ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইতিমধ্যে ইরানের ওপর সরাসরি আক্রমণ চালাচ্ছে এবং তেহরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে।
রুশ গণমাধ্যম আরটি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাজধানী তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরান নিয়ে প্রশ্ন করেন। সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, ইসরায়েল কেন সরাসরি ইরানে আক্রমণ না করে দেশটির সহযোগীদের ওপর হামলা চালাচ্ছে। এই প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলেন, ‘কে বলে আমরা ইরানকে আক্রমণ করছি না, আমরা আক্রমণ করছি।’
ইসরায়েল দাবি করে, গত বছরের ৭ অক্টোবর সীমান্ত পাড়ি দিয়ে হামাসের হামলার পরিকল্পনায় ইরান জড়িত ছিল। সে সময় হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। পাশাপাশি জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আরও দুই শতাধিক ইসরায়েলিকে। এ ঘটনার প্রতিশোধ নিতে টানা বিমান হামলাসহ বিভিন্ন উপায়ে গাজায় হামলা পরিচালনা করছে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েল বরাবরই অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র এবং প্রযুক্তিগত জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে হামাসকে সহায়তা করার জন্য ইরানকে অভিযুক্ত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের বিরোধ চলছে। আমাদের ধ্বংস করার জন্য ইরান আমাদের সঙ্গে কী করতে পারে তা কল্পনাও করতে পারবেন না।’
নেতানিয়াহু যোগ করেন, ‘ইরান হলো অক্টোপাসের প্রধান। আপনি হুতি থেকে হিজবুল্লাহ, হিজবুল্লাহ থেকে হামাস পর্যন্ত চারদিকে ইরানের তাঁবু দেখতে পাচ্ছেন।’
এদিকে ইসরায়েলে হামাসের হামলায় কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ‘এই ধরনের অভিযোগ রাজনৈতিক কারণে।’
ইরানকে সরাসরি আক্রমণ করার কথা খুব কমই প্রকাশ্যে স্বীকার করেছে ইসরায়েল। এর আগে গত ডিসেম্বরে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট স্বীকার করেছিলেন, ইরানে একটি বিমান ঘাঁটিতে হামলা করে একজন সিনিয়র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কমান্ডারকে হত্যা করেছে তাঁর দেশ। ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত মাত্র এক বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বেনেট।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইতিমধ্যে ইরানের ওপর সরাসরি আক্রমণ চালাচ্ছে এবং তেহরানকে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে।
রুশ গণমাধ্যম আরটি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাজধানী তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরান নিয়ে প্রশ্ন করেন। সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, ইসরায়েল কেন সরাসরি ইরানে আক্রমণ না করে দেশটির সহযোগীদের ওপর হামলা চালাচ্ছে। এই প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলেন, ‘কে বলে আমরা ইরানকে আক্রমণ করছি না, আমরা আক্রমণ করছি।’
ইসরায়েল দাবি করে, গত বছরের ৭ অক্টোবর সীমান্ত পাড়ি দিয়ে হামাসের হামলার পরিকল্পনায় ইরান জড়িত ছিল। সে সময় হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। পাশাপাশি জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আরও দুই শতাধিক ইসরায়েলিকে। এ ঘটনার প্রতিশোধ নিতে টানা বিমান হামলাসহ বিভিন্ন উপায়ে গাজায় হামলা পরিচালনা করছে ইসরায়েল। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েল বরাবরই অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র এবং প্রযুক্তিগত জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে হামাসকে সহায়তা করার জন্য ইরানকে অভিযুক্ত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের বিরোধ চলছে। আমাদের ধ্বংস করার জন্য ইরান আমাদের সঙ্গে কী করতে পারে তা কল্পনাও করতে পারবেন না।’
নেতানিয়াহু যোগ করেন, ‘ইরান হলো অক্টোপাসের প্রধান। আপনি হুতি থেকে হিজবুল্লাহ, হিজবুল্লাহ থেকে হামাস পর্যন্ত চারদিকে ইরানের তাঁবু দেখতে পাচ্ছেন।’
এদিকে ইসরায়েলে হামাসের হামলায় কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ‘এই ধরনের অভিযোগ রাজনৈতিক কারণে।’
ইরানকে সরাসরি আক্রমণ করার কথা খুব কমই প্রকাশ্যে স্বীকার করেছে ইসরায়েল। এর আগে গত ডিসেম্বরে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি নিবন্ধে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট স্বীকার করেছিলেন, ইরানে একটি বিমান ঘাঁটিতে হামলা করে একজন সিনিয়র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কমান্ডারকে হত্যা করেছে তাঁর দেশ। ২০২১ সালের জুন থেকে ২০২২ সালের জুন পর্যন্ত মাত্র এক বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বেনেট।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
২ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৩ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
৪ ঘণ্টা আগে