Ajker Patrika

গাজায় ইসরায়েলি গণহত্যা চলমান, নিহত বেড়ে ৫৮৫০০

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০: ০৩
গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ছবি: আনাদোলু
গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ছবি: আনাদোলু

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক আগ্রাসন চলছেই। সর্বশেষ, গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত সাড়ে ৫৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৪৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৩টি মরদেহ আনা হয়েছে এবং ২৭৮ জন আহত হয়েছে। ইসরায়েলের এই হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৫৫। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক নিহত ব্যক্তি এখনো ধ্বংসস্তূপ ও রাস্তার নিচে আটকে রয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং ২৯ জনের বেশি আহত হয়েছে। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট ৮৪৪ জন নিহত এবং ৫ হাজার ৬০৪ জনের বেশি আহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে তারা ৭ হাজার ৬৫৬ জনকে হত্যা এবং ২৭ হাজার ৩১৪ জনকে আহত করেছে। এ হামলার মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি ভেঙে দেওয়া হয়েছে।

গত নভেম্বরে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া, গাজায় এই যুদ্ধের জন্য ইসরায়েল এখন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) মুখোমুখি হয়েছে, যেখানে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা রক্ষায় মোদির হস্তক্ষেপ চান মমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত