Ajker Patrika

সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে, গৃহবন্দী ফিলিস্তিনি গায়িকার বার্তা

সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে, গৃহবন্দী ফিলিস্তিনি গায়িকার বার্তা

ইসরায়েলের নাজারেথ এলাকায় বসবাস করেন ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের জের ধরে তাঁকে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি পুলিশ। দুই দিন হাজতে থাকার পর গত ১৮ অক্টোবর জামিন পান আমনেহ। জামিনের পর থেকে নিজ বাসভবনে গৃহবন্দী অবস্থায় আছেন তিনি। 

এবার গৃহবন্দী অবস্থা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বার্তা দিয়েছেন আমনেহ। এই বার্তায় নিজের অপরিবর্তিত অবস্থান ও তাঁর শক্ত মনোবল প্রকাশ পেয়েছে। 

রোববার দ্য ন্যাশনাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে দুই ছেলে-মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ফিলিস্তিনি গায়িকা। আর লিখেছেন, ‘মিথ্যা অপবাদে অন্যায়ভাবে দুই রাত নির্জন কারাগারে থাকার পর আমি এখন মুক্ত।’ 

তিনি আরও লিখেছেন, ‘তিন দিনের অনশনে দুর্বল হয়ে যাওয়া আমার শরীর এখন অনেকটাই সবল। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আমার আরও গভীর হয়েছে। আমার বার্তা এবং কাজের প্রতি বিশ্বাস বেড়েছে আরও দশ গুন। তারা আমার মনুষ্যত্বকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়েছিল এবং আমাকে সব রকমভাবে অপমান করেছিল।’ 

আমনেহ দাবি করেন, ইসরায়েলি বাহিনীর অপমান এবং হাতে হ্যান্ডকাপ পরানো তাঁকে আরও গর্বিত ও মর্যাদাবান করেছে। 

ফিলিস্তিনি বংশোদ্ভূত গায়িকা আমনেহর ইসরায়েলি নাগরিকত্ব রয়েছে। জনপ্রিয় এই গায়িকার ইনস্টাগ্রামে প্রায় সাড়ে তিন লাখ অনুসারী আছে। সম্প্রতি হামাস-ইসরায়েল সংঘাত শুরু হলে ইনস্টাগ্রামে ফিলিস্তিনি পতাকার ইমোজি ব্যবহার করে তিনি লিখেছিলেন, ‘সৃষ্টিকর্তা ছাড়া কোনো বিজয়ী নেই।’ 

এ অবস্থায় আমনেহর ওই পোস্টটিকে সহজভাবে নেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। তারা গায়িকার বিরুদ্ধে ‘ঘৃণাত্মক বাক্য ব্যবহার ও উসকানি’র অভিযোগ এনেছিল এবং তাঁকে গ্রেপ্তার করেছিল। 

কারাগার থেকে মুক্ত হলেও বাড়ির ভেতরেই অবস্থান করতে হচ্ছে আমনেহকে। ইনস্টাগ্রাম বার্তায় সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে সবশেষে আমনেহ আরও লিখেছেন, ‘আমার কণ্ঠ ভালোবাসার বার্তাবাহক হয়ে থাকবে এবং সত্যকে রক্ষা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত