Ajker Patrika

সাপ্তাহিক ছুটি তিন দিন করার কথা ভাবছে সৌদি আরব

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৫: ৪৩
সাপ্তাহিক ছুটি তিন দিন করার কথা ভাবছে সৌদি আরব

সপ্তাহে তিন দিন ছুটির পরিকল্পনা করছে সৌদি আরব। এর আগে গত বছর মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সংযুক্ত আরব আমিরাত সাপ্তাহিক ছুটি তিন দিন কার্যকর করেছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক টুইটার পোস্টে বলেছে, সাপ্তাহিক ছুটি তিন দিন করার কথা ভাবা হচ্ছে এবং বর্তমান কাজের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কী করা যায়, তা নিয়ে ভাবা হচ্ছে। এ ব্যাপারে জনগণের পরামর্শ নেওয়ার জন্য উন্মুক্ত জরিপ পরিচালনা করা হবে। 

স্থানীয় গণমাধ্যম আল মদিনার বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, বিদ্যমান শ্রম ব্যবস্থাপনা গভীরভাবে পর্যালোচনা করছে সৌদি সরকার। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগের জন্য সৌদির বাজারকে কীভাবে আকর্ষণীয় করা যায়, সে ব্যাপারটিও পর্যালোচনা করছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। 

সাধারণত, সৌদি আরবের বেশির ভাগ বড় প্রতিষ্ঠান ও সংস্থায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখন তা এক দিন বাড়ানোর চিন্তা চলছে। 

গত বছরের জানুয়ারির ১ তারিখ থেকেই সাপ্তাহিক ছুটি তিন দিন কার্যকর করেছে সংযুক্ত আরব আমিরাত। আগে থেকে দেশটিতে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি ছিল। পরে তার সঙ্গে রোববারও যুক্ত করা হয়। এই নতুন পদ্ধতি সমস্ত সরকারি প্রতিষ্ঠানে কার্যকর করা হয়। এ ছাড়া বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠানও সপ্তাহে তিন দিন ছুটির নিয়ম অনুসরণ করেছে। 

এদিকে গালফ নিউজ এক প্রতিবেদনে বলেছে, ওমানও তিন দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণার কথা বিবেচনা করছে বলে জানা গেছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে মন্ত্রিপরিষদের। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ ও আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত