অনলাইন ডেস্ক
গাজার চলমান সংঘাতের ফলে সেখানে বসবাসরত শিশুদের মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব পড়েছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, গাজায় বসবাসকারী ৯৬ শতাংশ শিশু মনে করে তাদের ‘মৃত্যু অতি সন্নিকটে’। এর মধ্যে প্রায় অর্ধেক শিশু, বিশেষত ছেলেরা (৭২ শতাংশ) তাদের মৃত্যু কামনা করছে। এই পরিসংখ্যানটি গাজার শিশুমনের ভয়াবহ অবস্থা এবং যুদ্ধে তাদের প্রতি চলমান মানসিক আঘাতের দিকটিকে প্রতিফলিত করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ‘ওয়ার চাইল্ড অ্যালায়েন্সে’র সহায়তায় গাজার একটি স্থানীয় এনজিও এই গবেষণাটি পরিচালনা করেছে। এনজিওটি প্রয়োজনীয়তা মূল্যায়ন বা ‘নিডস অ্যাসেসমেন্ট’ জরিপের মাধ্যমে গবেষণার তথ্য সংগ্রহ করে।
জরিপে অংশগ্রহণকারী ৯২ শতাংশ শিশু জানিয়েছে, তারা ‘বাস্তবতাকে মেনে নিতে পারছে না’। অর্থাৎ তারা তাদের বর্তমান পরিস্থিতি গ্রহণ করতে অক্ষম। ৭৯ শতাংশ শিশু রাতে দুঃস্বপ্ন দেখে এবং ৭৩ শতাংশ শিশুর মধ্যে আক্রমণাত্মক আচরণের লক্ষণ দেখা গেছে।
ওয়ার চাইল্ড অ্যালায়েন্স ইউকে’র প্রধান নির্বাহী হেলেন প্যাটিনসন বলেছেন, ‘এটি স্পষ্টভাবে প্রমাণিত যে, শিশুদের থাকার জন্য বিশ্বের সবচেয়ে ভয়ানক স্থানগুলির একটি গাজা। হাসপাতাল, স্কুল এবং বাড়িঘরের মতো মৌলিক অবকাঠামো ধ্বংসের পাশাপাশি, গাজার শিশুদের মানসিক অবস্থা গুরুতর আঘাতের শিকার। যা তাদের দৈনন্দিন জীবনে চরমভাবে প্রভাব ফেলছে।’
জরিপটি গাজার ৫০৪ টি পরিবারের ৫০৪ জন শিশুর ওপর পরিচালিত হয়। যেখানে প্রতিটি পরিবারে অন্তত একজন শারীরিকভাবে অক্ষম, আহত বা একা শিশু আছে। শিশুদের মধ্যে বেশির ভাগই হতাশ, উদ্বিগ্ন এবং মানসিক চাপের শিকার। শিশুদের এই অবস্থা শারীরিক ও মানসিক দুইভাবেই তাদের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলছে।
গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪৪ হাজার ৮০৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু ৪২ শতাংশ। এই ভয়াবহ পরিস্থিতি শিশুদের মানসিক অবস্থা আরও জটিল করছে। তবে এই শিশুরা শুধু শারীরিক ও মানসিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে।
গবেষণায় আরও উঠে এসেছে, গাজার শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা খুবই গুরুতর। গাজার প্রায় ১.৯ মিলিয়ন ফিলিস্তিনি জনগণ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে অর্ধেকই শিশু, যারা তাদের বাড়ি এবং প্রতিবেশী এলাকা থেকে পালিয়ে গেছে।
এ ছাড়া ৬০ শতাংশ শিশু ঘর-বাড়ি, স্কুলে বোমা হামলার দৃশ্য, প্রিয়জনদের হারানো, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বিভিন্ন শারীরিক আঘাতের মাধ্যমে ট্রমার শিকার হয়েছে। এই ধরনের অভিজ্ঞতাগুলি তাদের মস্তিষ্কে গভীর মানসিক ক্ষত রেখে যাচ্ছে, যা তাদের ভবিষ্যৎ আচরণ এবং সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
গবেষণায় আরও জানা গেছে, গাজার প্রায় ১৭,০০০ শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা রয়েছে এবং তাদের মধ্যে অনেকেই শোষণ, নির্যাতন ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে আছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অবস্থায় থাকা শিশুদের মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে এবং তারা শারীরিক ও মানসিকভাবে শোষণের শিকার হতে পারে।
ওয়ার চাইল্ড অ্যালায়েন্স জানিয়েছে, তারা এখন পর্যন্ত গাজার ১৭ হাজার শিশুকে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করেছে। তবে তারা ভবিষ্যতে এক মিলিয়ন শিশুকে মানসিক, শারীরিক এবং সামাজিক সহায়তা দিতে চায়। তাদের লক্ষ্য হল এই তিন দশকের ইতিহাসে সবচেয়ে বড় মানবিক সহায়তা প্রদান করা।
হেলেন প্যাটিনসন বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকরী পদক্ষেপ নিতে হবে, আমরা যে মানসিক বিপর্যয় দেখছি তা যেন বহু প্রজন্মের ট্রমায় পরিণত না হয়।’
এই গবেষণায় গাজার শিশুদের বর্তমান মানসিক অবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই ধরনের মানসিক বিপর্যয় শুধুমাত্র গাজার শিশুদের ওপর নয় বরং পুরো অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।
গাজার চলমান সংঘাতের ফলে সেখানে বসবাসরত শিশুদের মানসিক অবস্থার ওপর গভীর প্রভাব পড়েছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, গাজায় বসবাসকারী ৯৬ শতাংশ শিশু মনে করে তাদের ‘মৃত্যু অতি সন্নিকটে’। এর মধ্যে প্রায় অর্ধেক শিশু, বিশেষত ছেলেরা (৭২ শতাংশ) তাদের মৃত্যু কামনা করছে। এই পরিসংখ্যানটি গাজার শিশুমনের ভয়াবহ অবস্থা এবং যুদ্ধে তাদের প্রতি চলমান মানসিক আঘাতের দিকটিকে প্রতিফলিত করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ‘ওয়ার চাইল্ড অ্যালায়েন্সে’র সহায়তায় গাজার একটি স্থানীয় এনজিও এই গবেষণাটি পরিচালনা করেছে। এনজিওটি প্রয়োজনীয়তা মূল্যায়ন বা ‘নিডস অ্যাসেসমেন্ট’ জরিপের মাধ্যমে গবেষণার তথ্য সংগ্রহ করে।
জরিপে অংশগ্রহণকারী ৯২ শতাংশ শিশু জানিয়েছে, তারা ‘বাস্তবতাকে মেনে নিতে পারছে না’। অর্থাৎ তারা তাদের বর্তমান পরিস্থিতি গ্রহণ করতে অক্ষম। ৭৯ শতাংশ শিশু রাতে দুঃস্বপ্ন দেখে এবং ৭৩ শতাংশ শিশুর মধ্যে আক্রমণাত্মক আচরণের লক্ষণ দেখা গেছে।
ওয়ার চাইল্ড অ্যালায়েন্স ইউকে’র প্রধান নির্বাহী হেলেন প্যাটিনসন বলেছেন, ‘এটি স্পষ্টভাবে প্রমাণিত যে, শিশুদের থাকার জন্য বিশ্বের সবচেয়ে ভয়ানক স্থানগুলির একটি গাজা। হাসপাতাল, স্কুল এবং বাড়িঘরের মতো মৌলিক অবকাঠামো ধ্বংসের পাশাপাশি, গাজার শিশুদের মানসিক অবস্থা গুরুতর আঘাতের শিকার। যা তাদের দৈনন্দিন জীবনে চরমভাবে প্রভাব ফেলছে।’
জরিপটি গাজার ৫০৪ টি পরিবারের ৫০৪ জন শিশুর ওপর পরিচালিত হয়। যেখানে প্রতিটি পরিবারে অন্তত একজন শারীরিকভাবে অক্ষম, আহত বা একা শিশু আছে। শিশুদের মধ্যে বেশির ভাগই হতাশ, উদ্বিগ্ন এবং মানসিক চাপের শিকার। শিশুদের এই অবস্থা শারীরিক ও মানসিক দুইভাবেই তাদের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলছে।
গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪৪ হাজার ৮০৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে শিশু ৪২ শতাংশ। এই ভয়াবহ পরিস্থিতি শিশুদের মানসিক অবস্থা আরও জটিল করছে। তবে এই শিশুরা শুধু শারীরিক ও মানসিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে।
গবেষণায় আরও উঠে এসেছে, গাজার শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা খুবই গুরুতর। গাজার প্রায় ১.৯ মিলিয়ন ফিলিস্তিনি জনগণ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে অর্ধেকই শিশু, যারা তাদের বাড়ি এবং প্রতিবেশী এলাকা থেকে পালিয়ে গেছে।
এ ছাড়া ৬০ শতাংশ শিশু ঘর-বাড়ি, স্কুলে বোমা হামলার দৃশ্য, প্রিয়জনদের হারানো, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এবং বিভিন্ন শারীরিক আঘাতের মাধ্যমে ট্রমার শিকার হয়েছে। এই ধরনের অভিজ্ঞতাগুলি তাদের মস্তিষ্কে গভীর মানসিক ক্ষত রেখে যাচ্ছে, যা তাদের ভবিষ্যৎ আচরণ এবং সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
গবেষণায় আরও জানা গেছে, গাজার প্রায় ১৭,০০০ শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা রয়েছে এবং তাদের মধ্যে অনেকেই শোষণ, নির্যাতন ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিতে আছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অবস্থায় থাকা শিশুদের মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে এবং তারা শারীরিক ও মানসিকভাবে শোষণের শিকার হতে পারে।
ওয়ার চাইল্ড অ্যালায়েন্স জানিয়েছে, তারা এখন পর্যন্ত গাজার ১৭ হাজার শিশুকে মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করেছে। তবে তারা ভবিষ্যতে এক মিলিয়ন শিশুকে মানসিক, শারীরিক এবং সামাজিক সহায়তা দিতে চায়। তাদের লক্ষ্য হল এই তিন দশকের ইতিহাসে সবচেয়ে বড় মানবিক সহায়তা প্রদান করা।
হেলেন প্যাটিনসন বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকরী পদক্ষেপ নিতে হবে, আমরা যে মানসিক বিপর্যয় দেখছি তা যেন বহু প্রজন্মের ট্রমায় পরিণত না হয়।’
এই গবেষণায় গাজার শিশুদের বর্তমান মানসিক অবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই ধরনের মানসিক বিপর্যয় শুধুমাত্র গাজার শিশুদের ওপর নয় বরং পুরো অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
২৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
১০ ঘণ্টা আগে