Ajker Patrika

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ছাড়াল ৫৭৫০০

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১১: ৩১
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ভবন। ছবি: আনাদোলু
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ভবন। ছবি: আনাদোলু

নিরীহ মানুষ, বিধ্বস্ত শহর আর থেমে না থাকা মৃত্যু—গাজা যেন এক জীবন্ত বধ্যভূমি। যেখানে হন্তারকের ভূমিকায় ইসরায়েল। দেশটিতে গণহত্যামূলক আগ্রাসনে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৫৭ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি। এটি কেবলই পরিসংখ্যান নয়—এদের অনেকেই ছিল শিশু, মা, বৃদ্ধ কিংবা জীবন বাঁচাতে ছুটে চলা সাধারণ মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছে আরও ৩৫৬ জন। ইসরায়েলের টানা বোমাবর্ষণে আহত মানুষের সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬১৭।

তবে এটুকুতেই শেষ নয়, গাজা শহরের ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ আটকে রয়েছে। রাস্তার পাশে পড়ে আছে কেউ কেউ, যারা বাঁচার আশায় ছুটছিল, কিন্তু পৌঁছাতে পারেনি গন্তব্যে। উদ্ধারকারীরা পৌঁছাতেই পারছেন না অনেক জায়গায়—বোমা পড়া এখনো থামেনি।

চলতি বছরের শুরুতে সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল। সেই থেকে ৬ হাজার ৯৬৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৪ হাজার ৫৭৬ জন। জানুয়ারিতে হওয়া সাময়িক যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের চুক্তি কোনো স্থায়ী স্বস্তি আনতে পারেনি, বরং ফের নেমে এসেছে ধ্বংসযজ্ঞের নতুন অধ্যায়।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে এখনো চলছে গণহত্যার মামলা। তবে এই সবকিছু ছাপিয়ে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা প্রতিটি শিশু, প্রত্যেক মা, প্রতিটি কণ্ঠ একটি প্রশ্ন করে চলেছে দুনিয়ার বুকে—মানবতা কোথায়?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত