Ajker Patrika

জটিল রোগে আক্রান্ত হজযাত্রীদের চিকিৎসার নথি সঙ্গে রাখতে বলল সৌদি কর্তৃপক্ষ 

আপডেট : ১৯ মে ২০২৪, ১২: ৪১
জটিল রোগে আক্রান্ত হজযাত্রীদের চিকিৎসার নথি সঙ্গে রাখতে বলল সৌদি কর্তৃপক্ষ 

যেসব হজযাত্রী জটিল রোগে ভুগছেন, তাঁদের চিকিৎসাসংক্রান্ত নথিপত্র সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গতকাল ১৮ মে (শনিবার) গালফ নিউজে এমন খবর জানানো হয়েছে। 

সৌদি হজ মন্ত্রণালয় বলেছে, তাঁদের চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য কাগজপত্র প্রয়োজন। 

হজযাত্রীদের উদ্দেশে মন্ত্রণালয়ের করা এক এক্স পোস্টে বলা হয়েছে, আপনি এমন অসুস্থতায় ভুগছেন, যার জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন হয়, নির্দিষ্ট ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনি যাত্রার সুবিধার্থে চিকিৎসা নথিপত্র আনতে ভুলবেন না। 

মন্ত্রণালয় বলেছে, বিদেশিদের আসার আগে নিসেরিয়া মেনিনজিটিডিস ভ্যাকসিন নিতে হবে এবং নিজ নিজ দেশ থেকে একটি ছাড়পত্র নিতে হবে। 

হজের সময় হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে তাঁদের অবশ্যই পোলিও, কোভিড-১৯ এবং মৌসুমী ফ্লুর টিকা নিতে হবে। 

এদিকে, স্থানীয় হজযাত্রীদের কোভিড-১৯, সিজনাল ইনফ্লুয়েঞ্জা এবং মেনিনজাইটিস টিকাসহ হজ সংক্রান্ত টিকা সম্পূর্ণ করতে হবে। 

হজ মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে টিকা পাওয়া যায় এবং সৌদির পবিত্র শহর মক্কায় আগমনের আগে স্বাস্থ্য মন্ত্রণালয় সেহাতি অ্যাপে বাধ্যতামূলক নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। 

প্রসঙ্গত, কয়েক দিন হলো বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে আসতে শুরু করেছেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে হজের কার্যক্রম শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত