অনলাইন ডেস্ক
সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে সফর করছিল আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন কমিশনের (ইউএসসিআইআরএফ) একটি দল। কিন্তু এই দলে থাকা একজন ইহুদি ধর্মীয় নেতার (র্যাবাই) মাথা থেকে ‘কিপ্পাহ’ (ইহুদিদের ঐতিহ্যবাহী টুপি) খুলতে বলার জের ধরে আগেভাগেই সৌদি আরব ত্যাগ করে দেশে ফিরেছে দলটি।
এ বিষয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (১১ মার্চ) ইউএসসিআইআরএফ-এর ওই প্রতিনিধিদল রিয়াদের কাছাকাছি একটি ঐতিহাসিক শহর দিরিয়াহ পরিদর্শন করতে গিয়েছিলেন। প্রাচীন এই শহরটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেসকো। কিন্তু শহরে প্রবেশের আগে কমিশনের প্রধান ইহুদি অর্থোডক্স র্যাবাই আব্রাহাম কুপারের মাথা থেকে কিপ্পাহ খুলে ফেলার অনুরোধ করা হয়।
এ বিষয়ে পরে এক বিবৃতিতে আব্রাহাম কুপার বলেন, ‘একটি ঐতিহ্যবাহী স্থানে প্রবেশাধিকার থেকে কাউকেই বঞ্চিত করা উচিত নয়। বিশেষ করে, একতা এবং অগ্রগতির জন্য নিবেদিত একজনকে শুধু ইহুদি হওয়ার অপরাধে।’
ইউএসসিআইআরএফ কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, কুপার এবং তাঁর সহকারী প্রধান ফ্রেডরিক ডেভিকে তাঁদের আনুষ্ঠানিক সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার বিশ্ব ঐতিহ্যের স্থানটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন থাকার পরও কর্মকর্তারা ওই এলাকাটিতে অবস্থান করার আগে মাথার কিপ্পাহ খুলে ফেলতে অনুরোধ করেছে।
আব্রাহাম কুপার বলেন, ‘সৌদি আরব তার ২০৩০ ভিশনের অধীনে উৎসাহব্যঞ্জক পরিবর্তনের মধ্যে আছে। কিন্তু ইহুদিবিদ্বেষের এই সময়টিতে আমার কিপ্পাহ অপসারণ করতে বলা হলে ইউএসসিআইআরএফ থেকে আমাদের সফর চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।’
ইউএসসিআইআরএফ ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেছে, ঘটনাটি তাদের সঙ্গে ঘটেছে, যারা আমেরিকার সরকারি সংস্থার অধীনে ধর্মীয় স্বাধীনতার বার্তা প্রচার করে।
আব্রাহাম কুপারের সহযোগী ও ইউএসসিআইআরএফ ভাইস চেয়ারম্যান ফ্রেডরিক ডেভি ঘটনাটিকে ‘অত্যাশ্চর্য এবং বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য ওয়াশিংটনে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা এএফপি। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।
সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে সফর করছিল আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন কমিশনের (ইউএসসিআইআরএফ) একটি দল। কিন্তু এই দলে থাকা একজন ইহুদি ধর্মীয় নেতার (র্যাবাই) মাথা থেকে ‘কিপ্পাহ’ (ইহুদিদের ঐতিহ্যবাহী টুপি) খুলতে বলার জের ধরে আগেভাগেই সৌদি আরব ত্যাগ করে দেশে ফিরেছে দলটি।
এ বিষয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (১১ মার্চ) ইউএসসিআইআরএফ-এর ওই প্রতিনিধিদল রিয়াদের কাছাকাছি একটি ঐতিহাসিক শহর দিরিয়াহ পরিদর্শন করতে গিয়েছিলেন। প্রাচীন এই শহরটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেসকো। কিন্তু শহরে প্রবেশের আগে কমিশনের প্রধান ইহুদি অর্থোডক্স র্যাবাই আব্রাহাম কুপারের মাথা থেকে কিপ্পাহ খুলে ফেলার অনুরোধ করা হয়।
এ বিষয়ে পরে এক বিবৃতিতে আব্রাহাম কুপার বলেন, ‘একটি ঐতিহ্যবাহী স্থানে প্রবেশাধিকার থেকে কাউকেই বঞ্চিত করা উচিত নয়। বিশেষ করে, একতা এবং অগ্রগতির জন্য নিবেদিত একজনকে শুধু ইহুদি হওয়ার অপরাধে।’
ইউএসসিআইআরএফ কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, কুপার এবং তাঁর সহকারী প্রধান ফ্রেডরিক ডেভিকে তাঁদের আনুষ্ঠানিক সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার বিশ্ব ঐতিহ্যের স্থানটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন থাকার পরও কর্মকর্তারা ওই এলাকাটিতে অবস্থান করার আগে মাথার কিপ্পাহ খুলে ফেলতে অনুরোধ করেছে।
আব্রাহাম কুপার বলেন, ‘সৌদি আরব তার ২০৩০ ভিশনের অধীনে উৎসাহব্যঞ্জক পরিবর্তনের মধ্যে আছে। কিন্তু ইহুদিবিদ্বেষের এই সময়টিতে আমার কিপ্পাহ অপসারণ করতে বলা হলে ইউএসসিআইআরএফ থেকে আমাদের সফর চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।’
ইউএসসিআইআরএফ ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেছে, ঘটনাটি তাদের সঙ্গে ঘটেছে, যারা আমেরিকার সরকারি সংস্থার অধীনে ধর্মীয় স্বাধীনতার বার্তা প্রচার করে।
আব্রাহাম কুপারের সহযোগী ও ইউএসসিআইআরএফ ভাইস চেয়ারম্যান ফ্রেডরিক ডেভি ঘটনাটিকে ‘অত্যাশ্চর্য এবং বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য ওয়াশিংটনে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা এএফপি। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
৩১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
১০ ঘণ্টা আগে