মিসরের নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ফাত্তাহ এল সিসি। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০৩০ সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দেবেন তিনি। আজ সোমবার রাষ্ট্রীয় ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের সাবেক জেনারেল সিসি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ২০১৪ সালে। এবারের নির্বাচনে কাস্ট হওয়া ভোটের ৮৯.৬ শতাংশই তিনি পেয়েছেন। সংখ্যার দিক দিয়ে তাঁকে প্রায় ৪০ কোটি মানুষ ভোট দিয়েছে।
মিসরের জাতীয় নির্বাচন কমিশনের ঘোষিত পরিসংখ্যান অনুসারে, সিসির তিন প্রতিদ্বন্দ্বী সম্মিলিতভাবে ৫০ লাখেরও কম ভোট পেয়েছেন।
কমিশনের চেয়ারম্যান হাজেম বাদাউই একটি সংবাদ সম্মেলনে দাবি করেছেন, এবার দেশটিতে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক প্রায় ৬৬.৮ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। সাড়ে ১০ কোটি জনসংখ্যার দেশ মিসরে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ।
একই সম্মেলনে কমিশনের নির্বাহী পরিচালক আহমেদ এল বেন্ডারি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন যেদিন আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ফল সংগ্রহ করি।’
৬৯ বছর বয়সী সিসি এমন এক সময়ে নির্বাচিত হলেন যখন দেশটি একটি নিষ্ঠুর অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে এবং পাশের ইসরায়েল-গাজা যুদ্ধের কারণে শঙ্কিত।
প্রতিবেদনে বলা হয়েছে, সিসির পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়টি আগে থেকেই ধারণা করা হয়েছিল। এ অবস্থায় নির্বাচনী প্রচারেও সিসিকে দেখা যায়নি। এর বদলে তিনি বরং গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করতে কায়রো সফরকারী বিদেশি নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অগণিত বৈঠকের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন।
যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা এবং গাজার বাসিন্দাদের মিসরের সিনাই উপদ্বীপে ঠেলে দেওয়ার বিরুদ্ধে বারবার সতর্কতা নিজ দেশে সিসির অবস্থানকে শক্তিশালী করেছে।
ধারণা করা হচ্ছে, পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশের অর্থনৈতিক পুনর্গঠনকে অগ্রাধিকার দেবেন সিসি। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দেশটির অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সিসির সমালোচকেরা দাবি করেন—বিপুল ঋণ এবং অপ্রয়োজনীয় বড় প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার কারণেই দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।
মিসরের নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ফাত্তাহ এল সিসি। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০৩০ সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দেবেন তিনি। আজ সোমবার রাষ্ট্রীয় ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের সাবেক জেনারেল সিসি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ২০১৪ সালে। এবারের নির্বাচনে কাস্ট হওয়া ভোটের ৮৯.৬ শতাংশই তিনি পেয়েছেন। সংখ্যার দিক দিয়ে তাঁকে প্রায় ৪০ কোটি মানুষ ভোট দিয়েছে।
মিসরের জাতীয় নির্বাচন কমিশনের ঘোষিত পরিসংখ্যান অনুসারে, সিসির তিন প্রতিদ্বন্দ্বী সম্মিলিতভাবে ৫০ লাখেরও কম ভোট পেয়েছেন।
কমিশনের চেয়ারম্যান হাজেম বাদাউই একটি সংবাদ সম্মেলনে দাবি করেছেন, এবার দেশটিতে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক প্রায় ৬৬.৮ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। সাড়ে ১০ কোটি জনসংখ্যার দেশ মিসরে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ।
একই সম্মেলনে কমিশনের নির্বাহী পরিচালক আহমেদ এল বেন্ডারি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন যেদিন আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ফল সংগ্রহ করি।’
৬৯ বছর বয়সী সিসি এমন এক সময়ে নির্বাচিত হলেন যখন দেশটি একটি নিষ্ঠুর অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে এবং পাশের ইসরায়েল-গাজা যুদ্ধের কারণে শঙ্কিত।
প্রতিবেদনে বলা হয়েছে, সিসির পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়টি আগে থেকেই ধারণা করা হয়েছিল। এ অবস্থায় নির্বাচনী প্রচারেও সিসিকে দেখা যায়নি। এর বদলে তিনি বরং গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করতে কায়রো সফরকারী বিদেশি নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অগণিত বৈঠকের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন।
যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের মৃত্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা এবং গাজার বাসিন্দাদের মিসরের সিনাই উপদ্বীপে ঠেলে দেওয়ার বিরুদ্ধে বারবার সতর্কতা নিজ দেশে সিসির অবস্থানকে শক্তিশালী করেছে।
ধারণা করা হচ্ছে, পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশের অর্থনৈতিক পুনর্গঠনকে অগ্রাধিকার দেবেন সিসি। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দেশটির অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সিসির সমালোচকেরা দাবি করেন—বিপুল ঋণ এবং অপ্রয়োজনীয় বড় প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার কারণেই দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে।
সাইবার প্রতারণার মামলায় উদ্ধার করা ২ কোটিরও বেশি রূপি ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছেন দিল্লি পুলিশের দুই সাব-ইন্সপেক্টর (এসআই)। সেই টাকা নিয়ে পালিয়ে গিয়ে গোয়া, মানালি আর কাশ্মীর ভ্রমণ করেছেন তারা এই কপোত-কপোতী। পরিকল্পনা করেছিলেন নতুন পরিচয়ে জীবন শুরুর, তবে শেষ রক্ষা হয়নি। চার মাসের তদন্ত শেষে
২৯ মিনিট আগেজাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের বাণিজ্য আলোচনার পর এই চুক্তির ঘোষণা এল। তবে, এই চুক্তির বিনিময়ে ট্রাম্প জাপানের কাছ থেকে তাঁর দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।
৪৪ মিনিট আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যগত পদত্যাগ করেছেন। কিন্তু তাঁর এই ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কিছু ঘটনা ঘটেছে, যা তাঁর এই সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১ ঘণ্টা আগেচিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ঠেকাতে এখনই দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। এর আগে, দুই দশক আগে বিশ্বজুড়ে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার জেনেভায় ডব্লিউএইচও—এর মেডিকেল অফিসার ডায়ানা রোজাস আলভারেজ...
১ ঘণ্টা আগে