Ajker Patrika

ফিলিস্তিনিদের রাফাহ থেকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ মে ২০২৪, ১৫: ১০
Thumbnail image

গাজার উত্তরাঞ্চল থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরানোর কার্যক্রম শুরু করেছে ইসরায়েল। প্রাথমিকভাবে সেখান থেকে অন্তত ১ লাখ ফিলিস্তিনিকে মধ্য গাজায় সরিয়ে নেওয়া হবে। বর্তমানে অঞ্চলটিতে প্রায় ১২ থেকে ১৪ লাখ ফিলিস্তিনি অবস্থান করছে। মূলত, রাফাহে স্থল অভিযান শুরুর পরিকল্পনার অংশ হিসেবে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে অভিযান কবে শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল। 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পূর্ব রাফাহ থেকে বেসামরিক লোকদের একটি নতুন সম্প্রসারিত মানবিক সহায়তা অঞ্চলে সরিয়ে নেওয়া শুরু করেছে। এসব অঞ্চল হলো আল-মাওয়াসি, খান ইউনিসের কিছু অংশ ও মধ্য কেন্দ্রীয় গাজা। নতুন মানবিক অঞ্চলের মধ্যে ফিল্ড হাসপাতাল, তাঁবু, খাদ্য, পানি ও ওষুধসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। 

আইডিএফ আরও জানিয়েছে, রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ছাড়া গাজা উপত্যকায় আরও মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতেও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে তারা। 

রাফাহবাসীকে সেখান থেকে গাজার মধ্যাঞ্চলে সরে যেতে আহ্বান জানিয়ে আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন পোস্টার বিতরণ করেছে। স্থানীয়দের ফোন কল, টেক্সট, গণমাধ্যমে ঘোষণা দেওয়াসহ নানাভাবে রাফাহ থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। 

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আজ সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা পূর্ব রাফাহ থেকে প্রায় ১ লাখ মানুষকে সরিয়ে নিচ্ছে। আইডিএফের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, আনুমানিক প্রায় ১ লাখ লোককে প্রাথমিকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। 
 
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘হামাসকে ধ্বংস করার জন্য আমাদের পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হচ্ছে...আমরা গতকাল রাফাহে তাদের উপস্থিতি ও তাদের অপারেশনাল সক্ষমতার একটি হিংসাত্মক নমুনা দেখতে পেয়েছি।’ উল্লেখ্য, রাফাহ থেকে হামাসের হামলায় ইসরায়েলের অভ্যন্তরে অন্তত ৩ সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত