অনলাইন ডেস্ক
ঢাকা: গাজায় চলমান হামলার প্রতিবাদে ইসরায়েলে ফের রকেট হামলা চালিয়েছে লেবানন। আজ বুধবার ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক টুইটবার্তায় তথ্যটি নিশ্চিত করেছে।
আইডিএফ জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ঠেকিয়ে দিয়েছে। হামলার জবাবে আইডিএফ লেবাননের বেশ কয়েকটি স্থানে পাল্টা হামলা চালিয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল প্রস্তুত রয়েছে। রকেট হামলায় দুজন সামান্য আহত এবং ১০ বছরের এক শিশু পালাতে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে কিছুটা জখম হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবানন থেকে চারটি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে। একটি খোলা জায়গায় পড়েছে। অপর দুটি ভূমধ্যসাগরে পড়েছে।
গাজা থেকে হামাসের অব্যাহত রকেট হামলার মাঝে লেবাননের এই হামলা ইসরায়েলিদের মধ্যে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে লেবানন থেকে এটি তৃতীয় হামলা। সর্বশেষ ২০০৬ সালে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল।
এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আজ বুধবার প্রাণ গেছে চার ফিলিস্তিনির। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। নিহত সাংবাদিকের নাম ইউসুফ আবু হুসাইন স্থানীয় ‘আল আকসা ভয়েস’ রেডিওতে কর্মরত ছিলেন। ওয়াফা নিউজ এবং শিহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা তথ্যটি নিশ্চিত করেছে।
নিহত সাংবাদিকের বাবা মুহাম্মদ আবু হোসেন বলেন, শেখ রেদওয়ান পাড়ার আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। পরপর দু’বার হামলা চালানো হয়। আমরা বেরিয়ে আসতে পারলেও ইউসুফ আটকা পড়ে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলেঞ্জার এক টুইট বার্তায় লিখেছেন, ইসরায়েল সরকারকে এই ঘটনার দায় নিতে হবে।
সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনের ৫০টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪১ হাজার ৮৯৭টি শিশুর ভবিষ্যত শঙ্কায় পড়েছে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, গাজা থেকে রকেট হামলায় ইসরায়েলের তিনটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে ‘লাইলাতুল কদর’–এর রাতে আল আকসায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। আল আকসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তা উপেক্ষা করায় তারা ইসরায়েলে রকেট ছোড়ে। এর থেকেই শুরু হয় সংঘাত। এ পর্যন্ত ৬৩টি শিশুসহ ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হামলায় প্রাণ গেছে ১২ ইসরায়েলির।
ঢাকা: গাজায় চলমান হামলার প্রতিবাদে ইসরায়েলে ফের রকেট হামলা চালিয়েছে লেবানন। আজ বুধবার ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক টুইটবার্তায় তথ্যটি নিশ্চিত করেছে।
আইডিএফ জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ঠেকিয়ে দিয়েছে। হামলার জবাবে আইডিএফ লেবাননের বেশ কয়েকটি স্থানে পাল্টা হামলা চালিয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল প্রস্তুত রয়েছে। রকেট হামলায় দুজন সামান্য আহত এবং ১০ বছরের এক শিশু পালাতে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে কিছুটা জখম হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবানন থেকে চারটি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে। একটি খোলা জায়গায় পড়েছে। অপর দুটি ভূমধ্যসাগরে পড়েছে।
গাজা থেকে হামাসের অব্যাহত রকেট হামলার মাঝে লেবাননের এই হামলা ইসরায়েলিদের মধ্যে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে লেবানন থেকে এটি তৃতীয় হামলা। সর্বশেষ ২০০৬ সালে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল।
এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আজ বুধবার প্রাণ গেছে চার ফিলিস্তিনির। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। নিহত সাংবাদিকের নাম ইউসুফ আবু হুসাইন স্থানীয় ‘আল আকসা ভয়েস’ রেডিওতে কর্মরত ছিলেন। ওয়াফা নিউজ এবং শিহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা তথ্যটি নিশ্চিত করেছে।
নিহত সাংবাদিকের বাবা মুহাম্মদ আবু হোসেন বলেন, শেখ রেদওয়ান পাড়ার আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। পরপর দু’বার হামলা চালানো হয়। আমরা বেরিয়ে আসতে পারলেও ইউসুফ আটকা পড়ে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলেঞ্জার এক টুইট বার্তায় লিখেছেন, ইসরায়েল সরকারকে এই ঘটনার দায় নিতে হবে।
সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনের ৫০টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪১ হাজার ৮৯৭টি শিশুর ভবিষ্যত শঙ্কায় পড়েছে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, গাজা থেকে রকেট হামলায় ইসরায়েলের তিনটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে ‘লাইলাতুল কদর’–এর রাতে আল আকসায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। আল আকসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তা উপেক্ষা করায় তারা ইসরায়েলে রকেট ছোড়ে। এর থেকেই শুরু হয় সংঘাত। এ পর্যন্ত ৬৩টি শিশুসহ ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হামলায় প্রাণ গেছে ১২ ইসরায়েলির।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই সরকারি প্রতিষ্ঠানগুলোতে ব্যয়সংকোচনের নীতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তাঁর প্রশাসনে সরকারি দক্ষতা বিভাগ নামে নতুন একটি বিভাগ খোলা হয়েছে। আর এর দায়িত্ব পেয়েছেন...
৪ ঘণ্টা আগেজার্মানির চ্যান্সেলর হতে যাওয়া ফ্রেডরিখ মের্ৎস জানিয়েছেন, তিনি ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান। এজন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়েও আলোচনা করতে চান বলে জানিয়েছেন। তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার বিকল্প হিসেবে নয়, বরং সম্পূরক...
৬ ঘণ্টা আগেভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত বলে একটি ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণার পরই টিডিপির বিজয়নগরমের সাংসদ কালীসেট্টি আপ্পালা নাইডু তৃতীয় সন্তান জন্ম দিলে নারীদের ৫০ হাজার রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
৭ ঘণ্টা আগেসিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরায়েল এর বিরোধিতা করছে।
৮ ঘণ্টা আগে