আওনি এলদৌস, ১২ বছরের ফিলিস্তিনি কিশোর। ভিডিও গেম নিয়ে মেতে থাকত সে। গত অক্টোবরে ইসরায়েলি বিমান হামলায় চিরদিনের মতো নীরব হয়ে গেছে উচ্ছল কিশোর এলদৌস।
তার মৃত্যুর পরের সপ্তাহগুলোতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এলদৌসের একটি স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে। এলদৌসের স্বপ্ন ছিল তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার একদিন ১০ লাখের মাইলফলক ছুঁবে। শেষ পর্যন্ত সেটি হয়েছে। এলদৌসের ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার ১ দশমিক ২৬ মিলিয়ন বা ১২ লাখ ৬০ হাজার।
এলদৌস ছিল রেসিং গেম, শুট’এম আপস এবং ফুটবল সিমসের পাঁড় ভক্ত। গত বছরের আগস্টে সে তার চ্যানেলের সাবস্ক্রাইবার ১ হাজার পৌঁছাতে সাহায্য করার জন্য ভক্ত অনুসারীদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সে তার চূড়ান্ত লক্ষ্যের কথাও সবিস্তারে বলে।
সেই ভিডিওতে এলদৌস বলে, ‘আমি আওনি এলদৌস, গাজার একজন ফিলিস্তিনি। আমার বয়স ১২ বছর। এই চ্যানেলের লক্ষ্য হলো ১ লাখ সাবস্ক্রাইবারে পৌঁছানো এবং ৫ লাখ, এরপর ১০ লাখ। আর আল্লাহর ইচ্ছা আর আপনাদের সমর্থন ও ভালোবাসায় ১০ মিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছাতে চাই।’
এলদৌসের ইউটিউব চ্যানেলের মন্তব্য বিভাগে অনেকে আন্তরিক সমবেদনা জানিয়ে বার্তা রেখে গেছেন। এলদৌস জীবিত থাকাকালীন তার লক্ষ্য অর্জনে সহায়তা না করার জন্য ক্ষমা চেয়েছেন অনেকে।
অক্টোবরের শুরুতে ইসরায়েল–হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৪ হাজারই শিশু। গাজার শিশুদের নিয়তিই যেন বিমূর্ত হয়ে উঠেছে এলদৌসের এই ঘটনায়। যুদ্ধে গাজার শিশুরা মরে বোমার আঘাতে, বিনা চিকিৎসায়, ক্ষুধা যন্ত্রণায় ছটফট করতে করতে। যুদ্ধ এক সময় ঠিকই থেমে যায়, সীমান্ত দিয়ে সারি সারি ট্রাকে প্রবেশ করে ত্রাণ, কিন্তু তাদের কচি হাত, উজ্জ্বল চোখ তখন কীটের খাদ্য!
আওনি এলদৌস, ১২ বছরের ফিলিস্তিনি কিশোর। ভিডিও গেম নিয়ে মেতে থাকত সে। গত অক্টোবরে ইসরায়েলি বিমান হামলায় চিরদিনের মতো নীরব হয়ে গেছে উচ্ছল কিশোর এলদৌস।
তার মৃত্যুর পরের সপ্তাহগুলোতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এলদৌসের একটি স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে। এলদৌসের স্বপ্ন ছিল তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার একদিন ১০ লাখের মাইলফলক ছুঁবে। শেষ পর্যন্ত সেটি হয়েছে। এলদৌসের ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার ১ দশমিক ২৬ মিলিয়ন বা ১২ লাখ ৬০ হাজার।
এলদৌস ছিল রেসিং গেম, শুট’এম আপস এবং ফুটবল সিমসের পাঁড় ভক্ত। গত বছরের আগস্টে সে তার চ্যানেলের সাবস্ক্রাইবার ১ হাজার পৌঁছাতে সাহায্য করার জন্য ভক্ত অনুসারীদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সে তার চূড়ান্ত লক্ষ্যের কথাও সবিস্তারে বলে।
সেই ভিডিওতে এলদৌস বলে, ‘আমি আওনি এলদৌস, গাজার একজন ফিলিস্তিনি। আমার বয়স ১২ বছর। এই চ্যানেলের লক্ষ্য হলো ১ লাখ সাবস্ক্রাইবারে পৌঁছানো এবং ৫ লাখ, এরপর ১০ লাখ। আর আল্লাহর ইচ্ছা আর আপনাদের সমর্থন ও ভালোবাসায় ১০ মিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছাতে চাই।’
এলদৌসের ইউটিউব চ্যানেলের মন্তব্য বিভাগে অনেকে আন্তরিক সমবেদনা জানিয়ে বার্তা রেখে গেছেন। এলদৌস জীবিত থাকাকালীন তার লক্ষ্য অর্জনে সহায়তা না করার জন্য ক্ষমা চেয়েছেন অনেকে।
অক্টোবরের শুরুতে ইসরায়েল–হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৪ হাজারই শিশু। গাজার শিশুদের নিয়তিই যেন বিমূর্ত হয়ে উঠেছে এলদৌসের এই ঘটনায়। যুদ্ধে গাজার শিশুরা মরে বোমার আঘাতে, বিনা চিকিৎসায়, ক্ষুধা যন্ত্রণায় ছটফট করতে করতে। যুদ্ধ এক সময় ঠিকই থেমে যায়, সীমান্ত দিয়ে সারি সারি ট্রাকে প্রবেশ করে ত্রাণ, কিন্তু তাদের কচি হাত, উজ্জ্বল চোখ তখন কীটের খাদ্য!
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
১০ মিনিট আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
১ ঘণ্টা আগে২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
২ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
৩ ঘণ্টা আগে