সাংহাই সহযোগিতা সংস্থা বা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নবম স্থায়ী সদস্য হিসেবে জোটভুক্ত হয়েছে ইরান। গতকাল মঙ্গলবার এসসিওর বর্তমান সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোটের শীর্ষ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে জোটের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সদস্য হওয়ার প্রক্রিয়া হিসেবে বেলারুশকেও মেমোরেন্ডাম অব অবলিগেশন বা বাধ্যবাধকতা স্মারকে স্বাক্ষর করানো হয়েছে।
সম্মেলনে ইরানের সদস্যপদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোদি বলেন, ‘আমি খুশি যে, আজ ইরান এসসিও পরিবারে নতুন সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে। এ জন্য আমি প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি এবং ইরানের জনগণকে আমার শুভেচ্ছা জানাই। এ ছাড়া আমরা বেলারুশের এসসিও সদস্য হওয়ার জন্য ‘বাধ্যবাধকতা স্মারক’ স্বাক্ষরকেও স্বাগত জানাই।’
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নতুন স্থায়ী সদস্য দেশ হলো ইরান। ভারতের সভাপতিত্বে জোটটির ভার্চুয়াল সম্মেলন চলাকালে গতকাল মঙ্গলবার স্থায়ী সদস্য দেশ হিসেবে ইরানকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়।
প্রায় ১৫ বছর আগে এসসিওর সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল। তবে নানা কারণেই ইরানের সদস্যপদ গ্রহণ করা হয়নি। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২১ সালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান জোটের নবম সদস্য হতে যাচ্ছে। তারও দুই বছর পর ইরান আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হলো।
সে সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান সাংহাই সহযোগিতা সংস্থার নবম সদস্য হতে যাচ্ছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২১তম শীর্ষ সম্মেলন শেষে সংস্থার আট দেশের নেতারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পর্যবেক্ষক থেকে সদস্য রাষ্ট্রে পরিবর্তন করতে সম্মত হয়েছেন। তাঁরা পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ইরানের মর্যাদা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিতে স্বাক্ষর করেছেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ জোটের অন্য নেতারা যোগ দিয়েছিলেন।
২০০১ সালে সাংহাইতে আয়োজিত এক সম্মেলনের মধ্য দিয়ে রাশিয়া, চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান মিলে এসসিওর যাত্রা শুরু হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান জোটটির স্থায়ী সদস্যপদ অর্জন করে। এবার ইরান যুক্ত হওয়ায় এসসিওর সদস্য দেশের সংখ্যা দাঁড়াল ৯।
সাংহাই সহযোগিতা সংস্থা বা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নবম স্থায়ী সদস্য হিসেবে জোটভুক্ত হয়েছে ইরান। গতকাল মঙ্গলবার এসসিওর বর্তমান সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোটের শীর্ষ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে জোটের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সদস্য হওয়ার প্রক্রিয়া হিসেবে বেলারুশকেও মেমোরেন্ডাম অব অবলিগেশন বা বাধ্যবাধকতা স্মারকে স্বাক্ষর করানো হয়েছে।
সম্মেলনে ইরানের সদস্যপদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোদি বলেন, ‘আমি খুশি যে, আজ ইরান এসসিও পরিবারে নতুন সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে। এ জন্য আমি প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি এবং ইরানের জনগণকে আমার শুভেচ্ছা জানাই। এ ছাড়া আমরা বেলারুশের এসসিও সদস্য হওয়ার জন্য ‘বাধ্যবাধকতা স্মারক’ স্বাক্ষরকেও স্বাগত জানাই।’
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) নতুন স্থায়ী সদস্য দেশ হলো ইরান। ভারতের সভাপতিত্বে জোটটির ভার্চুয়াল সম্মেলন চলাকালে গতকাল মঙ্গলবার স্থায়ী সদস্য দেশ হিসেবে ইরানকে পূর্ণ সদস্যপদ দেওয়া হয়।
প্রায় ১৫ বছর আগে এসসিওর সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল। তবে নানা কারণেই ইরানের সদস্যপদ গ্রহণ করা হয়নি। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২১ সালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান জোটের নবম সদস্য হতে যাচ্ছে। তারও দুই বছর পর ইরান আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হলো।
সে সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান সাংহাই সহযোগিতা সংস্থার নবম সদস্য হতে যাচ্ছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২১তম শীর্ষ সম্মেলন শেষে সংস্থার আট দেশের নেতারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পর্যবেক্ষক থেকে সদস্য রাষ্ট্রে পরিবর্তন করতে সম্মত হয়েছেন। তাঁরা পূর্ণাঙ্গ সদস্য হিসেবে ইরানের মর্যাদা এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিতে স্বাক্ষর করেছেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ জোটের অন্য নেতারা যোগ দিয়েছিলেন।
২০০১ সালে সাংহাইতে আয়োজিত এক সম্মেলনের মধ্য দিয়ে রাশিয়া, চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান মিলে এসসিওর যাত্রা শুরু হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান জোটটির স্থায়ী সদস্যপদ অর্জন করে। এবার ইরান যুক্ত হওয়ায় এসসিওর সদস্য দেশের সংখ্যা দাঁড়াল ৯।
ইরানে নারীদের ওপর দুইটি পৃথক সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। একটি ভিডিওতে রাস্তায় এক নারীকে ভয়াবহভাবে নির্যাতন এবং অপরটিতে একটি পেশাদার সভায় নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
৬ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নেতানিয়াহুর পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পথ ঠিক করা হয়েছে—আমরা পুরো গাজা দখলের পথে যাচ্ছি এবং হামাসকে পরাজিত করব।’
৭ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও ধ্বংস করে দিয়েছে।’
৯ ঘণ্টা আগেহাবিবুল্লাহ খাত্তি এখন তাঁর পরিবারকে নিয়ে কাছের করাচি শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বৃহত্তম এ শহরে সিন্ধু বদ্বীপসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।
১০ ঘণ্টা আগে