অনলাইন ডেস্ক
গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কার্যালয়ের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ জন। তাদের অবস্থা গুরুতর। হতাহতরা রেড ক্রস কার্যালয়ে আশ্রয় নিয়েছিল। হামলায় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় রেড ক্রস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, গতকাল শুক্রবার বিকেলে কার্যালয় এবং সেখানে আশ্রিতদের কয়েক মিটার দূরত্বে আঘাত হানে ইসরায়েলি বাহিনীর গোলা। বেসামরিক নাগরিক এবং মানবিক সুবিধা দেওয়া সংস্থাগুলোর ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করার জন্য সব পক্ষের বাধ্যবাধকতা রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ওই এলাকায় হামলা চালানোর ‘কোনো ইঙ্গিত’ নেই, তবে ঘটনাটি নিয়ে পর্যালোচনা হচ্ছে বলেও জানান তিনি।
আইসিআরসি বলেছে, ‘হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়টির চারপাশে আমাদের অনেক ফিলিস্তিনি সহকর্মীসহ তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত বেসামরিক মানুষ ছিল। এ ঘটনায় নিকটবর্তী রেড ক্রস ফিল্ড হাসপাতালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালে ২২ জনের মরদেহ এবং আহত ৪৫ জনকে নেওয়া হয়েছে।’
কয়েক দিনের মধ্যে এই হামলাকে নিরাপত্তাজনিত অন্যতম গুরুতর ঘটনা বলেছে আইসিআরসি।
এ হামলায় হতাহতের ব্যাপারে ভিন্ন পরিসংখ্যান দিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য বিভাগ। তাদের মতে, হামলায় ২৫ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।
গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কার্যালয়ের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ জন। তাদের অবস্থা গুরুতর। হতাহতরা রেড ক্রস কার্যালয়ে আশ্রয় নিয়েছিল। হামলায় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় রেড ক্রস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, গতকাল শুক্রবার বিকেলে কার্যালয় এবং সেখানে আশ্রিতদের কয়েক মিটার দূরত্বে আঘাত হানে ইসরায়েলি বাহিনীর গোলা। বেসামরিক নাগরিক এবং মানবিক সুবিধা দেওয়া সংস্থাগুলোর ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করার জন্য সব পক্ষের বাধ্যবাধকতা রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ওই এলাকায় হামলা চালানোর ‘কোনো ইঙ্গিত’ নেই, তবে ঘটনাটি নিয়ে পর্যালোচনা হচ্ছে বলেও জানান তিনি।
আইসিআরসি বলেছে, ‘হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়টির চারপাশে আমাদের অনেক ফিলিস্তিনি সহকর্মীসহ তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত বেসামরিক মানুষ ছিল। এ ঘটনায় নিকটবর্তী রেড ক্রস ফিল্ড হাসপাতালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালে ২২ জনের মরদেহ এবং আহত ৪৫ জনকে নেওয়া হয়েছে।’
কয়েক দিনের মধ্যে এই হামলাকে নিরাপত্তাজনিত অন্যতম গুরুতর ঘটনা বলেছে আইসিআরসি।
এ হামলায় হতাহতের ব্যাপারে ভিন্ন পরিসংখ্যান দিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য বিভাগ। তাদের মতে, হামলায় ২৫ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ আজ রোববার সৌদি আরবে পৌঁছেছেন। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতা হিসেবে এটিই তাঁর প্রথম বিদেশ সফর বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
২৯ মিনিট আগেসৌদি আরবের নারী অশ্বারোহী শাহদ আল শাম্মারি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি তিনি একটি ফার্মেসির ভেতরে ঘোড়া নিয়ে প্রবেশ করে আলোচনায় আসার পর এবার একটি পোশাকের দোকানে একই কাণ্ড ঘটিয়েছেন।
১ ঘণ্টা আগেস্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত রাজি হন। এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তাঁরা। ১০ লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তাঁর স্ত্রীর
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের (ইউএসএআইডি) অফিশিয়াল ওয়েবসাইটও এবার বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এমনকি ইউএসএআইডির এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের প
৩ ঘণ্টা আগে