Ajker Patrika

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর পর ইরানের হুমকি

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৭: ৫৩
Thumbnail image

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি চেয়ে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে আজ শনিবার মধ্যপ্রাচ্যে ‘অনিয়ন্ত্রিত বিস্ফোরণের’ হুমকির ব্যাপারে সতর্ক করেছে ইরান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানান হয়েছে এ খবর।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক হোসেইন আমির-আবদুল্লাহিয়ান জানিয়েছেন এ সতর্কতা। সে সঙ্গে, গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠানোর জন্য মিসরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং অবিলম্বে খোলার জন্যও আবেদন করেছেন তিনি।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করে। পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। আর ভেটো দেয় যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেন, ‘খসড়া প্রস্তাবনাটি খুবই ত্বরিত গতিতে করা হয়েছে এবং এটি ভারসাম্যহীন, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য এই প্রস্তাবনাকে সমর্থন করতে পারি। এটি কেবল পরবর্তী যুদ্ধের বীজই রোপণ করবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। আলাপচারিতায় তিনি বলেন, ‘যত দিন আমেরিকা ইহুদিবাদী শাসকদের (ইসরায়েল) অপরাধ এবং যুদ্ধের ধারাবাহিকতাকে সমর্থন করবে, তত দিন এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) একটি অনিয়ন্ত্রিত বিস্ফোরণের আশঙ্কা থাকবে।’

এ সময় আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ মহাসচিবের প্রচেষ্টারও প্রশংসা করেন হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। আন্তোনিও গুতেরেস কর্তৃক জাতিসংঘ সনদের ৯৯ অনুচ্ছেদ ব্যবহারকে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার এক সাহসী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন তিনি।

এক সপ্তাহের যুদ্ধবিরতির পর ১ ডিসেম্বর থেকে আবার গাজায় হামলা করে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় এই হামলা শুরু হয়েছে বলে দাবি করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই দাবিকে মিথ্যা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ইসরায়েলি সরকারের দাবি সম্পূর্ণ মিথ্যা। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করাকেও কঠিন করে তুলেছে বলে এ সময় মন্তব্য করেন তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে অতর্কিত হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। এ ছাড়া প্রায় ২৪০ জনকে বন্দী করেছিল হামাস। এর প্রতিক্রিয়ায় হামাসকে ধ্বংসের প্রতিশ্রুতি দিয়ে গাজা ও পশ্চিম তীরে হামলা শুরু করে ইসরায়েল—যাতে এ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ১৭ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের বেশির ভাগই বেসামরিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত