অনলাইন ডেস্ক
কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি বলেছেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।’ তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যে অপরাধ গাজায় করছে, তা ফিলিস্তিনিদের প্রতি অবিচারের অনুভূতি ও আন্তর্জাতিক বৈধতার অনুপস্থিতিকে আরও গভীর করছে। এ সময় তিনি অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের সম্মেলনে গতকাল মঙ্গলবার উদ্বোধনী ভাষণে শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি এই অভিযোগ করেন। কাতারের আমির বলেন, ‘এই জঘন্য অপরাধকে দুই মাসেরও বেশি সময় ধরে চলতে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। অথচ এখনো সেখানে নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হত্যা অব্যাহত রয়েছে।’
এ সময় কাতারের আমির আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার অভিযোগে অভিযুক্ত প্রশ্ন রাখেন, ‘এত কিছুর পরও কেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি শিশুদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করছে এবং কেন তারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করেছে?’
একই সম্মেলনে গাজায় ইসরায়েল যা করছে, সেগুলোকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এরদোয়ান বলেন, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতারবিরোধী অপরাধকে বিনা প্রশ্নে এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।’ এ সময় তিনি জানান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রদান করা নিশ্চিত করা তুরস্কের অন্যতম প্রধান লক্ষ্য।
সম্মেলনে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনকাল বাড়ানোর জন্য এই অঞ্চলের ভবিষ্যৎ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।’ এ সময় তিনি গাজাসংকটে বলিষ্ঠ ভূমিকা পালন করায় কাতার ও ইসলামি সম্মেলন সংস্থার প্রশংসা করেন।
কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি বলেছেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।’ তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যে অপরাধ গাজায় করছে, তা ফিলিস্তিনিদের প্রতি অবিচারের অনুভূতি ও আন্তর্জাতিক বৈধতার অনুপস্থিতিকে আরও গভীর করছে। এ সময় তিনি অভিযোগ করেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের সম্মেলনে গতকাল মঙ্গলবার উদ্বোধনী ভাষণে শেখ তামিম বিন হাম্মাদ আল-থানি এই অভিযোগ করেন। কাতারের আমির বলেন, ‘এই জঘন্য অপরাধকে দুই মাসেরও বেশি সময় ধরে চলতে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক। অথচ এখনো সেখানে নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিকদের পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হত্যা অব্যাহত রয়েছে।’
এ সময় কাতারের আমির আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার অভিযোগে অভিযুক্ত প্রশ্ন রাখেন, ‘এত কিছুর পরও কেন আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি শিশুদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করছে এবং কেন তারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করেছে?’
একই সম্মেলনে গাজায় ইসরায়েল যা করছে, সেগুলোকে ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এরদোয়ান বলেন, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতারবিরোধী অপরাধকে বিনা প্রশ্নে এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।’ এ সময় তিনি জানান, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রদান করা নিশ্চিত করা তুরস্কের অন্যতম প্রধান লক্ষ্য।
সম্মেলনে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু তাঁর রাজনৈতিক জীবনকাল বাড়ানোর জন্য এই অঞ্চলের ভবিষ্যৎ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন।’ এ সময় তিনি গাজাসংকটে বলিষ্ঠ ভূমিকা পালন করায় কাতার ও ইসলামি সম্মেলন সংস্থার প্রশংসা করেন।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে