গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছে কাতারে। আলোচনা করতে দোহাতেই অবস্থান করবে ইসরায়েলি আলোচক দল। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, এবারের আলোচনা দীর্ঘ হবে। গণমাধ্যমটিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বুধবার পর্যন্ত ইসরায়েলি প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় অবস্থান করবে। যুদ্ধবিরতির আলোচনা নিয়ে ব্যাপক জল ঘোলা করার পর অবশেষে গত সোমবার দোহায় যান ইসরায়েলি প্রতিনিধিরা।
দীর্ঘ ১৫ মাস গাজায় ইসরায়েলি বর্বরতার পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রাথমিক খসড়ায় ৪২ দিন করে তিন ধাপে ভাগ করা হয় বিরতির সময়কাল। প্রথম ধাপের ৪২ দিন শেষ হয়েছে গত ১ মার্চ। খসড়া অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম ধাপের ১৬তম দিন থেকেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর হওয়ার কথা ছিল।
কিন্তু, প্রথম ধাপ শেষ হয়ে গেলেও এ নিয়ে গড়িমসি করছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে আলোচনা বিরতির প্রথম ধাপের ১৬তম দিনে শুরু হওয়ার কথা ছিল নেতানিয়াহু প্রশাসনের টালবাহানায় তা শুরু হয় প্রথম ধাপ শেষ হওয়ারও ১০ দিন পর। তবে, আলোচনার অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
বিশ্লেষকেরা বলছেন, দেরিতে হলেও আলোচনা শুরু হওয়াটাই গুরুত্বপূর্ণ। কারণ, গাজায় এখন আগের মতো বোমাবর্ষণ ও বিমান হামলা না থাকায় এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনোযোগ অনেকটাই কমে গেছে। কিন্তু খাবার-পানি-বিদ্যুৎ-পোশাকের অভাবে ধুঁকে ধুঁকে মরতে হচ্ছে গাজাবাসীকে। আগের তুলনায় তাদের অবস্থা কোনোভাবেই ভালো হয়নি। তাই এই মুহূর্তে আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি হয়ে উঠেছে।
যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের বর্বর চেহারা আবার প্রদর্শন করা শুরু করে দিয়েছে ইসরায়েলি প্রশাসন। ১ মার্চই উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরে, উপত্যকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে লাখ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছে।
হামাস যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েল পুরোপুরি যুদ্ধ বন্ধে রাজি নয়। তারা চায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিকে আরেকটু দীর্ঘ করতে, যেন জিম্মিবিনিময় চলতে পারে।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছে কাতারে। আলোচনা করতে দোহাতেই অবস্থান করবে ইসরায়েলি আলোচক দল। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, এবারের আলোচনা দীর্ঘ হবে। গণমাধ্যমটিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বুধবার পর্যন্ত ইসরায়েলি প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় অবস্থান করবে। যুদ্ধবিরতির আলোচনা নিয়ে ব্যাপক জল ঘোলা করার পর অবশেষে গত সোমবার দোহায় যান ইসরায়েলি প্রতিনিধিরা।
দীর্ঘ ১৫ মাস গাজায় ইসরায়েলি বর্বরতার পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রাথমিক খসড়ায় ৪২ দিন করে তিন ধাপে ভাগ করা হয় বিরতির সময়কাল। প্রথম ধাপের ৪২ দিন শেষ হয়েছে গত ১ মার্চ। খসড়া অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম ধাপের ১৬তম দিন থেকেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর হওয়ার কথা ছিল।
কিন্তু, প্রথম ধাপ শেষ হয়ে গেলেও এ নিয়ে গড়িমসি করছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে আলোচনা বিরতির প্রথম ধাপের ১৬তম দিনে শুরু হওয়ার কথা ছিল নেতানিয়াহু প্রশাসনের টালবাহানায় তা শুরু হয় প্রথম ধাপ শেষ হওয়ারও ১০ দিন পর। তবে, আলোচনার অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
বিশ্লেষকেরা বলছেন, দেরিতে হলেও আলোচনা শুরু হওয়াটাই গুরুত্বপূর্ণ। কারণ, গাজায় এখন আগের মতো বোমাবর্ষণ ও বিমান হামলা না থাকায় এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনোযোগ অনেকটাই কমে গেছে। কিন্তু খাবার-পানি-বিদ্যুৎ-পোশাকের অভাবে ধুঁকে ধুঁকে মরতে হচ্ছে গাজাবাসীকে। আগের তুলনায় তাদের অবস্থা কোনোভাবেই ভালো হয়নি। তাই এই মুহূর্তে আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি হয়ে উঠেছে।
যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের বর্বর চেহারা আবার প্রদর্শন করা শুরু করে দিয়েছে ইসরায়েলি প্রশাসন। ১ মার্চই উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরে, উপত্যকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে লাখ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছে।
হামাস যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েল পুরোপুরি যুদ্ধ বন্ধে রাজি নয়। তারা চায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিকে আরেকটু দীর্ঘ করতে, যেন জিম্মিবিনিময় চলতে পারে।
বলিভিয়ায় বামপন্থী দল মুভিমিয়েন্তো আল সোসিয়ালিজমোর (মাস) প্রায় ২০ বছরের আধিপত্যের অবসান ঘটিয়ে মধ্য ডানপন্থী রদ্রিগো পাজ পেরেইরা (৫৮) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় (রানঅফ) ৯৭ শতাংশেরও বেশি ব্যালট গণনা শেষে পেরেইরা পেয়েছেন ৫৪ দশমিক ৬ শতাংশ।
২০ মিনিট আগেইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পূর্ণভাবে ‘মিলেমিশে’ থাকতে চাইলে, এখনই ফিলিস্তিনিদের সহায়তা শুরু করতে হবে এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উই
২ ঘণ্টা আগেপাকিস্তান তার প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচ১) সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে। দেশটির মহাকাশ কর্মসূচির জন্য একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’। পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো জানিয়েছে, গতকাল রোববার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই এইচ ১ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের রাশিয়া সংলগ্ন অঞ্চল দনবাস অঞ্চল মস্কোর দখলে চলে গেছে। সুতরাং, ইউক্রেনের বিষয়টি মেনে নিয়ে এই অবস্থাতেই চুক্তি করা উচিত। একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে...
৪ ঘণ্টা আগে