Ajker Patrika

ইসরায়েলি হামলায় গাজা-পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে ৭৭৬০ 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৯: ৩৭
ইসরায়েলি হামলায় গাজা-পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে ৭৭৬০ 

গাজায় ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি শুরু হয়েছে স্থল অভিযানও। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইসরায়েল। তবে ইসরায়েলের ভয়াবহ হামলায় ক্রমাগত বাড়ছে নিহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে গাজা ও পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭০০। আহত হয়েছে আরও প্রায় সাড়ে ২১ হাজার। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬০ জনে। এ ছাড়া আহত হয়েছে আরও অন্ত ২১ হাজার ৪০০ জন। 

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার ভেতর ঢুকে পড়েছে ইসরায়েলের অসংখ্য ট্যাংক। গত শুক্রবার রাতে গাজায় টানা কয়েক ঘণ্টা বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই সময় ট্যাংকসহ গাজার ভেতরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি শনিবার জানিয়েছেন, তাঁদের সেনারা ট্যাংকসহ গাজার ভেতরে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে তারা ‘দুর্বল শত্রুর’ মোকাবিলা করছে। 

 হ্যাগারি আরও দাবি করেন, গাজার ভেতরে যাওয়া প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য এখন পর্যন্ত হতাহতের শিকার হননি। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক দিন ধরে গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি ইসরায়েল দিচ্ছিল, সেনাদের ট্যাংক নিয়ে গাজায় প্রবেশের মধ্য দিয়ে সেই অভিযান শুরু হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের ট্যাংক যে গাজার ভেতর অবস্থান করছে, তার প্রমাণ দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী। 

ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বাহিনীর কয়েক ডজন ট্যাংক গাজার ভেতর রয়েছে। ট্যাংকের সঙ্গে অন্যান্য সাঁজোয়া যানও রয়েছে। তবে বিবিসি জানিয়েছে, এই ভিডিও গাজার কোথায় ধারণ করা হয়েছে, তা এখন নিশ্চিত করার চেষ্টা করছে তারা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসাবশেষের নিচে ১ হাজারের বেশি মানুষ চাপা পড়ে আছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিহত মানুষের যে পরিসংখ্যান দেখানো হচ্ছে, তাতে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া মানুষের সংখ্যা এখনো যোগ করা হয়নি বলেও দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এ বিষয়ে অধিকৃত গাজা উপত্যকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন বলেছেন, ‘আমরা অনুমান করছি, ইট-কংক্রিটের ধ্বংসাবশেষের নিচে এখনো সহস্রাধিক মানুষ চাপা পড়ে আছে; যাদের এখনো চিহ্নিত করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত