অনলাইন ডেস্ক
ভারতের হরিয়ানার ফরিদাবাদে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে বাবাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, চুরির সন্দেহে বকাঝকা করায় রাগের বশে সে এই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ফরিদাবাদের নবীননগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত কিশোরকে শনাক্ত করে আটক করে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠেন ভবনের মালিক। প্রথম তলা থেকে শব্দ আসছে বুঝতে পেরে, তিনি দ্রুত ছুটে যান। কিন্তু গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। প্রতিবেশীরা উদ্ধারকাজে এগিয়ে এলে দেখা যায়, কিশোরটি সিঁড়ির প্রবেশপথও বন্ধ করে রেখেছে।
ভবনের মালিক রিয়াজউদ্দিন পুলিশের কাছে বলেন, ‘রাত ২টার দিকে আমি চিৎকার শুনে জেগে উঠি। আমি ছাদে ওঠার চেষ্টা করি, সেখানে মোহাম্মদ আলীম ও তাঁর ছেলে ভাড়া থাকতেন। গিয়ে দেখি, দরজা বাইরে থেকে বন্ধ। এক প্রতিবেশীর সহায়তায় আমি ছাদে গিয়ে দেখি ঘরটি আগুনে পুড়ছে, দরজা বাইরে থেকে আটকানো, আর আলীম ভেতরে আটকা পড়েছেন।’
আলীম আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান, আর তাঁর ছেলে পাশের বাড়ির ছাদে লাফিয়ে পালিয়ে যায় বলে জানান রিয়াজউদ্দিন।
পুলিশ জানায়, ৫৫ বছর বয়সী মোহাম্মদ আলীম তাঁর ছেলেকে টাকা চুরির অভিযোগে বকাঝকা করেছিলেন। ধারণা করা হচ্ছে, রাগের মাথায় কিশোরটি দাহ্য পদার্থ ঢেলে তার বাবাকে আগুনে পুড়িয়ে দেয়।
উত্তর প্রদেশের মির্জাপুর জেলার বাসিন্দা আলীম গত বছরের সেপ্টেম্বর মাসে ছেলেকে নিয়ে ফরিদাবাদে আসেন এবং অজয়নগর (পার্ট-২) এলাকায় রিয়াজউদ্দিনের ছাদের ওপর একটি কক্ষ ভাড়া নেন। তিনি ধর্মীয় স্থানগুলোর জন্য অনুদান সংগ্রহ করতেন এবং বাজারে মশারি ও অন্যান্য সামগ্রী বিক্রি করতেন। তাঁর স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর অন্য চার সন্তান আলাদা বসবাস করতেন।
তদন্ত কর্মকর্তারা বলছেন, এই হত্যাকাণ্ড তাৎক্ষণিক রাগের বহিঃপ্রকাশ নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আলীম ছেলেকে একাধিকবার তার আচরণ নিয়ে সতর্ক করেছিলেন। এটি দীর্ঘদিনের ক্ষোভের ফল নাকি হঠাৎ রাগের বিস্ফোরণ আমরা খতিয়ে দেখছি।’
ভারতের হরিয়ানার ফরিদাবাদে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে বাবাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, চুরির সন্দেহে বকাঝকা করায় রাগের বশে সে এই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ফরিদাবাদের নবীননগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত কিশোরকে শনাক্ত করে আটক করে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠেন ভবনের মালিক। প্রথম তলা থেকে শব্দ আসছে বুঝতে পেরে, তিনি দ্রুত ছুটে যান। কিন্তু গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। প্রতিবেশীরা উদ্ধারকাজে এগিয়ে এলে দেখা যায়, কিশোরটি সিঁড়ির প্রবেশপথও বন্ধ করে রেখেছে।
ভবনের মালিক রিয়াজউদ্দিন পুলিশের কাছে বলেন, ‘রাত ২টার দিকে আমি চিৎকার শুনে জেগে উঠি। আমি ছাদে ওঠার চেষ্টা করি, সেখানে মোহাম্মদ আলীম ও তাঁর ছেলে ভাড়া থাকতেন। গিয়ে দেখি, দরজা বাইরে থেকে বন্ধ। এক প্রতিবেশীর সহায়তায় আমি ছাদে গিয়ে দেখি ঘরটি আগুনে পুড়ছে, দরজা বাইরে থেকে আটকানো, আর আলীম ভেতরে আটকা পড়েছেন।’
আলীম আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান, আর তাঁর ছেলে পাশের বাড়ির ছাদে লাফিয়ে পালিয়ে যায় বলে জানান রিয়াজউদ্দিন।
পুলিশ জানায়, ৫৫ বছর বয়সী মোহাম্মদ আলীম তাঁর ছেলেকে টাকা চুরির অভিযোগে বকাঝকা করেছিলেন। ধারণা করা হচ্ছে, রাগের মাথায় কিশোরটি দাহ্য পদার্থ ঢেলে তার বাবাকে আগুনে পুড়িয়ে দেয়।
উত্তর প্রদেশের মির্জাপুর জেলার বাসিন্দা আলীম গত বছরের সেপ্টেম্বর মাসে ছেলেকে নিয়ে ফরিদাবাদে আসেন এবং অজয়নগর (পার্ট-২) এলাকায় রিয়াজউদ্দিনের ছাদের ওপর একটি কক্ষ ভাড়া নেন। তিনি ধর্মীয় স্থানগুলোর জন্য অনুদান সংগ্রহ করতেন এবং বাজারে মশারি ও অন্যান্য সামগ্রী বিক্রি করতেন। তাঁর স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর অন্য চার সন্তান আলাদা বসবাস করতেন।
তদন্ত কর্মকর্তারা বলছেন, এই হত্যাকাণ্ড তাৎক্ষণিক রাগের বহিঃপ্রকাশ নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আলীম ছেলেকে একাধিকবার তার আচরণ নিয়ে সতর্ক করেছিলেন। এটি দীর্ঘদিনের ক্ষোভের ফল নাকি হঠাৎ রাগের বিস্ফোরণ আমরা খতিয়ে দেখছি।’
ইলন মাস্কের সঙ্গে হাইপ্রোফাইল সব বৈঠক দেখা যাচ্ছে তাঁর ছোট ছেলে ‘এক্স’কে। সপ্তাহ খানেক আগে, মাস্ক তাঁর ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে। আর সেই দিনের পর ট্রাম্প ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেজয়েন্ট চিফস অব স্টাফ ব্রাউন হলেন দ্বিতীয় আফ্রিকান–আমেরিকান, যিনি প্রেসিডেন্টের শীর্ষ সামরিক উপদেষ্টা হয়েছিলেন। ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ ছিল। একজন মার্কিন কর্মকর্তা জানান, সিনেটে তাঁর উত্তরসূরি নিশ্চিত হওয়ার আগেই হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো (পলিটিক্যাল ল্যান্ডস্কেপ) শক্তিশালী করতে দেওয়া ২৯ মিলিয়ন ডলারের তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, তিনি কেন বাংলাদেশ ও অন্যান্য দেশের পরিস্থিতি নিয়ে মাথা ঘামাবেন...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টানা তৃতীয় দিনের মতো ভারতে ‘ভোটার টার্নআউট’ বা ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন ডলার অর্থায়নের বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন কেন এই বিশাল পরিমাণ অর্থ বিদেশে ব্যয় করা হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রেই ভোটার টার্নআউট বাড়াতে একই রকম প্রচেষ্টা নেওয়া যেতে...
১ ঘণ্টা আগে