Ajker Patrika

এরকানের পদত্যাগ, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর কারাহান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ৩৯
এরকানের পদত্যাগ, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর কারাহান

হাফিজ গায়ে এরকানের পদত্যাগের পর তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ফাতিহ কারাহানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল শনিবার আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে মার্কিন অনলাইন জায়ান্ট আমাজনের সাবেক সিনিয়র অর্থনীতিবিদ কারাহানের নিয়োগ ঘোষণা করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে অর্থনীতিতে ডক্টরেট করেছেন কারাহান। তিনি নিউইয়র্কের সাবেক ফেডারেল রিজার্ভ ব্যাংকের অর্থনীতিবিদও ছিলেন।

এর আগে হাফিজ গায়ে এরকানের বিরুদ্ধে অবৈধভাবে এক কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগ এসেছিল। অভিযোগ অস্বীকার করলেও এই মিডিয়া কেলেঙ্কারির মুখে নিজ পরিবারকে রক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরেই ফাতিহ কারাহানের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মন্ত্রিপরিষদের সদস্যরা বলেন, জীবনযাত্রার ব্যয়ে সংকটের পর মুদ্রাস্ফীতি কমাতে বছরব্যাপী যে অর্থনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছিল, তা কারাহানের অধীনে চলবে।

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নর হাফিজ গায়ে এরকানকে গত বছরের জুনে নিয়োগ দেওয়া হয়। এরদোয়ানের অধীনে কয়েক বছর দেশটির সুদের হার কম থাকায় ঊর্ধ্বমুখী ছিল মুদ্রাস্ফীতি। বিদেশি বিনিয়োগকারীরাও তুরস্ক ছেড়ে যায়। এ অবস্থায় দায়িত্ব নিয়ে সুদের হার বাড়িয়ে দেন এরকান।

এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংক তার মূল হার ৮.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করে। গত সপ্তাহে আরও ২৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির পর বলা হয়েছে যে, মুদ্রাস্ফীতি থেকে অপেক্ষাকৃত সুস্থিত অবস্থায় ফেরার প্রক্রিয়ায় রয়েছে তুরস্ক।

হাফিজ গায়ে এরকান। ছবি: এএফপি

পদত্যাগের ঘোষণা দিয়ে বিবৃতিতে এরকান বলেন, ‘আমাদের অর্থনৈতিক কর্মসূচি ফল দিতে শুরু করেছে।’ ক্রমবর্ধমান বৈদেশিক রিজার্ভ ও প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, এই সাফল্যের প্রমাণ হিসেবে বছরের মাঝামাঝি থেকে মুদ্রাস্ফীতি কমতে শুরু করবে।

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে এরকান বলেন, ‘এসব ইতিবাচক উন্নয়ন সত্ত্বেও আমার বিরুদ্ধে মানহানির প্রচেষ্টা চালানো হচ্ছে। আমার পরিবার এবং দেড় বছরেরও কম বয়সী নিষ্পাপ শিশু যাতে এসবের দ্বারা প্রভাবিত না হয়, সে জন্য আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে প্রেসিডেন্টের কাছে বলেছি।’

গত মাসে বিরোধী দলের সংবাদপত্র সোজকু এক প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মীর কথা প্রকাশ করে। এতে বলা হয়, এরকানের বাবা অন্যায়ভাবে সেই কর্মীকে চাকরিচ্যুত করেছিলেন। অভিযোগটি অস্বীকার করেন এরকান।

প্রেসিডেন্ট এরদোয়ান সে প্রসঙ্গে বলেছিলেন যে, অর্থনৈতিক অগ্রগতি ভন্ডুল করতেই এসব গুঞ্জন ছড়ানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত