এবং তা অন্য অঞ্চলে যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করাই বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
গতকাল শনিবার ইরানের বৃহত্তম এই বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় সেখানে। রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বন্দর। তবে, এত ভয়াবহ বিস্ফোরণেও ক্ষতিগ্রস্ত হয়নি বন্দর এলাকার তেল স্থাপনা। ন্যাশনাল ইরানিয়ান ওয়েল প্রোডাক্টস রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, শহীদ রাজায়ী বন্দরের বিস্ফোরণ ও আগুনে কোম্পানিটির পরিশোধন কেন্দ্র, জ্বালানি ট্যাংক, বিতরণ কমপ্লেক্স এবং তেল পাইপলাইনের কোনো ক্ষতি হয়নি।
শহীদ রাজায়ী বন্দর থেকে মূলত কনটেইনার পরিবহন করা হয়ে থাকে। তবে এখানে তেলের ট্যাংক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে ইসরায়েলের বিরুদ্ধে এই একই বন্দরে একটি বড় সাইবার হামলা চালানোর অভিযোগ উঠেছিল। ওই হামলায় বন্দরের কম্পিউটার সিস্টেম বিকল হয়ে কয়েক দিন পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়। অনেকে গতকালের বিস্ফোরণেও ইসরায়েলের ষড়যন্ত্রের গন্ধ খোঁজার চেষ্টা করছেন।
ইরানের বন্দর শহীদ রাজায়ীতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে এবং আহত ৭ শতাধিক। ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। ইরনার তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ১০ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি, বরং আরও শক্তিশালী হয়ে ছড়াচ্ছে আগুন। কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া।
ধোঁয়ার তীব্রতায় ২৩ কিলোমিটার দূরের শহর হরমুজগান প্রদেশের রাজধানী বান্দার আব্বাসের স্কুল-কলেজ ও অফিস-আদালত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি বিস্ফোরণের জন্য শহীদ রাজায়ী বন্দরের কনটেইনারে রাসায়নিক সংরক্ষণকে দায়ী করেছেন। তিনি ইরনাকে বলেন, ‘বিস্ফোরণের কারণ ছিল কনটেইনারের ভেতরে থাকা রাসায়নিক পদার্থ। সম্প্রতি সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক বন্দরটি সফর করেন। তখনই তিনি এ ধরনের বিপদের বিষয়ে সতর্ক করেছিলেন।’
যদিও রাসায়নিকের রক্ষণাবেক্ষণের গাফিলতিকেই প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ হিসেবে বলা হচ্ছে। তবে, এর পেছনে প্রকৃত কারণ কী তা এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র। ঘটনার আসল কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আগুন নেভানো এবং তা অন্য অঞ্চলে যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করাই বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
গতকাল শনিবার ইরানের বৃহত্তম এই বাণিজ্যিক বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় সেখানে। রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বন্দর। তবে, এত ভয়াবহ বিস্ফোরণেও ক্ষতিগ্রস্ত হয়নি বন্দর এলাকার তেল স্থাপনা। ন্যাশনাল ইরানিয়ান ওয়েল প্রোডাক্টস রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, শহীদ রাজায়ী বন্দরের বিস্ফোরণ ও আগুনে কোম্পানিটির পরিশোধন কেন্দ্র, জ্বালানি ট্যাংক, বিতরণ কমপ্লেক্স এবং তেল পাইপলাইনের কোনো ক্ষতি হয়নি।
শহীদ রাজায়ী বন্দর থেকে মূলত কনটেইনার পরিবহন করা হয়ে থাকে। তবে এখানে তেলের ট্যাংক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে ইসরায়েলের বিরুদ্ধে এই একই বন্দরে একটি বড় সাইবার হামলা চালানোর অভিযোগ উঠেছিল। ওই হামলায় বন্দরের কম্পিউটার সিস্টেম বিকল হয়ে কয়েক দিন পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়। অনেকে গতকালের বিস্ফোরণেও ইসরায়েলের ষড়যন্ত্রের গন্ধ খোঁজার চেষ্টা করছেন।
কর্নেল আর্চিবাল্ড গ্রেসির লেখা ওই চিঠিটি আজ রোববার উইল্টশায়ারের ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’ নিলামঘরে এক অজ্ঞাতনামা ক্রেতা কিনে নেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল চিঠিটি ৬০ হাজার পাউন্ডে বিক্রি হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, এটি প্রত্যাশিত মূল্যের চেয়ে পাঁচ গুন বেশি দামে বিক্রি হয়েছে।
১ ঘণ্টা আগেইরানের বন্দর শহীদ রাজায়ীতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে এবং আহত প্রায় ৮০০। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটির তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ২০ ঘণ্টা পরও পুরোপুরি নেভানো যায়নি আগুন। তবে এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
১ ঘণ্টা আগেইতালির রাজধানী রোমের সান্তা মারিয়া ম্যাজোরে গির্জায় ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ নেতা প্রয়াত পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশ করা হয়েছে। পাথরের সমাধিটিতে তাঁর নাম লেখা। তার নিচে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি। সেটিতে একটি স্পটলাইটের আলো পড়েছে। সমাধিতে দেখা গেছে একটিমাত্র সাদা গোলাপ।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভ্যাটিকানের ব্যাসিলিকা প্রাসাদে আলোচনা করেছেন। ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে এই আলোচনা হয়। আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, তাঁর মনে হচ্ছে পুতিন ‘যুদ্ধ থামাতে চান না’
৩ ঘণ্টা আগে