গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোতে চলমান আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আপাতত গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল তাও নিভে গেল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধে কায়রোতে পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে এবং ইসরায়েল পরিকল্পনা অনুযায়ী রাফাহ ও গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে।
ইসরায়েল জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে একটি চুক্তির বিষয়ে হামাসের প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে আপত্তি জমা দিয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি প্রয়োজন হয়, আমরা আমাদের নখর দিয়ে লড়াই করব। তবে আমাদের নখ ব্যবহারের প্রয়োজন হবে না, তার চেয়ে অনেক বেশি কিছু আমাদের আছে।’
এদিকে, ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল কান নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে—জিম্মি বিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ‘সমাধান অযোগ্য ব্যবধান’ আছে। সূত্র গতকাল বৃহস্পতিবার রাতে জানিয়েছে, ‘ইসরায়েলি প্রতিনিধিদল কায়রো ত্যাগ করে এরই মধ্যে নিজ দেশে পৌঁছেছে।’
এর আগে গত ৬ মে হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইসমাইল হানিয়া কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, হামাস তাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। তবে ইসরায়েল সে সময়ও বলেছিল যে, তারা এই প্রস্তাব মানে না। কারণ, এই প্রস্তাব ইসরায়েলের মৌলিক শর্তগুলো পূরণ করে না।
গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোতে চলমান আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আপাতত গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল তাও নিভে গেল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধে কায়রোতে পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে এবং ইসরায়েল পরিকল্পনা অনুযায়ী রাফাহ ও গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে।
ইসরায়েল জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে একটি চুক্তির বিষয়ে হামাসের প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে আপত্তি জমা দিয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি প্রয়োজন হয়, আমরা আমাদের নখর দিয়ে লড়াই করব। তবে আমাদের নখ ব্যবহারের প্রয়োজন হবে না, তার চেয়ে অনেক বেশি কিছু আমাদের আছে।’
এদিকে, ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল কান নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে—জিম্মি বিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ‘সমাধান অযোগ্য ব্যবধান’ আছে। সূত্র গতকাল বৃহস্পতিবার রাতে জানিয়েছে, ‘ইসরায়েলি প্রতিনিধিদল কায়রো ত্যাগ করে এরই মধ্যে নিজ দেশে পৌঁছেছে।’
এর আগে গত ৬ মে হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইসমাইল হানিয়া কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, হামাস তাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। তবে ইসরায়েল সে সময়ও বলেছিল যে, তারা এই প্রস্তাব মানে না। কারণ, এই প্রস্তাব ইসরায়েলের মৌলিক শর্তগুলো পূরণ করে না।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৩ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৩ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৩ ঘণ্টা আগে