ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর তাঁর দেশ গাজায় সরাসরি শাসন কার্যক্রম পরিচালনা করতে চায়। তবে ঠিক কত দিন বজায় থাকবে ইসরায়েলি শাসন, সে বিষয়ে তিনি কিছু বলেননি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এবিসির সাংবাদিক ডেভিড মুইর নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, সরাসরি গাজা শাসন করা হবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভুল। এ বিষয়ে আপনার মত কী? যুদ্ধ শেষ হওয়ার পর কার এই অঞ্চল শাসন করা উচিত।
জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই ইসরায়েল এই অঞ্চল শাসন করতে পারে। সময়সীমার কথা উল্লেখ করতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল অনির্দিষ্টকাল গাজা শাসন করতে পারে। তবে এ সময় তিনি ইঙ্গিত দেন, যেসব ফিলিস্তিনি হামাসের পথ অনুসরণ করে না, তারা গাজা শাসন করতে পারে।
নেতানিয়াহু যুদ্ধ শেষে কারা গাজা শাসন করবে সে প্রসঙ্গে বলেন, ‘যারা হামাসের পথ অনুসরণ করতে চায় না তাঁরা.... আমি মনে করি, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য (গাজার) সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারে। কারণ আমরা দেখেছি, যখন আমাদের কাছে এটি (নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব) না থাকে তখন কী হয়। যখন আমাদের কাছে নিরাপত্তার দায়িত্ব থাকে না, তখন আমরা যা দেখি তা হলো—হামাসের সন্ত্রাসী কার্যক্রমের এমন বিস্ফোরণ, যা আমরা কল্পনাও করতে পারি না।’
এদিকে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় শহরে নিহত হয়েছে কমপক্ষে ১০ হাজার ২২ জন। এর মধ্যে ৪ হাজার ১০৪ জন শিশু। আর আহত মানুষের সংখ্যা অন্তত ২৫ হাজার ৪০৮ জন।
তালিকায় থাকা নিহত ব্যক্তিরা ছাড়াও অন্তত ২ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ১ হাজারের বেশি শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের প্রায় সবাই বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর তাঁর দেশ গাজায় সরাসরি শাসন কার্যক্রম পরিচালনা করতে চায়। তবে ঠিক কত দিন বজায় থাকবে ইসরায়েলি শাসন, সে বিষয়ে তিনি কিছু বলেননি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এবিসির সাংবাদিক ডেভিড মুইর নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, সরাসরি গাজা শাসন করা হবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভুল। এ বিষয়ে আপনার মত কী? যুদ্ধ শেষ হওয়ার পর কার এই অঞ্চল শাসন করা উচিত।
জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই ইসরায়েল এই অঞ্চল শাসন করতে পারে। সময়সীমার কথা উল্লেখ করতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল অনির্দিষ্টকাল গাজা শাসন করতে পারে। তবে এ সময় তিনি ইঙ্গিত দেন, যেসব ফিলিস্তিনি হামাসের পথ অনুসরণ করে না, তারা গাজা শাসন করতে পারে।
নেতানিয়াহু যুদ্ধ শেষে কারা গাজা শাসন করবে সে প্রসঙ্গে বলেন, ‘যারা হামাসের পথ অনুসরণ করতে চায় না তাঁরা.... আমি মনে করি, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য (গাজার) সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারে। কারণ আমরা দেখেছি, যখন আমাদের কাছে এটি (নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব) না থাকে তখন কী হয়। যখন আমাদের কাছে নিরাপত্তার দায়িত্ব থাকে না, তখন আমরা যা দেখি তা হলো—হামাসের সন্ত্রাসী কার্যক্রমের এমন বিস্ফোরণ, যা আমরা কল্পনাও করতে পারি না।’
এদিকে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় শহরে নিহত হয়েছে কমপক্ষে ১০ হাজার ২২ জন। এর মধ্যে ৪ হাজার ১০৪ জন শিশু। আর আহত মানুষের সংখ্যা অন্তত ২৫ হাজার ৪০৮ জন।
তালিকায় থাকা নিহত ব্যক্তিরা ছাড়াও অন্তত ২ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ১ হাজারের বেশি শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের প্রায় সবাই বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে।
ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিল মধ্য ইউরোপের এই রাষ্ট্রটি। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এ ঘোষণা দেন।
১৫ মিনিট আগেভারতের রাজধানী দিল্লি থেকে নিউ ইয়র্ক সিটির নির্বাচনী মাঠে জোহরান মামদানির বিরুদ্ধে এক সুগঠিত ও ব্যাপক আক্রমণ চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ও তার সমর্থক গোষ্ঠীগুলো মামদানির সমালোচনা করে তাকে ‘হিন্দু-বিদ্বেষী’ এবং ‘দেশবিরোধী’ হিসাবে তুলে ধরছে...
২৬ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত এক বিতর্কিত মানচিত্র নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারতের কাছে এমন খবর আছে যে ‘সালতানাত-ই-বাংলা’ নামে একটি গোষ্ঠী ওই মানচিত্র প্রকাশ করেছে। এতে ভারতের কিছু অংশ ‘বৃহত্তর বাংলাদেশের’ অংশ হিসেবে দেখানো হয়েছে।
১ ঘণ্টা আগেচাকরির পরিসংখ্যানে ‘অনিয়ম’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত জালিয়াতির’ অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য সংস্থা ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের কমিশনার এরিকা ম্যাকএনটারফারকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তে ওয়াল স্ট্রিটসহ...
১ ঘণ্টা আগে