Ajker Patrika

শিফা হাসপাতালে জ্বালানি সরবরাহে ইসরায়েলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল হামাস: নেতানিয়াহু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১১: ১৯
শিফা হাসপাতালে জ্বালানি সরবরাহে ইসরায়েলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল হামাস: নেতানিয়াহু

ইসরায়েলি হামলার ভয়াবহতা ও তীব্রতার মুখে নানা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে গাজার সবচেয়ে বড় হাসপাতালটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি শেষ হয়ে যাওয়াই আল-শিফা হাসপাতাল বন্ধ হওয়ার মূল কারণ। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হাসপাতালটিতে জ্বালানি সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে হামাস। 

গাজার প্রধান ও সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি সামরিক ঘাঁটি আছে। ইসরায়েলের এমন অভিযোগ কি অসংখ্য অসুস্থ মানুষ এবং শিশুদের জীবনকে বিপন্ন করে তোলার জন্য যৌক্তিক ব্যাখ্যা কি না—গত রোববার এনবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন নেতানিয়াহু। জবাবে তিনি বলেন, হামাস যোদ্ধারা লুকিয়ে আছে হাসপাতালটিতে। তারা হাসপাতালের জন্য জ্বালানি চায় না। তারা এমন জ্বালানি চায় যেটা নিজেদের সুড়ঙ্গে নিয়ে যেতে পারবে। 

নেতানিয়াহু বলেন, গত রাতে (শনিবার) আমরা হাসপাতাল চালানো এবং ইনকিউবেটরকে কার্যক্ষম রাখার জন্য পর্যাপ্ত জ্বালানি দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কারণ, রোগী কিংবা বেসামরিকদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না। কিন্তু তা ফিরিয়ে দিয়েছে হামাস। 

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে, তারা গত রোববার আল-শিফা থেকে শিশুদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ভেতরে মানুষজন তখনো আটকা পড়ে ছিল। তিন নবজাতকের মৃত্যু হয়েছিল এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে মৃত্যুঝুঁকির মুখে ছিল আরও কয়েক ডজন রোগী। আর, হাসপাতালের কাছেই চলছিল যুদ্ধ। 

আল-শিফা হাসপাতাল। ছবি: এএফপিনেতানিয়াহুর মন্তব্যের বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল-শিফা কিংবা গাজার অন্য কোনো হাসপাতালে সামরিক ঘাঁটি থাকার অভিযোগ আগেই অস্বীকার করেছিল হামাস। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম ঘেব্রেইয়েসুস বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা আল-শিফা হাসপাতালে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পেরেছে। তাঁরা জানিয়েছেন, হাসপাতালের আশপাশে ব্যাপক গোলাগুলি ও বোমাবর্ষণের ফলে আগে থেকেই ভয়াবহ হয়ে থাকা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেন, ‘দুঃখজনকভাবে রোগীদের মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘আল-শিফা আর এখন কোনো হাসপাতাল হিসেবে কাজ করতে পারছে না।’ জায়গাটি স্রেফ আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। পোস্টে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। 

এদিকে, অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে সৌদি আরবসহ মুসলিম দেশগুলো। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড আত্মরক্ষার্থে–এমন যুক্তি নাকচ করে দিয়ে গতকাল শনিবার রিয়াদ থেকে এ আহ্বান জানানো হয়। আরব ও মুসলিম নেতাদের নিয়ে বিশেষ এই যৌথ শীর্ষ সম্মেলনে ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলের সংঘটিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ও অপরাধের তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত