Ajker Patrika

ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির উদ্যোগের পরও গাজায় থেমে নেই হত্যাযজ্ঞ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় পুরোদমে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি প্রশাসন। গতকাল শনিবার রাতভর গাজাজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত হয়েছে কমপক্ষে ৭২ ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছে শিশুও। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

এপির প্রতিবেদন অনুযায়ী, নিহতদের বেশির ভাগই গাজা সিটির বাসিন্দা। এদের মধ্যে ১১ জন নিহত হয়েছে গাজা সিটির কাছে একটি স্টেডিয়ামে চালানো বিমান হামলায়। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ওই স্টেডিয়ামটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আল শিফা হাসপাতালের কর্মীরা জানিয়েছে, শনিবার রাতে ২০ টিরও বেশি মরদেহ এসেছে তাদের কাছে। এদিকে, গাজা সিটির আরেক হাসপাতাল আল-আহলি জানিয়েছে, শনিবার দুপুরেই তাদের কাছে এসেছে ১১ টি মরদেহ।

এ ছাড়া, গাজা সিটির পশ্চিমাঞ্চলীয় একটি বসতিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৮ জন, যাদের মধ্যে পাঁচজনই শিশু। হামলা হয়েছে বুরেজি শরণার্থী শিবিরেও। সেখানে নিহত হয়েছে আরও দুইজন।

জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার পর পাঁচ মাসে নিহত হয়েছে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সংখ্যা ৬ হাজার ৪৯। তবে, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২১ মাসে উপত্যকায় নিহত হয়েছে অন্তত ৫৬ হাজার মানুষ, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

নিহতদের মধ্যে অন্তত ৫০০ জন নিহত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিরিটিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে, আহত হয়েছেন ৪ হাজারের বেশি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছেন তারা। তার দাবি—আগামী এক সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। পরিস্থিতি সম্পর্কে অবগত এক কর্মকর্তা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, গাজা যুদ্ধবিরতি, ইরান এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমার। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত