Ajker Patrika

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ এক দিন বাড়ল

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৬: ৩৯
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ এক দিন বাড়ল

শেষ মুহূর্তে এক দিন বাড়ানো হয়েছে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ। ফিলিস্তিনের সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরটি আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, আগের শর্তেই গাজায় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ এক দিন বাড়াতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল।

এর আওতায় গাজা উপত্যকায় মানবিক অস্ত্রবিরতির পাশাপাশি সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে এবং গাজায় মানবিক সহায়তা পাঠানো হবে।

গাজায় প্রথম দফা চার দিনের যুদ্ধবিরতির পর আরও দুই দিন বাড়ানো হয় এর মেয়াদ। আজ এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। তবে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে আরও এক দিন যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়।

আজ সকালে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিজ্ঞপ্তিতে বলেছে, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় জিম্মি মুক্তির প্রক্রিয়া চালু রাখতে আরও এক দিন অভিযান থেকে বিরত থাকবে ইসরায়েল।

আজ হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নতুন একটি তালিকা পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সরকার। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চুক্তির শর্তাবলি অনুসারে কিছুক্ষণ আগে নারী ও শিশুদের একটি তালিকা ইসরায়েলকে দেওয়া হয়েছে। তাই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।

এর আগে ষষ্ঠ দফায় গতকাল বুধবার আরও ১৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়াদের মধ্যে ১০ জন ইসরায়েলি ও চারজন থাই নাগরিক। এর আগে হামাস দুই রুশ নাগরিককেও ছেড়ে দেয়। বিপরীতে ইসরায়েলও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। 

আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবর পেয়ে গাজার অভ্যন্তরে বেসামরিক মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। দক্ষিণ গাজার খান ইউনিস থেকে আল জাজিরার সংবাদকর্মী তারেক আবু আজউম বলেন, যুদ্ধবিরতি বাড়ার একেকটা দিন ত্রাণসহায়তা পেয়ে মানবিক সংকট কাটিয়ে ফিলিস্তিনিদের বেঁচে থাকার নতুন সুযোগ করে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত