Ajker Patrika

মিসরে চলছে ভোট গ্রহণ, ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন সিসি

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১০: ৪০
মিসরে চলছে ভোট গ্রহণ, ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন সিসি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মধ্যেই পাশের দেশ মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

মিসরের প্রেসিডেন্ট নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন দেশটিতে মূল্যস্ফীতি প্রকট আকার ধারণ করেছে। মূল্যস্ফীতি ছাড়িয়েছে ৪০ শতাংশ। এমনকি বিগত কয়েক বছরে ডলারের বিপরীতে মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে প্রায় অর্ধেক। ১০ কোটি ৬০ লাখ মানুষের দেশটির দুই-তৃতীয়াংশই বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এবারের নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো মিসরের ক্ষমতায় আসতে পারেন বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হতে পারে।

মিসরের জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুসারে, এবারের নির্বাচনে প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষ ভোট দিতে পারবেন। এর মধ্যে রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন।

এদিকে, গাজা সংকটের কারণে মিসরে নির্বাচনের ডামাডোল অনেকটাই পেছনে পড়ে গেছে। এই অবস্থায় নির্বাচনে বিরোধীদের দমনে রাষ্ট্রশক্তি ব্যবহার করার অভিযোগ উঠেছে সিসির বিরুদ্ধে। সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমেও নির্বাচনের চেয়ে বেশি উঠে আসছে গাজা সংকটের তথ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত