Ajker Patrika

ইরানে আবারও বড় বিস্ফোরণ, এবার মাশহাদ শহরে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ মে ২০২৫, ২১: ৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ রোববার ইরানের ধর্মীয় নগরী মাশহাদে আরেকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে। এ ছাড়া দেশটির কুম শহরেও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, মাশহাদ থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, সেখানে একটি বিস্ফোরণ হয়েছে। স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, বিস্ফোরণের স্থানটিকে একটি মোটরসাইকেল উৎপাদনের কারখানা বলে উল্লেখ করা হয়েছে। তবে এই তথ্য এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি এবং ইরান সরকারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণও অস্পষ্ট রয়ে গেছে।

এদিকে মাশহাদে বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ইরানের কুম শহরে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর গতকাল শনিবার রাতে দেশটির কারাজ শহরের একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে। একই সময় কারাজ শহরে ৪ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্পও অনুভূত হয়। বিস্ফোরণ ও ভূমিকম্পের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

গত এপ্রিলে ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর বন্দর আব্বাসে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৭০ জন নিহত এবং ১ হাজারের বেশি মানুষ আহত হন। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, একটি শিপিং কনটেইনারে রাসায়নিক আগুন লাগার ফলে ওই বিস্ফোরণ হয়। ভিজ্যুয়াল প্রমাণ ও বিস্ফোরক বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে এমনটি নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনাগুলোর প্রকৃত কারণ ও পারস্পরিক সম্পর্ক নিয়ে এখনো তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত