Ajker Patrika

আশার আলো নেই গাজার যুদ্ধবিরতি নিয়ে, আলোচনা শেষ

আপডেট : ১০ মে ২০২৪, ০৯: ৫২
আশার আলো নেই গাজার যুদ্ধবিরতি নিয়ে, আলোচনা শেষ

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোতে চলমান আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আপাতত গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল তাও নিভে গেল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধে কায়রোতে পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে এবং ইসরায়েল পরিকল্পনা অনুযায়ী রাফাহ ও গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে।

ইসরায়েল জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে একটি চুক্তির বিষয়ে হামাসের প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে আপত্তি জমা দিয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি প্রয়োজন হয়, আমরা আমাদের নখর দিয়ে লড়াই করব। তবে আমাদের নখ ব্যবহারের প্রয়োজন হবে না, তার চেয়ে অনেক বেশি কিছু আমাদের আছে।’

এদিকে, ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল কান নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে—জিম্মি বিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ‘সমাধান অযোগ্য ব্যবধান’ আছে। সূত্র গতকাল বৃহস্পতিবার রাতে জানিয়েছে, ‘ইসরায়েলি প্রতিনিধিদল কায়রো ত্যাগ করে এরই মধ্যে নিজ দেশে পৌঁছেছে।’

এর আগে গত ৬ মে হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইসমাইল হানিয়া কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, হামাস তাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। তবে ইসরায়েল সে সময়ও বলেছিল যে, তারা এই প্রস্তাব মানে না। কারণ, এই প্রস্তাব ইসরায়েলের মৌলিক শর্তগুলো পূরণ করে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত