বিরূপ আবহাওয়ার কারণে বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে দুবাই। বৈরী আবহাওয়ার সতর্কতা হিসেবে আজ মঙ্গলবার আমিরাতের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাড়ি থেকে পরিচালনার ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার রাত থেকেই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অংশে বজ্রপাতসহ ভারী থেকে মাঝারি বর্ষণ দেখা দেয়।
গতকাল সোমবার দুবাইয়ের যুবরাজ ও নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এক্স প্ল্যাটফরমে এক পোস্টে বলেন, ‘আসন্ন আবহাওয়া পরিস্থিতির কারণে আমরা দুবাইয়ের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোকে মঙ্গলবার (১৬ এপ্রিল) বাড়ি থেকে কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।’
বেসরকারি স্কুলগুলোর সংস্থা জিইএমএস এডুকেশন এক বিবৃতিতে বলে, ‘আগামীকাল (মঙ্গলবার, ১৬ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ অংশে প্রত্যাশিত প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের আলোকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে, সমস্ত জিইএমএস এডুকেশন স্কুল ওই দিন শিক্ষা কার্যক্রম বাড়ি থেকে পরিচালনা করবে। শারজাহ প্রাইভেট এডুকেশন অথোরিটি (এসপিইএ) নিয়ন্ত্রিত স্কুলগুলোতে নিয়ন্ত্রকের নির্দেশিকা অনুসারে আগামীকাল বুধবার বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বরাবরের মতোই আমাদের পুরো স্কুল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অগ্রাধিকার থাকবে। এই ব্যতিক্রমী পরিস্থিতিতে বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনাই হবে সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ।’
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, বৃষ্টিপাতের ফলে আমিরাতের পার্বত্য অঞ্চলে কিছুটা মাঝারি আকারের বন্যা দেখা দিয়েছে। গতকাল সোমবার গভীর রাতে শারজাহ ও আল আইনে বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এদিকে দেশজুড়ে প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের পঞ্চম বৃহত্তম শহর আজমানেও সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিরূপ আবহাওয়ার কারণে বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে দুবাই। বৈরী আবহাওয়ার সতর্কতা হিসেবে আজ মঙ্গলবার আমিরাতের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাড়ি থেকে পরিচালনার ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার রাত থেকেই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অংশে বজ্রপাতসহ ভারী থেকে মাঝারি বর্ষণ দেখা দেয়।
গতকাল সোমবার দুবাইয়ের যুবরাজ ও নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এক্স প্ল্যাটফরমে এক পোস্টে বলেন, ‘আসন্ন আবহাওয়া পরিস্থিতির কারণে আমরা দুবাইয়ের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোকে মঙ্গলবার (১৬ এপ্রিল) বাড়ি থেকে কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।’
বেসরকারি স্কুলগুলোর সংস্থা জিইএমএস এডুকেশন এক বিবৃতিতে বলে, ‘আগামীকাল (মঙ্গলবার, ১৬ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ অংশে প্রত্যাশিত প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের আলোকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে, সমস্ত জিইএমএস এডুকেশন স্কুল ওই দিন শিক্ষা কার্যক্রম বাড়ি থেকে পরিচালনা করবে। শারজাহ প্রাইভেট এডুকেশন অথোরিটি (এসপিইএ) নিয়ন্ত্রিত স্কুলগুলোতে নিয়ন্ত্রকের নির্দেশিকা অনুসারে আগামীকাল বুধবার বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বরাবরের মতোই আমাদের পুরো স্কুল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অগ্রাধিকার থাকবে। এই ব্যতিক্রমী পরিস্থিতিতে বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনাই হবে সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ।’
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, বৃষ্টিপাতের ফলে আমিরাতের পার্বত্য অঞ্চলে কিছুটা মাঝারি আকারের বন্যা দেখা দিয়েছে। গতকাল সোমবার গভীর রাতে শারজাহ ও আল আইনে বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এদিকে দেশজুড়ে প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের পঞ্চম বৃহত্তম শহর আজমানেও সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
৯ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১২ ঘণ্টা আগে