গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছে কাতারে। আলোচনা করতে দোহাতেই অবস্থান করবে ইসরায়েলি আলোচক দল। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, এবারের আলোচনা দীর্ঘ হবে। গণমাধ্যমটিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বুধবার পর্যন্ত ইসরায়েলি প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় অবস্থান করবে। যুদ্ধবিরতির আলোচনা নিয়ে ব্যাপক জল ঘোলা করার পর অবশেষে গত সোমবার দোহায় যান ইসরায়েলি প্রতিনিধিরা।
দীর্ঘ ১৫ মাস গাজায় ইসরায়েলি বর্বরতার পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রাথমিক খসড়ায় ৪২ দিন করে তিন ধাপে ভাগ করা হয় বিরতির সময়কাল। প্রথম ধাপের ৪২ দিন শেষ হয়েছে গত ১ মার্চ। খসড়া অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম ধাপের ১৬তম দিন থেকেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর হওয়ার কথা ছিল।
কিন্তু, প্রথম ধাপ শেষ হয়ে গেলেও এ নিয়ে গড়িমসি করছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে আলোচনা বিরতির প্রথম ধাপের ১৬তম দিনে শুরু হওয়ার কথা ছিল নেতানিয়াহু প্রশাসনের টালবাহানায় তা শুরু হয় প্রথম ধাপ শেষ হওয়ারও ১০ দিন পর। তবে, আলোচনার অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
বিশ্লেষকেরা বলছেন, দেরিতে হলেও আলোচনা শুরু হওয়াটাই গুরুত্বপূর্ণ। কারণ, গাজায় এখন আগের মতো বোমাবর্ষণ ও বিমান হামলা না থাকায় এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনোযোগ অনেকটাই কমে গেছে। কিন্তু খাবার-পানি-বিদ্যুৎ-পোশাকের অভাবে ধুঁকে ধুঁকে মরতে হচ্ছে গাজাবাসীকে। আগের তুলনায় তাদের অবস্থা কোনোভাবেই ভালো হয়নি। তাই এই মুহূর্তে আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি হয়ে উঠেছে।
যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের বর্বর চেহারা আবার প্রদর্শন করা শুরু করে দিয়েছে ইসরায়েলি প্রশাসন। ১ মার্চই উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরে, উপত্যকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে লাখ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছে।
হামাস যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েল পুরোপুরি যুদ্ধ বন্ধে রাজি নয়। তারা চায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিকে আরেকটু দীর্ঘ করতে, যেন জিম্মিবিনিময় চলতে পারে।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছে কাতারে। আলোচনা করতে দোহাতেই অবস্থান করবে ইসরায়েলি আলোচক দল। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, এবারের আলোচনা দীর্ঘ হবে। গণমাধ্যমটিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বুধবার পর্যন্ত ইসরায়েলি প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় অবস্থান করবে। যুদ্ধবিরতির আলোচনা নিয়ে ব্যাপক জল ঘোলা করার পর অবশেষে গত সোমবার দোহায় যান ইসরায়েলি প্রতিনিধিরা।
দীর্ঘ ১৫ মাস গাজায় ইসরায়েলি বর্বরতার পর গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রাথমিক খসড়ায় ৪২ দিন করে তিন ধাপে ভাগ করা হয় বিরতির সময়কাল। প্রথম ধাপের ৪২ দিন শেষ হয়েছে গত ১ মার্চ। খসড়া অনুযায়ী, যুদ্ধবিরতির প্রথম ধাপের ১৬তম দিন থেকেই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর হওয়ার কথা ছিল।
কিন্তু, প্রথম ধাপ শেষ হয়ে গেলেও এ নিয়ে গড়িমসি করছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে আলোচনা বিরতির প্রথম ধাপের ১৬তম দিনে শুরু হওয়ার কথা ছিল নেতানিয়াহু প্রশাসনের টালবাহানায় তা শুরু হয় প্রথম ধাপ শেষ হওয়ারও ১০ দিন পর। তবে, আলোচনার অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
বিশ্লেষকেরা বলছেন, দেরিতে হলেও আলোচনা শুরু হওয়াটাই গুরুত্বপূর্ণ। কারণ, গাজায় এখন আগের মতো বোমাবর্ষণ ও বিমান হামলা না থাকায় এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনোযোগ অনেকটাই কমে গেছে। কিন্তু খাবার-পানি-বিদ্যুৎ-পোশাকের অভাবে ধুঁকে ধুঁকে মরতে হচ্ছে গাজাবাসীকে। আগের তুলনায় তাদের অবস্থা কোনোভাবেই ভালো হয়নি। তাই এই মুহূর্তে আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি হয়ে উঠেছে।
যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের বর্বর চেহারা আবার প্রদর্শন করা শুরু করে দিয়েছে ইসরায়েলি প্রশাসন। ১ মার্চই উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরে, উপত্যকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে লাখ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছে।
হামাস যুদ্ধবিরতি চাইলেও ইসরায়েল পুরোপুরি যুদ্ধ বন্ধে রাজি নয়। তারা চায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিকে আরেকটু দীর্ঘ করতে, যেন জিম্মিবিনিময় চলতে পারে।
নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
৮ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
৯ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইট ক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে
১০ ঘণ্টা আগে