অনলাইন ডেস্ক
চলতি সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বড় অঙ্কের ঋণ পেয়েছে বাংলাদেশ। তারপরও দেশটি সৌদি আরবকে বাকিতে জ্বালানি তেল সরবরাহের অনুরোধ করেছে।
বিশেষজ্ঞ মতামত উদ্ধৃত করে সৌদি গণমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি খানিকটা নাজুক অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতে সৌদি আরব যদি বাকিতে তেল সরবরাহ করে, তা অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবে।
এ সপ্তাহের শুরুতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা আল দুহাইলানের সঙ্গে বৈঠকে বাকিতে তেল সরবরাহের অনুরোধ করেন বলে প্রতিবেদনে বলা হয়।
গত ৩০ জানুয়ারি আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। এরপরই পররাষ্ট্রমন্ত্রণী সৌদি আরবকে এই অনুরোধ জানান।
সেন্টার ফর পলিসির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান আরব নিউজকে বলেন, বাংলাদেশ এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার অভাবে এলসি খুলতে পারছে না; আমদানিতে সমস্যা হচ্ছে। বাকিতে তেল পেলে রিজার্ভ কিছুটা বাঁচবে। তা দিয়ে তাৎক্ষণিক চাহিদার পণ্যগুলো জরুরি ভিত্তিতে আমদানি করা যাবে।
মোস্তাফিজুর আরও বলেন, আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন বাংলাদেশ নিয়ে উন্নয়ন সহযোগীদের নিঃসন্দেহে ইতিবাচক বার্তা দেবে। তারা বুঝবে যে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে।
‘সেই দৃষ্টিকোণ থেকে বলা যায়, সৌদি আরবও বুঝবে, আমরা এখন বাকিতে তেল চাইলেও যখন সময় আসবে, তখন প্রয়োজনীয় অর্থ পরিশোধ করতে সক্ষম হব।’
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ জন্য গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ সরকার দৈনিক বিদ্যুৎ সরবরাহ কমাতে বাধ্য হয়েছে। বিদ্যুতের সংকটে শিল্পকারখানাগুলো তাদের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালাতে পারছে না। দিনে কয়েক ঘণ্টা কারখানা বন্ধ রাখতে হচ্ছে। গত অক্টোবরের শুরুতে জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।
সৌদি আরব বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার অর্ধেকের বেশি সরবরাহ করে থাকে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ তামিম বলেন, ‘আমরা সৌদি আরবের কাছ থেকে তেল আনছি। এটি আমাদের নিয়মিত ও স্বাভাবিক আমদানি। কারণ, আমাদের পরিবহন খাত সম্পূর্ণরূপে এই তেলের ওপর নির্ভরশীল এবং আংশিকভাবে আমাদের উৎপাদনও এর ওপর নির্ভরশীল।’
অধ্যাপক তামিম আরও বলেন, ‘জ্বালানি তেল আমদানি করা এবং এর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করবে। এ জন্য আইএমএফের ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সৌদি আরবকে বিলম্বে তেলের অর্থ পরিশোধ করা বাংলাদেশকে ডলারের সংকট মোকাবিলায় সহায়তা করবে।’
চলতি সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বড় অঙ্কের ঋণ পেয়েছে বাংলাদেশ। তারপরও দেশটি সৌদি আরবকে বাকিতে জ্বালানি তেল সরবরাহের অনুরোধ করেছে।
বিশেষজ্ঞ মতামত উদ্ধৃত করে সৌদি গণমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি খানিকটা নাজুক অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতে সৌদি আরব যদি বাকিতে তেল সরবরাহ করে, তা অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবে।
এ সপ্তাহের শুরুতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা আল দুহাইলানের সঙ্গে বৈঠকে বাকিতে তেল সরবরাহের অনুরোধ করেন বলে প্রতিবেদনে বলা হয়।
গত ৩০ জানুয়ারি আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। এরপরই পররাষ্ট্রমন্ত্রণী সৌদি আরবকে এই অনুরোধ জানান।
সেন্টার ফর পলিসির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান আরব নিউজকে বলেন, বাংলাদেশ এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার অভাবে এলসি খুলতে পারছে না; আমদানিতে সমস্যা হচ্ছে। বাকিতে তেল পেলে রিজার্ভ কিছুটা বাঁচবে। তা দিয়ে তাৎক্ষণিক চাহিদার পণ্যগুলো জরুরি ভিত্তিতে আমদানি করা যাবে।
মোস্তাফিজুর আরও বলেন, আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন বাংলাদেশ নিয়ে উন্নয়ন সহযোগীদের নিঃসন্দেহে ইতিবাচক বার্তা দেবে। তারা বুঝবে যে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে।
‘সেই দৃষ্টিকোণ থেকে বলা যায়, সৌদি আরবও বুঝবে, আমরা এখন বাকিতে তেল চাইলেও যখন সময় আসবে, তখন প্রয়োজনীয় অর্থ পরিশোধ করতে সক্ষম হব।’
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এ জন্য গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশ সরকার দৈনিক বিদ্যুৎ সরবরাহ কমাতে বাধ্য হয়েছে। বিদ্যুতের সংকটে শিল্পকারখানাগুলো তাদের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালাতে পারছে না। দিনে কয়েক ঘণ্টা কারখানা বন্ধ রাখতে হচ্ছে। গত অক্টোবরের শুরুতে জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।
সৌদি আরব বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার অর্ধেকের বেশি সরবরাহ করে থাকে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ তামিম বলেন, ‘আমরা সৌদি আরবের কাছ থেকে তেল আনছি। এটি আমাদের নিয়মিত ও স্বাভাবিক আমদানি। কারণ, আমাদের পরিবহন খাত সম্পূর্ণরূপে এই তেলের ওপর নির্ভরশীল এবং আংশিকভাবে আমাদের উৎপাদনও এর ওপর নির্ভরশীল।’
অধ্যাপক তামিম আরও বলেন, ‘জ্বালানি তেল আমদানি করা এবং এর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করবে। এ জন্য আইএমএফের ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সৌদি আরবকে বিলম্বে তেলের অর্থ পরিশোধ করা বাংলাদেশকে ডলারের সংকট মোকাবিলায় সহায়তা করবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় আর নির্বাচন করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্র চায়, ইউক্রেন যেন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ দেশে নির্বাচনের আয়োজন করে।
৫ ঘণ্টা আগেনতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। রাজধানী তেহরানে গতকাল রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটির সর্বোচ্চ পাল্লা ১ হাজার ৭০০ কিলোমিটার।
৫ ঘণ্টা আগেজাপান ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। কিন্তু মুসলিমদের নিজস্ব কবরস্থানের জন্য আলাদা জায়গা চাওয়া নিয়েই মূলত অনেকের মধ্যে সন্দেহ তৈরি করেছে। কিছু ব্যক্তি ও প্ল্যাটফর্ম এই বিষয়টিকে ‘মুসলিম সম্প্রদায়ের আগ্রাসী সম্প্রসারণ’ বলে উপস্থাপন করছেন। তবে তাহির বলেছেন, ‘আমরা শুধু ধর্মীয় বিধান অনুযায়ী কবরস্থানের
৭ ঘণ্টা আগেপরীক্ষামূলকভাবে সফল হওয়ার ছয় মাস পর চার দিনের কর্ম সপ্তাহ চালু করেছে ইন্দোনেশিয়ার একটি মন্ত্রণালয়। আজ রোববার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ‘কমপ্রেসড ওয়ার্ক শিডিউল’ নামে পরিচিত এই উদ্যোগটি স্বেচ্ছাসেবার ভিত্তিতে চালু করা হয়েছে। এ ক্ষেত্রে সপ্তাহে তিন দিন ছুটি কাটানোর সুযোগটি তাঁরাই পা
৮ ঘণ্টা আগে