Ajker Patrika

রাইসির মৃত্যুতে তেল ও সোনার বাজারে প্রভাবের শঙ্কা

রাইসির মৃত্যুতে তেল ও সোনার বাজারে প্রভাবের শঙ্কা

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর এমন মৃত্যু বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ও সোনার দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এ ক্ষেত্রে প্রথমেই আলোচনায় আসছে ইরানের নেতৃত্বের প্রসঙ্গটি। প্রাথমিকভাবে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখতার প্রেসিডেন্টের দায়িত্ব পেলেও এটি খুব বেশি দিনের জন্য নয়। সংবিধান অনুযায়ী, দেশটিতে আগামী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে ইরানিরা। এ অবস্থায় দেশটির নেতৃত্বে কে থাকবেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তার প্রভাব ইতিমধ্যে তেলের বাজারে দেখা যেতে শুরু করেছে। 

ভারতীয় ‘এই সময়’ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে—রাইসি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারীরা ইরানের তেল উৎপাদন ও রপ্তানিতে সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছেন। সোমবার থেকেই এর প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে। প্রাথমিকভাবে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরটি প্রকাশিত হলে এশিয়ার বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এবার রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তেলের দামে আরও বড় প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কারণ এই মৃত্যু তেল সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে সোনাকে সব সময় বিশ্বজুড়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে ভাবা হয়ে থাকে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ফলে বিশ্বজুড়ে যে অস্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে তাতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের দিকেই আকৃষ্ট হবে। রাইসির মৃত্যুর পর সোনার দাম এখন সর্বকালের সর্বোচ্চ অবস্থায় রয়েছে। ইরানে স্থিতিশীলতা না আসা পর্যন্ত সোনার দাম এভাবে বাড়তে থাকবে বলেও ধারণা করা হচ্ছে। 

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর প্রভাব শেয়ার বাজারেও দেখা যাবে বলে মত দেওয়া হয়েছে প্রতিবেদনটিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

গুলিবিদ্ধ হাদি ও নির্বাচন

এলাকার খবর
Loading...