পৃথিবীর সবচেয়ে লম্বা সুইমিংপুল তৈরি করার পরিকল্পনা করেছে সৌদি আরব। নিওমের ট্রিয়াম অঞ্চলে এই সুইমিংপুলটি তৈরি করা হবে। বানানো হলে এর দৈর্ঘ্য হবে ১ হাজার ৫০০ ফুট।
একটি তুলনা করলেই পুলটির আকার সম্পর্কে ধারণা হবে আপনার। আরব আমিরাতের দুবাইয়ের আকাশছোঁয়া ইমারতের মধ্যে ঝুলতে থাকা পুলটিকেও এর তুলনায় নিতান্ত সাধারণ মনে হবে আপনার। কারণ ৩৯৩ ফুট দৈর্ঘ্যের ওই সুইমিংপুলের চার গুণ হবে এটির দৈর্ঘ্যে। দুবাইয়ের ওই ইমারত দুটির একটি জা’আবিল উদ্বোধন হয় গত ফেব্রুয়ারিতে।
সাগর থেকে ২২০ ফুট উচ্চতায় ঝুলবে নিওম প্রকল্পের এই পুল। এটি নির্মাণের সঙ্গে জড়িতরা জানিয়েছেন, বানানো হয়ে গেল এটি হবে বিশ্বের দীর্ঘতম সুইমিংপুল।
এক বিবৃতিতে নিওম জানিয়েছে, পুলের নকশাটি সমসাময়িক ডিজাইন ও ন্যূনতম পরিবেশগত প্রভাব—এ দুই বিষয়ের একটি চমৎকার সংমিশ্রণ হতে যাচ্ছে। অতিথিরা শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সুইমিংপুলে আনন্দময় সময় উপভোগের সুযোগ পাবেন।
গালফ অব আকাবার দক্ষিণ প্রান্তে অবস্থিত ট্রিয়াম নিওমের সাম্প্রতিক ঘোষিত অঞ্চলগুলির একটি।
শহরটির পরিকল্পনা যাঁরা করেছেন তাঁরা একে দুঃসাহসিক কাজে উৎসাহী ও উদ্যমীদের জন্য ডিজাইন করা সেরা একটি রিসোর্ট হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। অঞ্চলটিতে নৌ চালনা, ডাইভিংসহ পানি নিয়ে নানা ধরনের খেলার আয়াজন থাকবে। তাঁরা আরও বলেছেন, অতিথিরা স্বাস্থ্যসংক্রান্ত উন্নত সুবিধাও ভোগ করবেন এখানে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ নিওম প্রজেক্ট। প্রকল্পটির অন্যতম লক্ষ্য দেশটিকে একটি বিলাসবহুল পর্যটন গন্তব্যে পরিণত করা।
তবে প্রকল্পটির জন্য বিশাল অর্থ খরচ করতে হচ্ছে সৌদি সরকারকে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ট্রিলিয়ন অর্থাৎ লাখ কোটি ডলার বিনিয়োগের বাস্তবতা সম্ভবত সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করতে শুরু করেছে।
এদিকে সৌদি কর্মকর্তাদের বিরুদ্ধে নিওম বা দ্য লাইন নামক প্রকল্পের একটি অংশের জন্য পথ তৈরি করতে জমিতে বসবাসকারী লোকদের উচ্ছেদ করার জন্য প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগ উঠেছে। এদিকে বৃহস্পতিবার বিবিসি নিউজ জানিয়েছে, একজন নির্বাসিত সৌদি কর্নেল বলেছেন, তাঁকে যে এলাকাটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়, এর বেশিরভাগই হুওয়াইতাত আদিবাসী দ্বারা অধ্যুষিত ছিল।
আরও পড়ুন
পৃথিবীর সবচেয়ে লম্বা সুইমিংপুল তৈরি করার পরিকল্পনা করেছে সৌদি আরব। নিওমের ট্রিয়াম অঞ্চলে এই সুইমিংপুলটি তৈরি করা হবে। বানানো হলে এর দৈর্ঘ্য হবে ১ হাজার ৫০০ ফুট।
একটি তুলনা করলেই পুলটির আকার সম্পর্কে ধারণা হবে আপনার। আরব আমিরাতের দুবাইয়ের আকাশছোঁয়া ইমারতের মধ্যে ঝুলতে থাকা পুলটিকেও এর তুলনায় নিতান্ত সাধারণ মনে হবে আপনার। কারণ ৩৯৩ ফুট দৈর্ঘ্যের ওই সুইমিংপুলের চার গুণ হবে এটির দৈর্ঘ্যে। দুবাইয়ের ওই ইমারত দুটির একটি জা’আবিল উদ্বোধন হয় গত ফেব্রুয়ারিতে।
সাগর থেকে ২২০ ফুট উচ্চতায় ঝুলবে নিওম প্রকল্পের এই পুল। এটি নির্মাণের সঙ্গে জড়িতরা জানিয়েছেন, বানানো হয়ে গেল এটি হবে বিশ্বের দীর্ঘতম সুইমিংপুল।
এক বিবৃতিতে নিওম জানিয়েছে, পুলের নকশাটি সমসাময়িক ডিজাইন ও ন্যূনতম পরিবেশগত প্রভাব—এ দুই বিষয়ের একটি চমৎকার সংমিশ্রণ হতে যাচ্ছে। অতিথিরা শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সুইমিংপুলে আনন্দময় সময় উপভোগের সুযোগ পাবেন।
গালফ অব আকাবার দক্ষিণ প্রান্তে অবস্থিত ট্রিয়াম নিওমের সাম্প্রতিক ঘোষিত অঞ্চলগুলির একটি।
শহরটির পরিকল্পনা যাঁরা করেছেন তাঁরা একে দুঃসাহসিক কাজে উৎসাহী ও উদ্যমীদের জন্য ডিজাইন করা সেরা একটি রিসোর্ট হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। অঞ্চলটিতে নৌ চালনা, ডাইভিংসহ পানি নিয়ে নানা ধরনের খেলার আয়াজন থাকবে। তাঁরা আরও বলেছেন, অতিথিরা স্বাস্থ্যসংক্রান্ত উন্নত সুবিধাও ভোগ করবেন এখানে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ নিওম প্রজেক্ট। প্রকল্পটির অন্যতম লক্ষ্য দেশটিকে একটি বিলাসবহুল পর্যটন গন্তব্যে পরিণত করা।
তবে প্রকল্পটির জন্য বিশাল অর্থ খরচ করতে হচ্ছে সৌদি সরকারকে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ট্রিলিয়ন অর্থাৎ লাখ কোটি ডলার বিনিয়োগের বাস্তবতা সম্ভবত সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করতে শুরু করেছে।
এদিকে সৌদি কর্মকর্তাদের বিরুদ্ধে নিওম বা দ্য লাইন নামক প্রকল্পের একটি অংশের জন্য পথ তৈরি করতে জমিতে বসবাসকারী লোকদের উচ্ছেদ করার জন্য প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগ উঠেছে। এদিকে বৃহস্পতিবার বিবিসি নিউজ জানিয়েছে, একজন নির্বাসিত সৌদি কর্নেল বলেছেন, তাঁকে যে এলাকাটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়, এর বেশিরভাগই হুওয়াইতাত আদিবাসী দ্বারা অধ্যুষিত ছিল।
আরও পড়ুন
ঘোড়ার দেশ মঙ্গোলিয়া। ত্রয়োদশ শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে এই দেশেরই অশ্বারোহী বাহিনী এশিয়া ও ইউরোপের বিশাল অংশ জয় করেছিল। এই দেশেই একসময় ঘুরে বেড়াত পৃথিবীর সবচেয়ে বুনো ঘোড়ার জাত টাখি। কিন্তু বিশেষ প্রজাতির এই ঘোড়ার সংখ্যা কমতে কমতে একসময় বিলুপ্ত হয়ে যাচ্ছিল!
১৮ মিনিট আগেদিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে আট বছর ধরে একটি ভুয়া দূতাবাস চালাচ্ছিলেন হর্ষবর্ধন জৈন। তাঁর বিষয়ে তদন্ত শুরু হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৩০০ কোটি রুপির কেলেঙ্কারি, গত ১০ বছরে ১৬২টি বিদেশ ভ্রমণ এবং একাধিক বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তাঁর সম্ভাব্য যোগসূত্র মিলেছে।
২৪ মিনিট আগেচার দিন ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ অবসানে এবার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আগামীকাল সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ায় দুই দেশের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। থাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি
২ ঘণ্টা আগেগাজার নির্দিষ্ট কিছু অংশে দৈনিক ১০ ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখা ও নতুন ত্রাণ করিডর খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সময়ে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় আকাশপথে ত্রাণ বিতরণ শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে