জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি চেয়ে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে আজ শনিবার মধ্যপ্রাচ্যে ‘অনিয়ন্ত্রিত বিস্ফোরণের’ হুমকির ব্যাপারে সতর্ক করেছে ইরান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানান হয়েছে এ খবর।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক হোসেইন আমির-আবদুল্লাহিয়ান জানিয়েছেন এ সতর্কতা। সে সঙ্গে, গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠানোর জন্য মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং অবিলম্বে খোলার জন্যও আবেদন করেছেন তিনি।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করে। পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। আর ভেটো দেয় যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেন, ‘খসড়া প্রস্তাবনাটি খুবই ত্বরিত গতিতে করা হয়েছে এবং এটি ভারসাম্যহীন, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য এই প্রস্তাবনাকে সমর্থন করতে পারি। এটি কেবল পরবর্তী যুদ্ধের বীজই রোপণ করবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। আলাপচারিতায় তিনি বলেন, ‘যত দিন আমেরিকা ইহুদিবাদী শাসকদের (ইসরায়েল) অপরাধ এবং যুদ্ধের ধারাবাহিকতাকে সমর্থন করবে, তত দিন এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) একটি অনিয়ন্ত্রিত বিস্ফোরণের আশঙ্কা থাকবে।’
এ সময় আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মহাসচিবের প্রচেষ্টারও প্রশংসা করেন হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। আন্তোনিও গুতেরেস কর্তৃক জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ ব্যবহারকে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার এক সাহসী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন তিনি।
এক সপ্তাহের যুদ্ধবিরতির পর ১ ডিসেম্বর থেকে আবার গাজায় হামলা করে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় এই হামলা শুরু হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই দাবিকে মিথ্যা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ইসরায়েলি সরকারের দাবি সম্পূর্ণ মিথ্যা। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করাকেও কঠিন করে তুলেছে বলে এ সময় মন্তব্য করেন তিনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে অতর্কিত হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। এ ছাড়া প্রায় ২৪০ জনকে বন্দী করেছিল হামাস। এর প্রতিক্রিয়ায় হামাসকে ধ্বংসের প্রতিশ্রুতি দিয়ে গাজা ও পশ্চিম তীরে হামলা শুরু করে ইসরায়েল—যাতে এ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ১৭ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের বেশির ভাগই বেসামরিক।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি চেয়ে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে আজ শনিবার মধ্যপ্রাচ্যে ‘অনিয়ন্ত্রিত বিস্ফোরণের’ হুমকির ব্যাপারে সতর্ক করেছে ইরান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানান হয়েছে এ খবর।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক হোসেইন আমির-আবদুল্লাহিয়ান জানিয়েছেন এ সতর্কতা। সে সঙ্গে, গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠানোর জন্য মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং অবিলম্বে খোলার জন্যও আবেদন করেছেন তিনি।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করে। পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। আর ভেটো দেয় যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেন, ‘খসড়া প্রস্তাবনাটি খুবই ত্বরিত গতিতে করা হয়েছে এবং এটি ভারসাম্যহীন, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য এই প্রস্তাবনাকে সমর্থন করতে পারি। এটি কেবল পরবর্তী যুদ্ধের বীজই রোপণ করবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। আলাপচারিতায় তিনি বলেন, ‘যত দিন আমেরিকা ইহুদিবাদী শাসকদের (ইসরায়েল) অপরাধ এবং যুদ্ধের ধারাবাহিকতাকে সমর্থন করবে, তত দিন এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) একটি অনিয়ন্ত্রিত বিস্ফোরণের আশঙ্কা থাকবে।’
এ সময় আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মহাসচিবের প্রচেষ্টারও প্রশংসা করেন হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। আন্তোনিও গুতেরেস কর্তৃক জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ ব্যবহারকে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার এক সাহসী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন তিনি।
এক সপ্তাহের যুদ্ধবিরতির পর ১ ডিসেম্বর থেকে আবার গাজায় হামলা করে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় এই হামলা শুরু হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই দাবিকে মিথ্যা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ইসরায়েলি সরকারের দাবি সম্পূর্ণ মিথ্যা। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করাকেও কঠিন করে তুলেছে বলে এ সময় মন্তব্য করেন তিনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে অতর্কিত হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। এ ছাড়া প্রায় ২৪০ জনকে বন্দী করেছিল হামাস। এর প্রতিক্রিয়ায় হামাসকে ধ্বংসের প্রতিশ্রুতি দিয়ে গাজা ও পশ্চিম তীরে হামলা শুরু করে ইসরায়েল—যাতে এ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ১৭ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের বেশির ভাগই বেসামরিক।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই হামলায় হতাহতের শিকার পর্যটকেরা পহেলগামে ভ্রমণ করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কর্তৃপক্ষ বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে।
৩৬ মিনিট আগেচীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছে। ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে দেশপ্রেমিক ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ারবাজারে ঝাঁপিয়ে পড়েছেন দেশের অর্থনীতি রক্ষায়। যুদ্ধ শব্দটি এখানে বারুদের বদলে প্রতিধ্বনিত হচ্ছে বিনিয়োগ আর আত্মনির্ভরতার মন্ত্রে।
১ ঘণ্টা আগেগত রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে খ্রিষ্ট ধর্মীয় ইস্টার প্রার্থনা। এদিন ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ইস্টার প্রার্থনা চলাকালে একটি খ্রিষ্টান সমাবেশে হামলা চালিয়েছে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর সদস্যরা। তারা প্রার্থনাস্থলে ঢুকে লাঠি হাতে স্লোগান দিতে দিতে হট্টগোল করে। ভারত,
১ ঘণ্টা আগেঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উর্সেস্টার কলেজে কয়েক দশক ধরে মানুষের মাথার খুলি দিয়ে তৈরি একটি পাত্রে পানীয় পরিবেশনের রীতি চালু ছিল। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে উঠে এসেছে এমন বিস্ময়কর তথ্য।
৩ ঘণ্টা আগে