ঢাকা: গাজায় চলমান হামলার প্রতিবাদে ইসরায়েলে ফের রকেট হামলা চালিয়েছে লেবানন। আজ বুধবার ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক টুইটবার্তায় তথ্যটি নিশ্চিত করেছে।
আইডিএফ জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ঠেকিয়ে দিয়েছে। হামলার জবাবে আইডিএফ লেবাননের বেশ কয়েকটি স্থানে পাল্টা হামলা চালিয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল প্রস্তুত রয়েছে। রকেট হামলায় দুজন সামান্য আহত এবং ১০ বছরের এক শিশু পালাতে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে কিছুটা জখম হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবানন থেকে চারটি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে। একটি খোলা জায়গায় পড়েছে। অপর দুটি ভূমধ্যসাগরে পড়েছে।
গাজা থেকে হামাসের অব্যাহত রকেট হামলার মাঝে লেবাননের এই হামলা ইসরায়েলিদের মধ্যে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে লেবানন থেকে এটি তৃতীয় হামলা। সর্বশেষ ২০০৬ সালে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল।
এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আজ বুধবার প্রাণ গেছে চার ফিলিস্তিনির। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। নিহত সাংবাদিকের নাম ইউসুফ আবু হুসাইন স্থানীয় ‘আল আকসা ভয়েস’ রেডিওতে কর্মরত ছিলেন। ওয়াফা নিউজ এবং শিহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা তথ্যটি নিশ্চিত করেছে।
নিহত সাংবাদিকের বাবা মুহাম্মদ আবু হোসেন বলেন, শেখ রেদওয়ান পাড়ার আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। পরপর দু’বার হামলা চালানো হয়। আমরা বেরিয়ে আসতে পারলেও ইউসুফ আটকা পড়ে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলেঞ্জার এক টুইট বার্তায় লিখেছেন, ইসরায়েল সরকারকে এই ঘটনার দায় নিতে হবে।
সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনের ৫০টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪১ হাজার ৮৯৭টি শিশুর ভবিষ্যত শঙ্কায় পড়েছে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, গাজা থেকে রকেট হামলায় ইসরায়েলের তিনটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে ‘লাইলাতুল কদর’–এর রাতে আল আকসায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। আল আকসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তা উপেক্ষা করায় তারা ইসরায়েলে রকেট ছোড়ে। এর থেকেই শুরু হয় সংঘাত। এ পর্যন্ত ৬৩টি শিশুসহ ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হামলায় প্রাণ গেছে ১২ ইসরায়েলির।
ঢাকা: গাজায় চলমান হামলার প্রতিবাদে ইসরায়েলে ফের রকেট হামলা চালিয়েছে লেবানন। আজ বুধবার ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক টুইটবার্তায় তথ্যটি নিশ্চিত করেছে।
আইডিএফ জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে চারটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ঠেকিয়ে দিয়েছে। হামলার জবাবে আইডিএফ লেবাননের বেশ কয়েকটি স্থানে পাল্টা হামলা চালিয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল প্রস্তুত রয়েছে। রকেট হামলায় দুজন সামান্য আহত এবং ১০ বছরের এক শিশু পালাতে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে কিছুটা জখম হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবানন থেকে চারটি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি ধ্বংস করা হয়েছে। একটি খোলা জায়গায় পড়েছে। অপর দুটি ভূমধ্যসাগরে পড়েছে।
গাজা থেকে হামাসের অব্যাহত রকেট হামলার মাঝে লেবাননের এই হামলা ইসরায়েলিদের মধ্যে নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে লেবানন থেকে এটি তৃতীয় হামলা। সর্বশেষ ২০০৬ সালে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল।
এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আজ বুধবার প্রাণ গেছে চার ফিলিস্তিনির। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। নিহত সাংবাদিকের নাম ইউসুফ আবু হুসাইন স্থানীয় ‘আল আকসা ভয়েস’ রেডিওতে কর্মরত ছিলেন। ওয়াফা নিউজ এবং শিহাব নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা তথ্যটি নিশ্চিত করেছে।
নিহত সাংবাদিকের বাবা মুহাম্মদ আবু হোসেন বলেন, শেখ রেদওয়ান পাড়ার আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। পরপর দু’বার হামলা চালানো হয়। আমরা বেরিয়ে আসতে পারলেও ইউসুফ আটকা পড়ে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলেঞ্জার এক টুইট বার্তায় লিখেছেন, ইসরায়েল সরকারকে এই ঘটনার দায় নিতে হবে।
সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ফিলিস্তিনের ৫০টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪১ হাজার ৮৯৭টি শিশুর ভবিষ্যত শঙ্কায় পড়েছে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, গাজা থেকে রকেট হামলায় ইসরায়েলের তিনটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে ‘লাইলাতুল কদর’–এর রাতে আল আকসায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। আল আকসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহারের আলটিমেটাম দেয় হামাস। তা উপেক্ষা করায় তারা ইসরায়েলে রকেট ছোড়ে। এর থেকেই শুরু হয় সংঘাত। এ পর্যন্ত ৬৩টি শিশুসহ ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হামলায় প্রাণ গেছে ১২ ইসরায়েলির।
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন—গাজা অঞ্চলকে ‘স্বাধীন এলাকা’ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের উচিত সেখানে সরাসরি হস্তক্ষেপ করা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘গাজার জন্য আমার কিছু পরিকল্পনা আছে, যেগুলো খুবই ভালো।
১৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনি ভূখণ্ড গাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং তিনি অঞ্চলটি একটি ‘ফ্রিডম জোন’ বা ‘স্বাধীন অঞ্চল’ বানানোর প্রস্তাব দিয়েছেন। আজ বৃহস্পতিবার কাতারে এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে তিনি...
৩৫ মিনিট আগেতুরস্কের ইস্তাম্বুলে আজ বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মুখোমুখি শান্তি আলোচনা হওয়ার কথা থাকলেও এর বিস্তারিত এখনো অনিশ্চিত। ২০২২ সালের পর এটিই হতে যাচ্ছে দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি আলোচনা।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত তাঁর দেশের ওপর শুল্ক না বসাতে রাজি হয়েছে। আজ বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় এক ব্যবসায়ী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারতই এ বিষয়ে চুক্তি প্রস্তাব করেছে। তবে ভারত সরকার দ্রুতই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
২ ঘণ্টা আগে