Ajker Patrika

গাজায় যুদ্ধবিরতির পক্ষে এবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ওকালতি

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৬: ১৫
গাজায় যুদ্ধবিরতির পক্ষে এবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ওকালতি

গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। গতকাল বৃহস্পতিবার তিনি ইসরায়েলে যুদ্ধকালীন মন্ত্রিসভায় তাঁর প্রস্তাব উত্থাপন করেন। ইসরায়েলি সংবাদমাধ্যম এন ১২-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। 

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে যেসব ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছিল, তাদেরও নিজ নিজ বাড়িতে ফেরানোর পক্ষে কথা বলেছেন ইয়োভ গ্যালান্ত। এ লক্ষ্যে একটি বিশদ পরিকল্পনাও প্রস্তুত করেছেন তিনি। 

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রতি জোর আরোপ করা হয়েছে এবং এমনটা না হলে কী ধরনের ফলাফল হতে পারে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। এতে গ্যালান্ত বলেছেন, ‘গত ১১ মাসে আমরা সাতটি ভিন্ন ফ্রন্ট থেকে আক্রমণের সম্মুখীন হয়েছি এবং কার্যকরভাবে সাড়া দিয়েছি। গাজায় আমরা হামাসের বেশির ভাগ ব্রিগেড ও ব্যাটালিয়নকে পরাজিত করেছি।’ 

ওই পরিকল্পনায় গ্যালান্ত আরও বলেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) সামরিক সাফল্য গাজা সীমান্তবর্তী (ইসরায়েলি) সম্প্রদায়ের অনেককে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে। এই অভিযান উল্লেখযোগ্যসংখ্যক অপহৃতকে ফিরিয়ে আনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে এবং অতিরিক্ত জিম্মিদের মুক্তির পথ প্রশস্ত করছে।’ 

ইয়োভ গ্যালান্ত বলেন, ‘উত্তর ফ্রন্টে আমাদের লক্ষ্য পরিষ্কার: উত্তরাঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করা। এই উদ্দেশ্য অর্জনের জন্য এই বাসিন্দাদের নিরাপদ প্রত্যাবর্তন অন্তর্ভুক্ত করার জন্য আমাদের যুদ্ধের লক্ষ্যকে বিস্তৃত করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘এই সমন্বয় হামাস নির্মূল ও জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আমাদের অটল প্রতিশ্রুতিকে হ্রাস করবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত