Ajker Patrika

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক হবে ট্রাম্পের, ভূখণ্ড অদলবদলের ইঙ্গিত

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৯: ২৩
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, তিনি আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সম্ভাব্য চুক্তিতে ভূখণ্ডের অদলবদলের বিষয়টি থাকতে পারে। তবে এই বিষয়টি এরই মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের স্বাগত জানাতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে বৈঠক করব। রাশিয়াকে দিয়েই শুরু করব।’ যদিও যুদ্ধ অবসানের প্রচেষ্টায় নতুন কী পরিবর্তন এসেছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। তাঁর ভাষায়, ‘এটি খুব জটিল। তবে আমরা কিছু ফেরত পাব, কিছু অদলবদল হবে। উভয় পক্ষের জন্যই ভালো হবে।’

ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াসহ দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে দেওয়ার যেকোনো চুক্তির বিরোধিতা করছে। অন্যদিকে, পুতিন শর্ত দিয়েছেন যে, ২০১৪ সালের পর থেকে রাশিয়ার দখলে থাকা কিছু ভূখণ্ড ইউক্রেনকে ছেড়ে দিতে হবে, পশ্চিমা সহায়তা বন্ধ করতে হবে এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা ত্যাগ করতে হবে।

পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বৈঠক ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় দেশটি আদালতের এখতিয়ার স্বীকার করে না। এর আগে বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হলেও ট্রাম্প শুক্রবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান, বৈঠক হবে যুক্তরাষ্ট্রের উত্তরতম অঙ্গরাজ্য আলাস্কায়। এই অঙ্গরাজ্যটি রাশিয়ার বেরিং প্রণালী থেকে মাত্র ৮৮ কিলোমিটার দূরে।

এদিকে, ট্রাম্প যেদিন এই ঘোষণা দেন, সেদিনই রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করাতে তাঁর দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হয়, তবে কোনো সমঝোতা হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলায় এবং আলোচনায় অনীহায় ট্রাম্পের হতাশা বাড়ছে। ২০১৯ সালের পর এটিই হবে ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি বৈঠক।

প্রথম মেয়াদে পুতিনের প্রতি নমনীয় অবস্থান নিলেও সাম্প্রতিক সময়ে ট্রাম্প ক্রমশ সমালোচনামুখর হচ্ছেন। গত সপ্তাহে কিয়েভে রাশিয়ার নতুন হামলাকে তিনি ‘ঘৃণ্য’ বলে নিন্দা করেন এবং হামলা বন্ধ না করলে নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দেন। ইতোমধ্যেই রুশ তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে বাড়িয়েছেন তিনি।

এর মধ্যেই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতির’ কথা জানালেও সময়সীমার শেষ দিন পর্যন্ত কোনো পক্ষ থেকেই নতুন পদক্ষেপ বা ছাড়ের ঘোষণা আসেনি। বিশ্লেষকদের ধারণা, পুতিন ইচ্ছাকৃতভাবে আলোচনা দীর্ঘায়িত করছেন, আর ট্রাম্পের অস্থির কূটনৈতিক অবস্থান যুদ্ধবিরতির সমীকরণে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি।

উল্লেখ্য, ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়। ইতিহাসের পাতায় এটি ‘আলাস্কা পারচেজ’ নামে পরিচিত। এই বিশাল ভূখণ্ডটি যুক্তরাষ্ট্র কিনেছিল মাত্র ৭ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত