অনলাইন ডেস্ক
মুসলমানদের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর বাকি মাত্র দুই দিন। ইতিমধ্যে হজে নিরাপত্তা, ট্রাফিকসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হজ নিরাপত্তা বাহিনী।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার ইউনিফাইড সিকিউরিটি অপারেশন সেন্টারে ব্রিফিং করেছেন পাবলিক সিকিউরিটি ডিরেক্টর এবং হজ সিকিউরিটি কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি। তিনি বলেন, হজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে নিরাপত্তা জোরদার থাকবে। যেকোনো সমস্যায় দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে নিরাপত্তায় দায়িত্বরতরা বদ্ধপরিকর।
মোহাম্মদ আল-বাসামি বলেন, অপরাধের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হজযাত্রীদের নিরাপত্তাকে প্রভাবিত করে এমন কোনো নেতিবাচক ঘটনায়ও দৃষ্টি থাকবে। গ্র্যান্ড মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থানে হজযাত্রীদের সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মক্কার প্রবেশদ্বার, পবিত্র স্থানে যাওয়ার রাস্তাগুলোতে সুরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে।
প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির স্পেশাল ইমার্জেন্সি ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আল-ওমারি বলেছেন, তার কর্মীরা মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত। রাজ্যের অতিথিদের সুরক্ষার জন্য, হজ প্রবিধান লঙ্ঘন রোধ করা, অননুমোদিত ব্যক্তিদের পবিত্র স্থানে প্রবেশ বন্ধ করা, ভিড়ের চলাচল পরিচালনার ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, আরবি চান্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ মাসের ৮ তারিখ শুরু হয় হজ, শেষ হয় ১০ তারিখ ঈদুল আজহার পশু কোরবানির মধ্যে দিয়ে। চলতি বছর সৌদিতে ২৮ জুন হবে ঈদুল আজহা, সেই অনুযায়ী ২৬ জুন থেকে শুরু হবে হজ।
মুসলমানদের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর বাকি মাত্র দুই দিন। ইতিমধ্যে হজে নিরাপত্তা, ট্রাফিকসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হজ নিরাপত্তা বাহিনী।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার ইউনিফাইড সিকিউরিটি অপারেশন সেন্টারে ব্রিফিং করেছেন পাবলিক সিকিউরিটি ডিরেক্টর এবং হজ সিকিউরিটি কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি। তিনি বলেন, হজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে নিরাপত্তা জোরদার থাকবে। যেকোনো সমস্যায় দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে নিরাপত্তায় দায়িত্বরতরা বদ্ধপরিকর।
মোহাম্মদ আল-বাসামি বলেন, অপরাধের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। হজযাত্রীদের নিরাপত্তাকে প্রভাবিত করে এমন কোনো নেতিবাচক ঘটনায়ও দৃষ্টি থাকবে। গ্র্যান্ড মসজিদ এবং অন্যান্য পবিত্র স্থানে হজযাত্রীদের সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া মক্কার প্রবেশদ্বার, পবিত্র স্থানে যাওয়ার রাস্তাগুলোতে সুরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে।
প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির স্পেশাল ইমার্জেন্সি ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আল-ওমারি বলেছেন, তার কর্মীরা মক্কা, মদিনা ও পবিত্র স্থানগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত। রাজ্যের অতিথিদের সুরক্ষার জন্য, হজ প্রবিধান লঙ্ঘন রোধ করা, অননুমোদিত ব্যক্তিদের পবিত্র স্থানে প্রবেশ বন্ধ করা, ভিড়ের চলাচল পরিচালনার ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, আরবি চান্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ মাসের ৮ তারিখ শুরু হয় হজ, শেষ হয় ১০ তারিখ ঈদুল আজহার পশু কোরবানির মধ্যে দিয়ে। চলতি বছর সৌদিতে ২৮ জুন হবে ঈদুল আজহা, সেই অনুযায়ী ২৬ জুন থেকে শুরু হবে হজ।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ আজ রোববার সৌদি আরবে পৌঁছেছেন। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতা হিসেবে এটিই তাঁর প্রথম বিদেশ সফর বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
৩৯ মিনিট আগেসৌদি আরবের নারী অশ্বারোহী শাহদ আল শাম্মারি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি তিনি একটি ফার্মেসির ভেতরে ঘোড়া নিয়ে প্রবেশ করে আলোচনায় আসার পর এবার একটি পোশাকের দোকানে একই কাণ্ড ঘটিয়েছেন।
১ ঘণ্টা আগেস্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত রাজি হন। এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তাঁরা। ১০ লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তাঁর স্ত্রীর
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের (ইউএসএআইডি) অফিশিয়াল ওয়েবসাইটও এবার বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এমনকি ইউএসএআইডির এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের প
৪ ঘণ্টা আগে