অনলাইন ডেস্ক
ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ৭ অক্টোবরের হামলার দিনে ইসরায়েলি নারীরা যৌন সহিংসতার শিকার হয়েছিলেন। এমনটা ‘বিশ্বাস করার যৌক্তিক কারণ’ আছে বলে জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। তাঁরা বলছেন, গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবস্থানে যৌন সহিংসতার শিকার হয়েছিলেন ইসরায়েলি নারীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের যৌন সহিংসতাবিষয়ক বিশেষ দূত প্রমীলা প্যাটেনের নেতৃত্বে একটি দল গত ২৯ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ইসরায়েলে হামাসের হামলা করা অঞ্চলগুলো পরিদর্শন করেন। সেসব এলাকা থেকে তাঁরা যৌন সহিংসতার বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা যাচাই-বাছাই করেন।
সেই তথ্যের যাচাই-বাছাইয়ের ভিত্তিতে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল সোমবার। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট পরিস্থিতির বিশ্বাসযোগ্য তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ইঙ্গিত করছে যে, যৌন সহিংসতার বিভিন্ন ধরন—যৌনাঙ্গ কেটে দেওয়া, যৌন নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক আচরণের মতো ঘটনা সেখানে ঘটে থাকতে পারে।’ তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিশন স্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে যে, গাজায় নেওয়া কয়েকজন জিম্মি বিভিন্ন ধরনের সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতার শিকার হয়েছে এবং এ ধরনের সহিংসতা চলতে পারে বলে বিশ্বাস করার যুক্তিসংগত ভিত্তি রয়েছে।’ জাতিসংঘের বিশেষ এই দল জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে অধিকতর তদন্ত প্রয়োজন।
জাতিসংঘের এই দল আরও জানিয়েছে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও নাগরিক সমাজের উৎস, সরাসরি সাক্ষাৎকার থেকে তাঁরা তথ্য পেয়েছেন যে, ৭ অক্টোবরের পর ইসরায়েলি বন্দীশালা, ফিলিস্তিনিদের বাড়িতে বাড়িতে অভিযানের সময় ও বিভিন্ন চেকপয়েন্টে ফিলিস্তিনি পুরুষ ও নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা চালিয়েছে।
ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ৭ অক্টোবরের হামলার দিনে ইসরায়েলি নারীরা যৌন সহিংসতার শিকার হয়েছিলেন। এমনটা ‘বিশ্বাস করার যৌক্তিক কারণ’ আছে বলে জানিয়েছেন জাতিসংঘের একদল বিশেষজ্ঞ। তাঁরা বলছেন, গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবস্থানে যৌন সহিংসতার শিকার হয়েছিলেন ইসরায়েলি নারীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের যৌন সহিংসতাবিষয়ক বিশেষ দূত প্রমীলা প্যাটেনের নেতৃত্বে একটি দল গত ২৯ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ইসরায়েলে হামাসের হামলা করা অঞ্চলগুলো পরিদর্শন করেন। সেসব এলাকা থেকে তাঁরা যৌন সহিংসতার বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা যাচাই-বাছাই করেন।
সেই তথ্যের যাচাই-বাছাইয়ের ভিত্তিতে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল সোমবার। প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট পরিস্থিতির বিশ্বাসযোগ্য তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ইঙ্গিত করছে যে, যৌন সহিংসতার বিভিন্ন ধরন—যৌনাঙ্গ কেটে দেওয়া, যৌন নির্যাতন, নিষ্ঠুর ও অমানবিক আচরণের মতো ঘটনা সেখানে ঘটে থাকতে পারে।’ তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিশন স্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে যে, গাজায় নেওয়া কয়েকজন জিম্মি বিভিন্ন ধরনের সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতার শিকার হয়েছে এবং এ ধরনের সহিংসতা চলতে পারে বলে বিশ্বাস করার যুক্তিসংগত ভিত্তি রয়েছে।’ জাতিসংঘের বিশেষ এই দল জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে অধিকতর তদন্ত প্রয়োজন।
জাতিসংঘের এই দল আরও জানিয়েছে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও নাগরিক সমাজের উৎস, সরাসরি সাক্ষাৎকার থেকে তাঁরা তথ্য পেয়েছেন যে, ৭ অক্টোবরের পর ইসরায়েলি বন্দীশালা, ফিলিস্তিনিদের বাড়িতে বাড়িতে অভিযানের সময় ও বিভিন্ন চেকপয়েন্টে ফিলিস্তিনি পুরুষ ও নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা চালিয়েছে।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৩ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৮ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১১ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১২ ঘণ্টা আগে