Ajker Patrika

মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলার পরিকল্পনা ইরানের

 আজকের পত্রিকা ডেস্ক 
Thumbnail image
ছবি: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই আবারও ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের দুটি সূত্র জানিয়েছে—কয়েক দিন আগেই ইসরায়েল ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানে যে হামলা চালিয়েছিল তেহরান আগামী কয়েক দিনের মধ্যেই এর জবাবে পাল্টা হামলা চালাতে পারে ইসরায়েলে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করেননি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ওই দুই কর্মকর্তা।

বিগত কয়েক মাসে ইরান ও ইসরায়েল পরস্পরের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। সর্বশেষ, গত ২৬ অক্টোবর ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরান এই হামলা জবাব দেওয়ার অধিকার রাখে বলে ঘোষণা দিয়েছে। এই অবস্থায় ইসরায়েলি সূত্র জানিয়েছে, তেহরান এবার ইসরায়েলের ওপর আক্রমণের ক্ষেত্রে ইরাকে অবস্থিত ইরানপন্থী শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে ব্যবহার করতেতে পারে।

সূত্র জানিয়েছে, মূলত ইরানের ভূখণ্ড থেকে যাতে সরাসরি আক্রমণ চালানো না হয় এবং ইরানে ইসরায়েলের পাল্টা আক্রমণ এড়ানো যায়—এ লক্ষ্যেই তেহরান এমনটা করতে পারে। সূত্র আরও জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অনুমান করছে যে, ইরাক থেকে একটি বড় সংখ্যক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হতে পারে।

এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনো জানে না যে, ইরান হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কি না।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার হোসেইন সালামি গত বৃহস্পতিবার বলেছেন, গত সপ্তাহে ইসরায়েল ইরানে আক্রমণ করে একটি ‘বড় ভুল’ করেছে এবং ইরানের প্রতিক্রিয়া এমন হবে যা ইসরায়েল কল্পনাও করতে পারবে না। এ ছাড়া, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এক উচ্চপদস্থ ইরানি সূত্র জানিয়েছে, ইরান ইসরায়েলকে ‘নিশ্চিত ও বেদনাদায়ক’ একটি প্রতিক্রিয়া জানানোর পরিকল্পনা করছে যা সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত