Ajker Patrika

সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া

অনলাইন ডেস্ক
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: এএফপি
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: এএফপি

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফর করছেন। তাঁর এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দামেস্কের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ‘স্থানীয় সময় শনিবার (১২ জুলাই) শারার বাকু সফরের ফাঁকে একজন সিরীয় কর্মকর্তা ও একজন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি বৈঠক হবে।’ তবে এই বৈঠকে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অংশ নেবেন না।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর সিরিয়ায় ইসরায়েলের সামরিক উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিই এই আলোচনার প্রধান বিষয় হবে।

প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বর্তমানে আজারবাইজান সফর করছেন। সফরকালে শারা বাকুর প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তবে এই হামলাগুলো ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে এসব হামলা তীব্র হয়। বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার বাহিনী মাউন্ট হারমন দখল করেছে এবং দক্ষিণ সিরিয়ায় অন্তত ১০টি সামরিক ফাঁড়ি তৈরি করেছে। এর সঙ্গে কুনাইত্রা ও অন্যান্য অঞ্চলেও ইসরায়েলি দখলদার বাহিনীর অনুপ্রবেশ ঘটছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত