গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কার্যালয়ের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ জন। তাদের অবস্থা গুরুতর। হতাহতরা রেড ক্রস কার্যালয়ে আশ্রয় নিয়েছিল। হামলায় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় রেড ক্রস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, গতকাল শুক্রবার বিকেলে কার্যালয় এবং সেখানে আশ্রিতদের কয়েক মিটার দূরত্বে আঘাত হানে ইসরায়েলি বাহিনীর গোলা। বেসামরিক নাগরিক এবং মানবিক সুবিধা দেওয়া সংস্থাগুলোর ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করার জন্য সব পক্ষের বাধ্যবাধকতা রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ওই এলাকায় হামলা চালানোর ‘কোনো ইঙ্গিত’ নেই, তবে ঘটনাটি নিয়ে পর্যালোচনা হচ্ছে বলেও জানান তিনি।
আইসিআরসি বলেছে, ‘হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়টির চারপাশে আমাদের অনেক ফিলিস্তিনি সহকর্মীসহ তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত বেসামরিক মানুষ ছিল। এ ঘটনায় নিকটবর্তী রেড ক্রস ফিল্ড হাসপাতালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালে ২২ জনের মরদেহ এবং আহত ৪৫ জনকে নেওয়া হয়েছে।’
কয়েক দিনের মধ্যে এই হামলাকে নিরাপত্তাজনিত অন্যতম গুরুতর ঘটনা বলেছে আইসিআরসি।
এ হামলায় হতাহতের ব্যাপারে ভিন্ন পরিসংখ্যান দিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য বিভাগ। তাদের মতে, হামলায় ২৫ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।
গাজায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কার্যালয়ের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ জন। তাদের অবস্থা গুরুতর। হতাহতরা রেড ক্রস কার্যালয়ে আশ্রয় নিয়েছিল। হামলায় কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় রেড ক্রস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আইসিআরসি এক বিবৃতিতে বলেছে, গতকাল শুক্রবার বিকেলে কার্যালয় এবং সেখানে আশ্রিতদের কয়েক মিটার দূরত্বে আঘাত হানে ইসরায়েলি বাহিনীর গোলা। বেসামরিক নাগরিক এবং মানবিক সুবিধা দেওয়া সংস্থাগুলোর ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করার জন্য সব পক্ষের বাধ্যবাধকতা রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ওই এলাকায় হামলা চালানোর ‘কোনো ইঙ্গিত’ নেই, তবে ঘটনাটি নিয়ে পর্যালোচনা হচ্ছে বলেও জানান তিনি।
আইসিআরসি বলেছে, ‘হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়টির চারপাশে আমাদের অনেক ফিলিস্তিনি সহকর্মীসহ তাঁবুতে বসবাসকারী শত শত বাস্তুচ্যুত বেসামরিক মানুষ ছিল। এ ঘটনায় নিকটবর্তী রেড ক্রস ফিল্ড হাসপাতালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালে ২২ জনের মরদেহ এবং আহত ৪৫ জনকে নেওয়া হয়েছে।’
কয়েক দিনের মধ্যে এই হামলাকে নিরাপত্তাজনিত অন্যতম গুরুতর ঘটনা বলেছে আইসিআরসি।
এ হামলায় হতাহতের ব্যাপারে ভিন্ন পরিসংখ্যান দিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য বিভাগ। তাদের মতে, হামলায় ২৫ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া নিয়ে কাজ করতে প্রস্তুত। এই চুক্তিতে যুদ্ধবিরতি এবং সংঘাত নিষ্পত্তির নীতিমালা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানান তিনি। আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে
৫ ঘণ্টা আগেভারতভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক ও কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই এজেন্সিগুলো জেনেশুনে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধা দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ
৬ ঘণ্টা আগেজাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ইসরায়েলের চলমান হামলায় গাজা উপত্যকার ৯২ শতাংশ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোমবার (১৯ মে) সংস্থাটি জানায়, গাজার পরিবারগুলো এক অকল্পনীয় ধ্বংসযজ্ঞের শিকার।
৬ ঘণ্টা আগেবিশ্বখ্যাত ‘নাপাম গার্ল’ ছবিটি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। ১৯৭৩ সালে ‘দ্য টেরর অব ওয়ার’ নামে পরিচিত এই ছবি যখন ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নেয়, তখন এর স্বত্ব ছিল অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ফটোগ্রাফার নিক উটের নামে।
৬ ঘণ্টা আগে