Ajker Patrika

ইসরায়েলি হামলায় গাজায় জাতিসংঘের ৫৯ ত্রাণকর্মী নিহত

ইসরায়েলি হামলায় গাজায় জাতিসংঘের ৫৯ ত্রাণকর্মী নিহত

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থানের ৫৯ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। আজ রোববার এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা প্রকাশ করেছে জাতিসংঘ। 

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) পোস্ট করা এ বিবৃতিতে বলা হয়, গাজায় নিহত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার কর্মীদের সম্মানে একটি স্মরণ সভা আয়োজন করা হয়েছে। আমাদের সহকর্মীদের মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এক একটি দিন পার হচ্ছে শোকের মধ্য দিয়ে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয় ও দুই শতাধিককে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫–এ। এর মধ্যে ৩ হাজার ৩৪২টিই শিশু। এ ছাড়া নিহতদের মধ্যে ২ হাজার ৬২ জন নারী এবং ৪৬০ জন বৃদ্ধ।

গতকাল শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি ঘোষণা করেন, ইসরায়েল অভিযানের পরিসর বাড়াচ্ছে এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্বের সূচনা করতে যাচ্ছে। 

অবরুদ্ধ গাজায় ২২ লাখের বেশি বাসিন্দার খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার ইন্টারনেট বন্ধেরও হুমকি দিয়েছে। কয়েক দিন ধরে সীমিত আকারে ত্রাণের ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত